সারাক্ষণ ডেস্ক
গত মঙ্গলবারে চায়নায় সেদেশের প্রেসিডেন্ট সি ও জার্মানীর প্রেসিডেন্ট ওলাফের মধ্যে যে মিটিং হয়েছে তার ফলাফল হিসেবে সকলে দেখছে, যে সময়ে ইউরোপ তাদের বাজারে চায়নিজ ইলেকট্রিক কার রফতানির বন্যা বইয়ে দিচ্ছে সেই সময়ে জার্মানী ও চায়না নতুন করে তাদের বন্ধুত্ব বাড়াতে যাচ্ছে।
আর সেখানে জার্মানীর বেশি দরকার চায়না যে সেদেশে শুকরের মাংস রফতানির ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে তা তুলে নেয়া। এবং জার্মানী আশা করছে চায়না সেটা তুলে নেবে।
যেমন মাত্র কিছু দিন হলো অস্ট্রেলিয়ার ওয়াইন রফতানির ওপর চায়না যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলো তা তুলে নিয়েছে।
Leave a Reply