আফান্দীর গল্প
সেন্ট্রাল এশিয়ার দেশগুলোতে তাকে নাসিরুদ্দিন হোজ্জা নামে জানে। ভারত উপমহাদেশে তিনি মোল্লা নাসিরুদ্দিন নামে পরিচিত। পৃথিবীর অন্যান্য ভাষায়ও তার এই ধরনের গল্পগুলো নানা নামে পাওয়া যায়। চায়নাতে তাকে পাওয়া যায় আফান্দী নামে। এই হোজ্জা বা মোল্লা নাসিরুদ্দিনের গল্প চায়নায় আফান্দী নামে প্রচলিত থাকলেও গল্পগুলোর ভেতরে একই আমেজ পাওয়া যায়। সারাক্ষণে আফান্দীর গল্পগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে।
১০. আফান্দী উত্তর দিল, “ঠিক আছে, হুজুর। কোনো চিন্তা করবেন না। আমি ঠিক সময়েই আপনার প্রাপ্য সোনা দিয়ে যাবো, এক রতিও কম হবে না।”
১১. সাত দিন পর জমিদার তার আশা মতো ঠিক আট তোলা সোনা পেল। ভীষণ খুশী হয়ে জমিদার আফান্দীকে বলল, “আফান্দী, তুমি আরো বেশী সোনা বপন করছো না কেন?” আফান্দী জবাব দিল, “এত বীজ কোথায় পাবো?”
Leave a Reply