বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০২:০৫ পূর্বাহ্ন

টেকনাফে ফের কিশোর অপহরণ

  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.২২ পিএম

জাফর আলম, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় পারভেজ মোশাররফ নামে এক কিশোরকে ঘর থেকে ডেকে নিয়ে অপহরণ ও আট লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনায় অপহৃত কিশোরের বাবা মোহাম্মদ হোছন টেকনাফ থানায় লিখিত অভিযোগ করেছেন।

অপহৃত পারভেজ মোশাররফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মরিচ্যাঘোনা এলাকার মোহাম্মদ হোছনের ছেলে।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অপহরণের ঘটনায় পারভেজের পরিবারের কাছ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অপহরণ নাকি মাদকসংক্রান্ত, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ সূত্রে জানা গেছে, অপহৃত পারভেজ ও আরেক কিশোর প্রায় দেড় বছর ধরে টেকনাফ সদরের দরগাছড়ায় জেলে হিসেবে কাজ করে। গত শনিবার বিকালে ওই কিশোর ঘরে এসে পারভেজকে ডেকে নিয়ে যায়। পরে পারভেজ ঘরে ফিরে আসেনি। তার মুঠোফোন নম্বরও বন্ধ পাওয়া যায়।

ওই কিশোরের মুঠোফোন থেকে মোহাম্মদ হোছনের নম্বর থেকে ফোন করে আট লাখ টাকা দাবি করা হয়। মুক্তিপণের টাকা না দিলে ছেলেকে হত্যা ও মরদেহ গুম করার হুমকি দেওয়া হয়।মোহাম্মদ হোছন বলেন, ইমু অ্যাপের মাধ্যমে ফোন করে ছেলেকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করে ভিডিও দেখানো হয়েছে।

মঙ্গলবার দুপুর পর্যন্ত ছেলে অপহরণকারীদের হাতে বন্দী অবস্থায় রয়েছে।গত ১১ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ৯৯ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪৯ জন স্থানীয় বাসিন্দা, বাকি ৫০ জন রোহিঙ্গা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024