০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

এক মিনিট পরেই সে নিহত হয়

  • Sarakhon Report
  • ১১:৪২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • 10

সি এন এন

এক ঢাকার সাম্প্রতিক ছাত্র আন্দোলনের ওপর একটি বিস্তৃত রিপোর্ট করেছে। সে রিপোর্টের শুরুতে বলা হয়েছে,

টিয়ার গ্যাসের কারণে চোখ পোড়ানো থেকে রক্ষা পাবার জন্যে তার পোলো শার্টের হাতা দিয়ে চোখ মুছতে মুছতে ২৫ বছরের মুগ্ধ আন্দোলনরত ছাত্রদের মধ্যে খাবার পানি জোগান দিচ্ছিলো। ওই ছাত্ররা সব বাংলাদেশের নেতার পদত্যাগের দাবীতে আন্দোলন করছিলো।

কিন্তু পনের মিনিট পরেই এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদে পরিনত হয়। সে তখন কেবলমাত্র দুপুরের তীব্র গরম থেকে নিজেকে রক্ষা করার জন্য এবং পরিশ্রমের ক্লান্তি দূর করার জন্যে একটু বসেছিলো। তখনই তার গায়ে গুলি লাগে।

এই শহীদের ডাক নাম মুগ্ধ।  তার পুরো নাম মাহফুজুর রহমান। গুলিবিদ্ধ হবার সঙ্গে সঙ্গেই তার সতীর্থরা তাকে হাসপাতালে নিয়ে যায়। তবে তার টুইন ব্রাদার, যার ডাক নাম স্নিগ্ধ, এবং পুরো নাম মাহবুবুর রহমান, সে জানায় আমি তখন তাকে শুধু জড়িয়ে ধরে কেঁদেছিলাম।কারণ, ততক্ষণে অনেক দেরী হয়ে গেছে।ডাক্তার তাকে দেখেই মৃত বলে ঘোষণা করে।

সুপার ফুড 

বিসিসি জানায়,

তার বাবা ও ঠাকুরদার( গ্রান্ড ফাদার) এর মতো ফুল দেব সিনহা আট ফুট গভীর কাদাযুক্ত পুকুরে ডুব দিয়ে বার বার তার তলদেশে যায়। এবং এ ভাবে সে ডুব দিয়ে বেশ কয়েক ঘন্টা পুকুরে পানিতেই থাকে। প্রতিটি ডুবে সে প্রায় আট থেকে দশ মিনিট পানির নীচে থাকে।

সিনহা জানায় এভাবে ডুব দিয়ে সে এক ধরনের পদ্মফুলের বীজ তোলে। যা ওই এলাকায় মাখান বলে। এই মাখানে প্রচুর পরিমানে ভিটামিন বি, প্রোটিন এবং ফাইবার। যে কারণে একে সুপার ফুড বলা হয়।

এই মাখান নানা রোগের ওষুধ এবং ক্ষীর ও আটা তৈরিতেও লাগে। উত্তর পূর্ব রাজ্য ভারতে, যেখানে সিনহা বাস করেন সেখানে পৃথিবীর প্রায় ৯০ ভাগ এই মাখান বা সুপার ফুড পাওয়া যায়।

জায়ান্ট প্লানেট

বার্তা সংস্থা এপি জানায়,

এই প্লানেটটি মূলত অতি হালকা আবরণযুক্ত কারণ এটা গ্যাসে পরিপূর্ণএখানে কঠিন কোন বস্তু আছে কিনা তা নিশ্চিত নয়। এই প্লানেটি গত বছর আবিস্কার হলেও এবার কনফার্ম করা হয়েছে। এটা জুপটিারইউরেনাসের।

এক মিনিট পরেই সে নিহত হয়

১১:৪২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪

সি এন এন

এক ঢাকার সাম্প্রতিক ছাত্র আন্দোলনের ওপর একটি বিস্তৃত রিপোর্ট করেছে। সে রিপোর্টের শুরুতে বলা হয়েছে,

টিয়ার গ্যাসের কারণে চোখ পোড়ানো থেকে রক্ষা পাবার জন্যে তার পোলো শার্টের হাতা দিয়ে চোখ মুছতে মুছতে ২৫ বছরের মুগ্ধ আন্দোলনরত ছাত্রদের মধ্যে খাবার পানি জোগান দিচ্ছিলো। ওই ছাত্ররা সব বাংলাদেশের নেতার পদত্যাগের দাবীতে আন্দোলন করছিলো।

কিন্তু পনের মিনিট পরেই এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদে পরিনত হয়। সে তখন কেবলমাত্র দুপুরের তীব্র গরম থেকে নিজেকে রক্ষা করার জন্য এবং পরিশ্রমের ক্লান্তি দূর করার জন্যে একটু বসেছিলো। তখনই তার গায়ে গুলি লাগে।

এই শহীদের ডাক নাম মুগ্ধ।  তার পুরো নাম মাহফুজুর রহমান। গুলিবিদ্ধ হবার সঙ্গে সঙ্গেই তার সতীর্থরা তাকে হাসপাতালে নিয়ে যায়। তবে তার টুইন ব্রাদার, যার ডাক নাম স্নিগ্ধ, এবং পুরো নাম মাহবুবুর রহমান, সে জানায় আমি তখন তাকে শুধু জড়িয়ে ধরে কেঁদেছিলাম।কারণ, ততক্ষণে অনেক দেরী হয়ে গেছে।ডাক্তার তাকে দেখেই মৃত বলে ঘোষণা করে।

সুপার ফুড 

বিসিসি জানায়,

তার বাবা ও ঠাকুরদার( গ্রান্ড ফাদার) এর মতো ফুল দেব সিনহা আট ফুট গভীর কাদাযুক্ত পুকুরে ডুব দিয়ে বার বার তার তলদেশে যায়। এবং এ ভাবে সে ডুব দিয়ে বেশ কয়েক ঘন্টা পুকুরে পানিতেই থাকে। প্রতিটি ডুবে সে প্রায় আট থেকে দশ মিনিট পানির নীচে থাকে।

সিনহা জানায় এভাবে ডুব দিয়ে সে এক ধরনের পদ্মফুলের বীজ তোলে। যা ওই এলাকায় মাখান বলে। এই মাখানে প্রচুর পরিমানে ভিটামিন বি, প্রোটিন এবং ফাইবার। যে কারণে একে সুপার ফুড বলা হয়।

এই মাখান নানা রোগের ওষুধ এবং ক্ষীর ও আটা তৈরিতেও লাগে। উত্তর পূর্ব রাজ্য ভারতে, যেখানে সিনহা বাস করেন সেখানে পৃথিবীর প্রায় ৯০ ভাগ এই মাখান বা সুপার ফুড পাওয়া যায়।

জায়ান্ট প্লানেট

বার্তা সংস্থা এপি জানায়,

এই প্লানেটটি মূলত অতি হালকা আবরণযুক্ত কারণ এটা গ্যাসে পরিপূর্ণএখানে কঠিন কোন বস্তু আছে কিনা তা নিশ্চিত নয়। এই প্লানেটি গত বছর আবিস্কার হলেও এবার কনফার্ম করা হয়েছে। এটা জুপটিারইউরেনাসের।