শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৩৫ পূর্বাহ্ন

আমেরিকায় নতুন নাগরিকের ক্ষেত্রে মেক্সিকোর পর দ্বিতীয় বৃহত্তম দেশ ভারত

  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ৪.২০ পিএম

সারাক্ষণ ডেস্ক

সবদেশের নাগরিকরাই সব সময় উন্নত দেশে যেতে আগ্রহী। তারই ধারাবাহিকতায় সর্বশেষ কংগ্রেসনাল রিপোর্ট অনুযায়ী, মোট ৬৫ হাজার ৯৬০ জন ভারতীয় আনুষ্ঠানিকভাবে মার্কিন নাগরিক হয়েছেন। যা মেক্সিকোর পরে আমেরিকাতে নতুন নাগরিকদের জন্য ভারতকে দ্বিতীয় বৃহত্তম উৎস দেশে পরিণত করেছে।

মার্কিন আদমশুমারি ব্যুরো থেকে আমেরিকান কমিউনিটি সার্ভের তথ্য অনুসারে, ২০২২ সালে আনুমানিক ৪ কোটি ৬০ লাখ বিদেশী বংশোদ্ভূত ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেছিলেন। যা মার্কিন যুক্তরাষ্ট্রের মোট ৩৩ কোটি ৩০ লাখ জনসংখ্যার প্রায় ১৪ শতাংশ।

২০২২ অর্থবছরে স্বাধীন কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের ১৫ এপ্রিলের সর্বশেষ “ইউএস ন্যাচারালাইজেশন পলিসি” রিপোর্টে মোট ৯ লাখ ৬৯ হাজার ৩৮০ জন ব্যক্তি মার্কিন নাগরিক হয়েছেন।

এতে বলা হয়েছে, “মেক্সিকোতে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সর্বাধিক সংখ্যক প্রতিনিধিত্ব করেছেন। তারপরে রয়েছেন ভারত, ফিলিপাইন, কিউবা এবং ডোমিনিকান প্রজাতন্ত্রের ব্যক্তিরা ।

সর্বশেষ তথ্যের ভিত্তিতে, সিআরএস জানিয়েছে, ২০২২ সালে ১ লাখ ২৮ হাজার ৮৭৮ জন মেক্সিকান নাগরিক মার্কিন নাগরিক হয়েছেন। এরপর রয়েছে যথাক্রমে ভারতীয় (৬৫ হাজার ৯৬০ জন), ফিলিপাইন (৫৩ হাজার ৪১৩ জন), কিউবা (৪৬ হাজার ৯১৩ জন), ডোমিনিকান রিপাবলিক (৩৪ হাজার ৫২৩ জন), ভিয়েতনাম (৩৩ হাজার ২৪৬ জন) এবং চীনের (২৭ হাজার ৩৮ জন) যারা আমেরিকার নাগরিকত্ব পেয়েছেন।

তবে, মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত বিদেশী নাগরিকদের মধ্যে ৪২ শতাংশ বর্তমানে মার্কিন নাগরিক হওয়ার অযোগ্য বলে জানা গিয়েছে।

২০২৩ সালের হিসাবে, গ্রিন কার্ড বা লিগ্যাল পার্মানেন্ট রেসিডেন্সি (এলপিআর)-তে থাকা প্রায় ২ লাখ ৯০ হাজার ভারতীয় বংশোদ্ভূত বিদেশী নাগরিক প্রাথমিক তালিকাতে ছিলেন।

 

যদিও ২০২০ অর্থবছরের পর থেকে প্রাকৃতিককরণের আবেদনগুলির একটি ব্যাকলগ অব্যাহত রয়েছে, সংস্থাটি শেষ না হওয়া আবেদনের সংখ্যা অর্ধেকেরও বেশি কমেছে।

হন্ডুরাস, গুয়াতেমালা, ভেনিজুয়েলা, মেক্সিকো, এল সালভাদর এবং ব্রাজিল থেকে আসা অভিবাসীদের মধ্যে বিদেশী বংশোদ্ভূতদের হার সবচেয়ে কম। অন্যদিকে ভিয়েতনাম, ফিলিপাইন, রাশিয়া, জ্যামাইকা এবং পাকিস্তানের অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি।

একজন আবেদনকারীকে অবশ্যই অভিবাসন ও জাতীয়তা আইনে বর্ণিত নির্দিষ্ট যোগ্যতার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। (INA). প্রয়োজনীয়তাগুলির মধ্যে সাধারণত কমপক্ষে পাঁচ বছরের জন্য বৈধ স্থায়ী বাসিন্দা (এলপিআর) হওয়া অন্তর্ভুক্ত থাকে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024