সারাক্ষণ ডেস্ক
আর মাত্র চারদিন! টলিউডে সুখবর। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সংগীতশিল্পী অনুপম রায়। আগামী ২ মার্চ বিয়ে করতে চলেছেন তিনি। সংগীতশিল্পী প্রস্মিতা পালকে বিয়ে করতে চলেছেন তিনি। শিল্পীর জীবনের নতুন এই অধ্যায় নিয়ে মুখ খুলেছেন অনুপম রায়। তবে জাঁকজমকভাবে নয়, একেবারে ঘরোয়া অনুষ্ঠানে রাখঢাক করে রাখা অনুষ্ঠানের মাধ্যমেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। বিয়ের বিষয়ে কী বললেন শিল্পী? এই সময় ডিজিটালে মুখ খুললেন শিল্পী।
বহুদিন ধরেই প্রস্মিতার সঙ্গে অনুপম রায়ের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে অনুপম বা প্রস্মিতা দুজনের কেউই স্পষ্ট করে বলেননি কিছু। তবে, ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে ভালোবাসার মাসেই সুখবর শোনালেন অনুপম রায়। পাত্রী জনপ্রিয় গায়িকা প্রস্মিতা পাল। গানের দুনিয়ায় প্রস্মিতা সকলের পরিচিত মুখ।
উল্লেখ্য, কলকাতাতেই জন্ম অনুপমের হবু বউ প্রস্মিতার। আওয়ার লেডি ক্যুইন অফ মিশন স্কুল থেকে টুয়েলভথ পাশ করেছেন তিনি। তারপর লরেটোতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ালেখা করেন। এরপর ইন্সটিউট অফ ইঞ্জিয়ারিং ম্যানেজমেন্ট থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্সও করেন প্রস্মিতা। সেই সাথে গায়িকা হিসেবে বেশ জনপ্রিয় তিনি।
Leave a Reply