আফান্দীর গল্প
সেন্ট্রাল এশিয়ার দেশগুলোতে তাকে নাসিরুদ্দিন হোজ্জা নামে জানে। ভারত উপমহাদেশে তিনি মোল্লা নাসিরুদ্দিন নামে পরিচিত। পৃথিবীর অন্যান্য ভাষায়ও তার এই ধরনের গল্পগুলো নানা নামে পাওয়া যায়। চায়নাতে তাকে পাওয়া যায় আফান্দী নামে। এই হোজ্জা বা মোল্লা নাসিরুদ্দিনের গল্প চায়নায় আফান্দী নামে প্রচলিত থাকলেও গল্পগুলোর ভেতরে একই আমেজ পাওয়া যায়। সারাক্ষণে আফান্দীর গল্পগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে।
১২. আফান্দীর কথা শুনে জমিদার তৎক্ষণাৎ হুকুম দিল, তার চোরকুঠরী থেকে দু’ বাক্স সোনা এনে আফান্দীকে দিতে। আফান্দী এই দু’বাক্স সোনা তার গাধার পিঠের দুদিকে ঝুলিয়ে হাসিমুখে চলে যেতে উদ্যত হলে জমিদার বার বার তাকে বলল, “আফান্দী, মনে রেখো, এবারে তোমাকে দু’বাক্স সোনা দিয়েছি। আগামী রোববার আমাকে ষোলো বাক্স সোনা দিয়ে যাবে, এক রতিও কম হলে চলবে না।”
১৩. সাত দিনের দিন আফান্দী খালি হাতে বিমর্ষ মুখে জমিদারের সঙ্গে দেখা করতে এল।
Leave a Reply