* ২ মার্চ সোমালি জলদস্যুরা এমভি আবদুল্লাহ জাহাজটিকে হাইজ্যাক করে।
* জাহাজটি ১৪ এপ্রিল মুক্তি পায়
সারাক্ষণ ডেস্ক
বাংলাদেশের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ এমভি আবদুল্লাহ, সোমালি জলদস্যুদের দ্বারা হাইজ্যাক হলে অবশেষে মুক্তিপণ দেওয়ার ৩২ দিন পর মুক্তি পেয়েছে। রবিবার সন্ধ্যায় জাহাজের ২৩ জন নাবিক নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আল হামরিয়া বন্দরে পৌঁছাবে।
এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহরুল করিম বলেন, ‘আশা করা হচ্ছে রোববার সন্ধ্যা ৬টায় জাহাজটি দুবাইয়ের আল হামরিয়া বন্দরে পৌঁছাবে।
১২ মার্চ, সোমালি জলদস্যুরা ভারত মহাসাগরে এমভি আবদুল্লাহ জাহাজটি হাইজ্যাক করে। জাহাজটি ১৪ এপ্রিল সকাল ১২.০৮ ঘটিকায় মুক্তি পায়।
উল্লেখ্য , ২০১০ সালে, কেএসআরএম গ্রুপের আরেকটি জাহাজ, এমভি জাহান মানি, সোমালি জলদস্যুরা হাইজ্যাক করে। জাহাজটি উদ্ধার করতে ৯৯ দিন লেগেছিল।
Leave a Reply