০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৮৩) ২০২৫-এর প্রাণীবিজ্ঞানের নতুন আবিষ্কারগুলো নীরব শক্তির জাপান: পরিচিত ব্র্যান্ডের আড়ালে গড়ে ওঠা বৈশ্বিক আধিপত্য আকাশজুড়ে ডানার মিছিল: তামিলনাড়ুর থুথুকুডিতে হাজার হাজার পরিযায়ী পাখির আগমন প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৩৫০) ২০২৫-এ নবায়নযোগ্য শক্তি ও মহাসাগর সুরক্ষা অগ্রগতি মালয়েশিয়ায় দুরিয়ানের সুনামি: দাম পড়ে ইতিহাসের তলানিতে, মুসাং কিং কিনতে ক্রেতাদের হুড়োহুড়ি ফরাসি নাগরিকত্বে ক্লুনি পরিবার: গোপনীয়তার নিশ্চয়তায় নতুন ঠিকানা দীর্ঘ পরিকল্পনার ফলেই বিরল খনিজে চীনের একচেটিয়া আধিপত্য স্কোরলাইনের বাইরে যে ছবিগুলো লিখে দিল ক্রীড়াবর্ষের ইতিহাস

ক্রেতার ভিড় উপচে পড়েছে কচুক্ষেতে’র রজনীগন্ধা মার্কেটে

  • Sarakhon Report
  • ০৬:১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
  • 92

শিবলী আহম্মেদ সুজন

ঈদের আর মাত্র কয়েকটা দিন বাকি। ঈদুল-উল-ফিতরকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর শপিংমল ও ফুটপাতের অস্থায়ী দোকানগুলো।

 

 

সাপ্তাহিক ছুটির দিন। দুপুর ২ টা ৩০ মিনিট।ক্যান্টনমেন্টের কচুক্ষেত রজনীগন্ধা সুপার মার্কেটে গিয়ে দেখা গেল ক্রেতাদের উপচে পড়া ভিড়।সবাই কেনা-কাটায় ব্যস্ত। বিক্রেতাদের দম ফেলানোরও ফুসরত নেই ।

 

 

ঈদ-উল-ফিতর উপলক্ষে  নিজেদের পছন্দের  পোশাক, গয়না, জুতা, স্যান্ডেল,আতর ইত্যাদি প্রসাধনীসহ অন্যান্যপণ্য কিনতে দোকানগুলোতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা ।

 

 

সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে নিম্নআয়ের লোকজনের পাশাপাশি নিম্নবিত্ত ও মধ্যবিত্ত লোকজন কেনা-কাটার জন্য আসছেন এবং দোকানগুলো থেকে খুব কম দামে ও নিজেদের সাধ্যের মধ্যে ক্রেতারা তাদের কেনা-কাটা করতে পারছেন।

 

 

কচুক্ষেত রজনীগন্ধা সুপার মার্কেটের বিক্রেতারা ঈদ উপলক্ষে নতুন কিছু কাপড়ের কালেকশন দোকান গুলোতে তুলেছে বিক্রির করার জন্য । যেমনঃ শার্ট, টি ও পোলো শার্ট, জুতা ,প্যান্ট,পাঞ্জাবী , শকস, সহ আরো ফ্যাশানেবল পোষাক ।

 

 

ক্রেতারা বিভিন্ন দোকানে ভিড় করছেন তাদের পছন্দের শার্ট,প্যান্ট,জুতা পাঞ্জাবী ,বেল্ট ,সানগ্লাস ইত্যাদি কিনতে ।

 

 

আবার মেয়েরা তাদের পছন্দ মত কসমেটিকস ও শাড়ি,থ্রি-পিছ্ ,জুতা সহ আনুসাঙ্গিক জিনিস গুলো কিনতে দোকানগুলোতে ভিড় করছেন ।

 

আংগোসভা দোকানের ম্যানেজার মোঃ জিয়াউল

কচুক্ষেতের রজনীগন্ধা সুপার মার্কেটের আংগোসভা দোকানের ম্যানেজার মোঃ জিয়াউল এর  সাথে কথা বলে জানা গেল, ঈদ উপলক্ষে জামা-কাপড় বিক্রি খুবই ভালো হচ্ছে । ক্রেতারা আসছেন তাদের পছন্দমত ও সাধ্যের মধ্য জামা কাপড় কিনছেন ।

 

ঈদ উপলক্ষে কচুক্ষেত রজনীগন্ধা সুপার মার্কেটের বিক্রেতারা ক্রেতাদের কাছে কাপড় বিক্রি করতে পেরে যেমন খুশি,তেমনি ক্রেতারাও নিজেদের পছন্দ ও সাধ্যের মধ্যে কেনা-কাটা করতে পেরে খুবই আনন্দিত।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৮৩)

ক্রেতার ভিড় উপচে পড়েছে কচুক্ষেতে’র রজনীগন্ধা মার্কেটে

০৬:১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪

শিবলী আহম্মেদ সুজন

ঈদের আর মাত্র কয়েকটা দিন বাকি। ঈদুল-উল-ফিতরকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর শপিংমল ও ফুটপাতের অস্থায়ী দোকানগুলো।

 

 

সাপ্তাহিক ছুটির দিন। দুপুর ২ টা ৩০ মিনিট।ক্যান্টনমেন্টের কচুক্ষেত রজনীগন্ধা সুপার মার্কেটে গিয়ে দেখা গেল ক্রেতাদের উপচে পড়া ভিড়।সবাই কেনা-কাটায় ব্যস্ত। বিক্রেতাদের দম ফেলানোরও ফুসরত নেই ।

 

 

ঈদ-উল-ফিতর উপলক্ষে  নিজেদের পছন্দের  পোশাক, গয়না, জুতা, স্যান্ডেল,আতর ইত্যাদি প্রসাধনীসহ অন্যান্যপণ্য কিনতে দোকানগুলোতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা ।

 

 

সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে নিম্নআয়ের লোকজনের পাশাপাশি নিম্নবিত্ত ও মধ্যবিত্ত লোকজন কেনা-কাটার জন্য আসছেন এবং দোকানগুলো থেকে খুব কম দামে ও নিজেদের সাধ্যের মধ্যে ক্রেতারা তাদের কেনা-কাটা করতে পারছেন।

 

 

কচুক্ষেত রজনীগন্ধা সুপার মার্কেটের বিক্রেতারা ঈদ উপলক্ষে নতুন কিছু কাপড়ের কালেকশন দোকান গুলোতে তুলেছে বিক্রির করার জন্য । যেমনঃ শার্ট, টি ও পোলো শার্ট, জুতা ,প্যান্ট,পাঞ্জাবী , শকস, সহ আরো ফ্যাশানেবল পোষাক ।

 

 

ক্রেতারা বিভিন্ন দোকানে ভিড় করছেন তাদের পছন্দের শার্ট,প্যান্ট,জুতা পাঞ্জাবী ,বেল্ট ,সানগ্লাস ইত্যাদি কিনতে ।

 

 

আবার মেয়েরা তাদের পছন্দ মত কসমেটিকস ও শাড়ি,থ্রি-পিছ্ ,জুতা সহ আনুসাঙ্গিক জিনিস গুলো কিনতে দোকানগুলোতে ভিড় করছেন ।

 

আংগোসভা দোকানের ম্যানেজার মোঃ জিয়াউল

কচুক্ষেতের রজনীগন্ধা সুপার মার্কেটের আংগোসভা দোকানের ম্যানেজার মোঃ জিয়াউল এর  সাথে কথা বলে জানা গেল, ঈদ উপলক্ষে জামা-কাপড় বিক্রি খুবই ভালো হচ্ছে । ক্রেতারা আসছেন তাদের পছন্দমত ও সাধ্যের মধ্য জামা কাপড় কিনছেন ।

 

ঈদ উপলক্ষে কচুক্ষেত রজনীগন্ধা সুপার মার্কেটের বিক্রেতারা ক্রেতাদের কাছে কাপড় বিক্রি করতে পেরে যেমন খুশি,তেমনি ক্রেতারাও নিজেদের পছন্দ ও সাধ্যের মধ্যে কেনা-কাটা করতে পেরে খুবই আনন্দিত।