শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৫ অপরাহ্ন

পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে মুজিবনগর দিবসের কর্মসূচি শুরু

  • Update Time : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ১১.১৭ এএম

সারাক্ষণ ডেস্ক

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

পতাকা উত্তোলন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল দত্ত।

মুজিবনগর দিবসের অনুষ্ঠানমালায় রয়েছে- প্রথম পর্বে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন।

সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইডস এবং শিক্ষার্থীদের কাছ থেকে গার্ড অব অনার প্রদান ও কুঁচকাওয়াজ প্রদর্শন।

সকাল ১০টায় গীতিনাট্য ‘সোনালী স্বপ্নের দেশ’ উপস্থাপন। ১০টা ৪৫ মিনিটে শেখ হাসিনা মঞ্চে ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় পর্বে সন্ধ্যা সাড়ে ৬টায় মুজিবনগর স্মৃতিকেন্দ্রের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান, লেজার শো ও আতশবাজির আয়োজন রয়েছে।

শেখ হাসিনা মঞ্চে মুজিবনগর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক মোজাম্মেল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রথম সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি, রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন,ডাক্তার সৈয়দা জাকিয়া নুর (লিপি)।

এছাড়া উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আইনজীবী আফজাল হোসেন।

আলোচনা সভায় অংশ নেবেন আওয়মী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা, মন্ত্রী ও স্থানীয় নেতা-কর্মীরা।

মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উদ্যোগে সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সংগীত পরিবেশন করবেন ব্যান্ড মাইলস।

ইউএনবি নিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024