সারাক্ষণ ডেস্ক
হঠাৎ আগ্নেয়গিরি জেগে ওঠায় ইন্দোনেশিয়ায় বৃহস্পতিবার (১৮ এপ্রিল ) সকাল পর্যন্ত প্রায় ১১ হাজার মানুষকে বিভিন্ন জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার একটি আগ্নেয়গিরির পাঁচবার অগ্ন্যুৎপাতের পর হাজার হাজার মানুষ ভিড় করে। কর্তৃপক্ষকে নিকটবর্তী বিমানবন্দর বন্ধ করতে বলা হয়েছে। সুনামি সতর্কবার্তা জারি করা হয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী জেলে বলেন,”সেখানে আগুন ও পাথরের মিশ্রণ ছিল। লাভা বিভিন্ন দিকে প্রবাহিত হয়েছিল ।’’
এর আগে মঙ্গলবার থেকে সে দেশের উত্তর সুলাওয়েসি প্রদেশের মাউন্ট রুয়াংয়ে পরপর চার বার বিস্ফোরণ ঘটে। আগ্নেয়গিরিটির জ্বালামুখ থেকে লাভাস্রোত ছড়িয়ে পড়েছে সংলগ্ন এলাকায়।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগ্নেয়গিরিটি, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৭২৫ মিটার উচ্চতার সাথে ইন্দোনেশিয়ার বাইরের অঞ্চলের একটি প্রত্যন্ত দ্বীপে অবস্থিত। বৃহস্পতিবার সকালে এখনও ৮০০ মিটার (২৬২৫ ফুট) উঁচু ধোঁয়ায় ভরা ছিল।
উদ্ধারকারীরা জানিয়েছেন, বৃহস্পতিবার পার্শ্ববর্তী প্রত্যন্ত দ্বীপ তাগুলান্ডাং-এর বাড়িগুলো আগ্নেয়গিরির পাথরের পতনের ফলে গর্তে ভরে গেছে। বাসিন্দারা অন্তত সাময়িকভাবে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
Leave a Reply