সারাক্ষণ ডেস্ক
মাহমুদউল্লাহ রিয়াদ। নিজেকে আরও একবার প্রমাণ করে দলে ফিরেছেন। জাকের আলী অনিক, তারও শ্রীলঙ্কার বিপক্ষে থাকার কথাই ছিল না। প্রমাণ করে দলে ফিরেছেন।
অভিজ্ঞ একজন। অন্যজন তরুণ। দুজনকেই মনে ধরেছে চন্ডিকা হাথুরুসিংহের।
তার কাছে একজনকে মনে হচ্ছে শান্ত, অন্যজন ম্যাচিউরড।
শুক্রবার (৮ মার্চ ) শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ও ফাইনালে রূপ নেয়।
আর এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দুজনের প্রশংসা করেছেন হাতুরু।
এমন প্রশ্নে হাতুরু শোনান মুগ্ধতার কথা, ‘সে দলের অভিজ্ঞতা বাড়িয়ে তোলে। বিপিএলে খেলে দেখিয়েছে সে এখন কতটা ম্যাচিউরড। বিশ্বকাপে দেখলাম, সে অনেক সতর্ক।’
বিপিএলের আগে না দেখলেও জাকের আলী অনিককে যে কয়েক ম্যাচে দেখেছেন। তাতে টাইগারদের প্রধান কোচ হাথুরু খুশি। ফিনিশিংয়ে প্রথম ম্যাচে জাকের আলী যা খেলেছেন হাথুরুর চোখে, ‘দারুণ’। সে যা করেছে দেখে অনেক ভালো লেগেছে। পুরো দলকে সে আত্মবিশ্বাস এনে দিয়েছে।’
Leave a Reply