আফান্দীর গল্প
সেন্ট্রাল এশিয়ার দেশগুলোতে তাকে নাসিরুদ্দিন হোজ্জা নামে জানে। ভারত উপমহাদেশে তিনি মোল্লা নাসিরুদ্দিন নামে পরিচিত। পৃথিবীর অন্যান্য ভাষায়ও তার এই ধরনের গল্পগুলো নানা নামে পাওয়া যায়। চায়নাতে তাকে পাওয়া যায় আফান্দী নামে। এই হোজ্জা বা মোল্লা নাসিরুদ্দিনের গল্প চায়নায় আফান্দী নামে প্রচলিত থাকলেও গল্পগুলোর ভেতরে একই আমেজ পাওয়া যায়। সারাক্ষণে আফান্দীর গল্পগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে।
৫. বাদশা ঠিক করলেন নিজেই প্রতিবেশী রাজ্যে গিয়ে আফান্দীকে বোকা বানাবেন, প্রমাণ করবেন যে একজন বাদশা একটি সাধারণ প্রজার চেয়ে অনেক বেশী বুদ্ধি রাখেন। এই কথা ভেবে ঐ বাদশা নিজের রাজ্য ছেড়ে আফান্দীর দেশের দিকে রওনা হলেন এবং অনেক পথ ঘুরে সেখানে পৌঁছলেন।
৬. বাদশা একজন লোককে ক্ষেতে কাজ করতে দেখে তাকে জিজ্ঞাসা করলেন, “শুনেছি তোমাদের দেশে আফান্দী নামে একটি লোক আছে, তাকে আমার কাছে ডেকে আনতে পারো? সে কতো বুদ্ধিমান তা আমি একবার দেখতে চাই।”
Leave a Reply