সারাক্ষণ ডেস্ক
সতের বছর পরে ব্যাংক অফ জাপান তাদের সুদের হার বাড়াতে যাচ্ছে। তাদের কেন্দ্রীয় ব্যাংক আশা করছে মূল্যস্ফীতি বাড়তে পারে কারণ গত মাসে সেখানে বেতন বেড়েছে।
ব্যাংক অফ জাপান হয়তো বন্ড কেনা সীমিত করতে পারে তার মূল্য বাড়িয়ে। কারণ, তারা ডলারের বিপরীতে ইয়েনকে আকর্ষণীয় করতে চায়।
Leave a Reply