পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।
সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী ।
নেতাকে অবশ্যই দুর্বল জায়গাগুলো খুঁজে বের করতে হয়
যুদ্ধের সময় জেনারেলকে বিপক্ষ শক্তির দুর্বল জায়গাগুলো খুঁজে বের করতে হয়। দুর্বল জায়গা খুঁজে বের করতে পারলে অনেক সময় যুদ্ধটা এমন হয় যেন মূলত টিমের খোসার ওপর পাথার ছুড়ে মারা হয়েছে।
নেতাকেও তার কাজের দুর্বল জায়গা গুলো অবশ্যই খুঁজে বের করতে হবে। যে কোন আঘাত লাগলে ভেঙ্গে যাবে।
তাই নেতাকে অবশ্যই তার কাজের, দলের, টিমের বা লক্ষ্যের দুর্বল জায়গা খুঁজে বের করতে হয়। এবং সেটাকে সিমেন্টেড করতে হয়।
কারণ, দুর্বল জায়গা অনেক সময় নিজের থেকে ভেঙ্গে পড়ে, তাছাড়া দুর্বল জায়গার পাশে কখনই কোন শক্ত স্থান গড়ে উঠতে পারে না। এ কারণে দুর্বল জায়গাগুলো অনেক সময় ইনকিউবিটারে থাকা পচা ডিম যেমন ফেলে দেয়া হয় তেমনি এগুলোকেও নতুন করে সাজাতে হয় ফেলে দেবার মতো কোন একটা উপায় বের করে।
দুর্বল জায়গাগুলো ঠিক করতে নেতাকে ঈগলের মতো হতে হয়
ঈগলই একমাত্র পাখি সে সঠিক মেজারমেন্টের পরেই ড্রাইভ দিয়ে পানি থেকে বা অন্য কোন স্থান থেকে শিকার ধরে আনে। সাধারণত তার খুব কম মেজারমেন্ট ও কম হামলা তার ভুল হয়। অধিকাংশ ক্ষেত্রে সে শিকার ধরতে সমর্থ হয়।
দল, টিম বা অন্য কোন কিছুর ক্ষেত্রে দুর্বল জায়গাগুলো নেতাকে ঈগলের মতো দৃষ্টি ও মেজারমেন্ট দিয়ে নির্ধারণ করতে হয়। এবং বেশি ক্ষেত্রে তাকে ঈগলের মতোই সফল হতে হয়।
কারণ, দুর্বল জায়গা রেখে যেমন একজন জেনারেল যুদ্ধ করতে পারেন না বা যুদ্ধে জয়লাভও করতে পারেন না।
একজন নেতাকে তার দল, টিম বা কোম্পানি নিয়ে এগুতে হলেও এমনকি তার থেকে বড় ক্ষেত্র নিয়ে এগুতে হলে অবশ্যই দুর্বল জায়গা দূর করতে হয়। অনেক সময় অনেক বড় পরিসরের নেতা মনে করেন,আমি এত বড় যে ওই ক্ষুদ্র দুর্বলতা দিয়ে সে কোন ক্ষতি করতে পারবে না। যে নেতা তার দলের দুর্বল বা অসুস্থ অংশ নিয়ে এমন চিন্তা করেন তিনি যে কোন কারণে, কোন ঘটনা প্রবাহে বড় নেতা হতে পারেন- তবে কখনই তিনি স্মার্ট নেতা নন এবং সফল নেতা নন। সাময়িক তার বিজয় হতে পারে কিন্তু সে বিজয় তিনি অবশ্যই ধরে রাখতে ব্যর্থ হবেন।
Leave a Reply