০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
অ্যামাজন বন বিপদে: খরা, বন উজাড় আর মানুষের চাপ মস্তিষ্কের সুরক্ষা: অ্যালকোহল কমিয়ে আনুন, কমান স্ট্রোক ও মস্তিষ্ক ক্ষতির ঝুঁকি বিশ্বের তেল সম্পদের নতুন এলাকা জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আর্থিক পরামর্শকের ভূমিকা: কখন প্রয়োজন পেশাদার সহায়তা নিউইয়র্কের আকাশছোঁয়া মানবিক স্থাপনা: জেপি মরগান চেজ ভবনের নতুন দিগন্ত স্ট্যাটিনের বাইরে নতুন আশা: উচ্চ কোলেস্টেরল কমাতে আসছে আধুনিক ওষুধ ও জিন-সম্পাদনার যুগ কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দক্ষ কর্মীরাই এখন অফিসের নতুন তারকা চীনের নৌবাহিনীতে নতুন শক্তি যোগ: ফুজিয়ান বিমানবাহী রণতরী আনুষ্ঠানিকভাবে যুক্ত মার্কিন-চীন বাণিজ্য যুদ্ধে নতুন উপাদান: অ্যান্টিমনি অনুসন্ধানে যুক্তরাষ্ট্র থাইল্যান্ড-কাম্বোডিয়া সীমান্তে মাইন বিস্ফোরণের পর ট্রাম্প-মধ্যস্থ শান্তি চুক্তি স্থগিত

শুভ জন্মদিন দর্শকপ্রিয় উপস্থাপিকা ফারজানা বিথী

  • Sarakhon Report
  • ০১:৩২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
  • 63

সারাক্ষণ প্রতিবেদক

ফারজানা বিথী, এই সময়ের দর্শকপ্রিয় নন্দিত উপস্থাপিকা। বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই তিনি উপস্থাপনায় ভীষণ সাবলীল। বাংলাদেশের কর্পোরেট জগতে ফারজানা বিথী’র নামটি বেশ পরিচিতিও। কারণ কর্পোরেট শো’গুলোতে সাধারণত ইংরেজিতে ভালো উপস্থাপনা করতে পারেন, এমন কাউকেই ডাকা হয়। সে ক্ষেত্রে বিগত বেশ কয়েকবছর যাবত ফারজানা বিথী বেশ বাড়তি সুবিধাই পেয়ে আসছেন একজন উপস্থাপিকা হিসেবে।

অবশ্য এ জন্য তাকে অনেক শ্রমও দিতে হয়েছে। নিরলস শ্রম দেবার কারণে বিথী তার আজকের অবস্থানে আসতে পেরেছেন। অনেকের ভাষ্যমতে ফারজানা বীথি, এই প্রজন্মের নন্দিত, মার্জিত, সুন্দরী, উপস্থাপনায় অনবদ্য একজন উপস্থাপিকা।

উপস্থাপনায় বেশ আগেই বীথি আলো ছড়িয়েছেন। আর তাই দেশে উপস্থাপনা বিষয়ক প্রথম রিয়েলিটি শো ‘আলো ছড়াবে উপস্থাপনায়’ অনুষ্ঠানের উপস্থ্পানারও দায়িত্ব পেয়েছিলেন তিনি।

যদিও বা এই অনুষ্ঠানের উপস্থাপনা তার করার কথা ছিলো না। কিন্তু তার মেধা, তার যোগ্যতাই তাকে এই রিয়েলিটি শো’র উপস্থাপক হিসেব কাজ করার সুযোগ এনে দেয়। বিথী এনটিভিতে প্রতি বৃহস্পতিবারের রাতের সরাসরি গানের অনুষ্ঠানের উপস্থাপনা করেন।

এই অনুষ্ঠানটিও দেশের বিভিন্ন চ্যানেলের মধ্যে একটি জনপ্রিয় অনুষ্ঠান। পাশাপাশি যেহেতু এই সময়টা একটু খারাপ, তাই আপাতত স্টেজ শো নিয়ে তার তেমন কোনো ব্যস্ততা নেই।

বিথী নিজেও দেশের বন্যা কবলিত এলাকার মানুষদের নিয়ে ভীষণ উদ্বিগ্ন। আবার এদিকে আজ বিথীর জন্মদিন। বিথী বলেন,‘ সত্যি বলতে কী এবারের জন্মদিন নিয়ে তেমন কোনো উচ্ছাস নেই। চারিদিক এখনো থমথমে। সাধারণ মানুষের মধ্যে কোনো কিছু নিয়েই কিন্তু কোনো উচ্ছাস নেই।

আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন দ্রুত আমাদের দেশ থেকে সকর সমস্যা দূর করে দেন। আর আমি জন্মদিনে শুধু সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন স—পরিবারে সুস্থ রাখেন ভালো রাখেন। ’ বিথীর একমাত্র মেয়ে আরিয়ার বয়স মাত্র দুই বছর আট মাস। তাই মেয়েকেও অনেক সময় দিতে হয়।

জনপ্রিয় সংবাদ

অ্যামাজন বন বিপদে: খরা, বন উজাড় আর মানুষের চাপ

শুভ জন্মদিন দর্শকপ্রিয় উপস্থাপিকা ফারজানা বিথী

০১:৩২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪

সারাক্ষণ প্রতিবেদক

ফারজানা বিথী, এই সময়ের দর্শকপ্রিয় নন্দিত উপস্থাপিকা। বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই তিনি উপস্থাপনায় ভীষণ সাবলীল। বাংলাদেশের কর্পোরেট জগতে ফারজানা বিথী’র নামটি বেশ পরিচিতিও। কারণ কর্পোরেট শো’গুলোতে সাধারণত ইংরেজিতে ভালো উপস্থাপনা করতে পারেন, এমন কাউকেই ডাকা হয়। সে ক্ষেত্রে বিগত বেশ কয়েকবছর যাবত ফারজানা বিথী বেশ বাড়তি সুবিধাই পেয়ে আসছেন একজন উপস্থাপিকা হিসেবে।

অবশ্য এ জন্য তাকে অনেক শ্রমও দিতে হয়েছে। নিরলস শ্রম দেবার কারণে বিথী তার আজকের অবস্থানে আসতে পেরেছেন। অনেকের ভাষ্যমতে ফারজানা বীথি, এই প্রজন্মের নন্দিত, মার্জিত, সুন্দরী, উপস্থাপনায় অনবদ্য একজন উপস্থাপিকা।

উপস্থাপনায় বেশ আগেই বীথি আলো ছড়িয়েছেন। আর তাই দেশে উপস্থাপনা বিষয়ক প্রথম রিয়েলিটি শো ‘আলো ছড়াবে উপস্থাপনায়’ অনুষ্ঠানের উপস্থ্পানারও দায়িত্ব পেয়েছিলেন তিনি।

যদিও বা এই অনুষ্ঠানের উপস্থাপনা তার করার কথা ছিলো না। কিন্তু তার মেধা, তার যোগ্যতাই তাকে এই রিয়েলিটি শো’র উপস্থাপক হিসেব কাজ করার সুযোগ এনে দেয়। বিথী এনটিভিতে প্রতি বৃহস্পতিবারের রাতের সরাসরি গানের অনুষ্ঠানের উপস্থাপনা করেন।

এই অনুষ্ঠানটিও দেশের বিভিন্ন চ্যানেলের মধ্যে একটি জনপ্রিয় অনুষ্ঠান। পাশাপাশি যেহেতু এই সময়টা একটু খারাপ, তাই আপাতত স্টেজ শো নিয়ে তার তেমন কোনো ব্যস্ততা নেই।

বিথী নিজেও দেশের বন্যা কবলিত এলাকার মানুষদের নিয়ে ভীষণ উদ্বিগ্ন। আবার এদিকে আজ বিথীর জন্মদিন। বিথী বলেন,‘ সত্যি বলতে কী এবারের জন্মদিন নিয়ে তেমন কোনো উচ্ছাস নেই। চারিদিক এখনো থমথমে। সাধারণ মানুষের মধ্যে কোনো কিছু নিয়েই কিন্তু কোনো উচ্ছাস নেই।

আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন দ্রুত আমাদের দেশ থেকে সকর সমস্যা দূর করে দেন। আর আমি জন্মদিনে শুধু সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন স—পরিবারে সুস্থ রাখেন ভালো রাখেন। ’ বিথীর একমাত্র মেয়ে আরিয়ার বয়স মাত্র দুই বছর আট মাস। তাই মেয়েকেও অনেক সময় দিতে হয়।