সারাক্ষণ ডেস্ক
চায়না তার ২০২৪ এর প্রতিরক্ষা বাজেট খুব বেশি বাড়াচ্ছে না।
আগের বছরগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি যা করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের বাস্তবতা এবং বর্তমান নিরাপত্তা চ্যালেঞ্জগুলো বিবেচনায় নিয়েই এই বাজেট হবে।
বাজেটের খসড়া এ সপ্তাহে তাদের ন্যাশনাল পিপলস কংগ্রেসের বাৎসরিক সভায় উপস্থাপিত হবে।
২০২৩ এর চায়না প্রতিরক্ষা বাজেট ছিল ১.৫৫৩৭ ট্রিলিয়ন ইউয়ান ($২২৪. ৭৯ বিলিয়ন ডলার) , যা ২০২৪ এর সঙ্গে তুলনা করলে ৭.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দেশটি ২০১৬ থেকে গত আট বছর ক্রমাগতভাবে তাদের প্রতিরক্ষা বাজেট একক ডিজিটে বৃদ্ধি করে চলেছে।
চাইনিজ গ্লোবাল টাইমস সম্প্রতি এ সংবাদ প্রকাশ করেছে এবং সেখানে একজন সমর বিশেষজ্ঞ মিস্টার সু ফুকুওয়ান বলেছেন, চায়না মোটামুটি একই ধারায় তাদের সামরিক বাজেট বৃদ্ধি করে যাচ্ছে।
Leave a Reply