সারাক্ষণ ডেস্ক
ভারতের সিনিয়র সাংবাদিক, দি হিন্দুর সাবেক ডেপুটি এডিটর ও আঞ্চলিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ প্রতীম বোস তার নিজস্ব থিংক ট্যাংক প্রতিষ্ঠান ইরাবতীর নিয়মিত পডকাস্ট অনুষ্ঠানে এবার অতিথি রেখেছিলেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও জি-২০ এর সমন্বয়ক মি. হর্ষবর্ধন শ্রীংলাকে। এই পডকাস্টে তাদের আলোচনার উঠে আসে আঞ্চলিক সম্পর্কের কিছু চলমান বিষয়।
শ্রীংলা বলেন, দার্জিলিং এবং শিলিগুড়ি করিডোর এলাকা হলো “কৌশলগত”। এই কৌশলগত বলতে তিনি তার বক্তব্যে’র লাইন বিটুইন নিরাপত্তার বিষয়টিকে ঈংগিত করেছেন। এবং ওই এলাকায় ভারতের কেন্দ্র এবং রাজ্য সরকারের সমন্বয়ে ফাঁক থেকে যায় তাই অনেক উদ্যোগ বাধাগ্রস্ত হয়। এই বাধার কথা উল্লেখের ভেতর দিয়েও একটা ইউনিয়ন টেরিটরি’র প্রশ্নের উদ্রেক সামনে আসে।
মি. শ্রীংলা মোদির পররাষ্ট্র নীতি’র “প্রতিবেশি প্রথম নীতি’র” কথাই উল্লেখ করেন চায়নার বিপরীতে। তাছাড়া তিনি আরো জানান, ভারতীয় ক্রেডিট লাইনের ৫০% প্রতিবেশী রাষ্ট্রগুলোতে । এছাড়া বাংলাদেশ সহ অনান্য প্রতিবেশী দেশগুলো ভ্যাকসিন পাবার ক্ষেত্রেঅগ্রাধিকার পেয়েছে। এমনকি সাম্প্রতিককালে বাংলাদেশ পেঁয়াজ রপ্তানিতেও নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পেয়েছে।
মি. শ্রীংলা প্রশ্নকারী প্রতিম বোসের প্রশ্নের উত্তরে বলেন, ভারত ও বাংলাদেশের বর্তমান সম্পর্ক উষ্ণই বলা যায়। তবে সে দেশের নির্বাচনের পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী’র সফর নিয়ে তিনি বলেন, এ ধরনের প্রোগামগুলো অফিসিয়ালি নির্ধারিত না হবার আগে কিছু বলা যায় না।
Leave a Reply