সারাক্ষণ ডেস্ক
মাইকেল জ্যাকসন তিনি ছিলেন পপ সম্রাট। প্রায় চার দশক সময় ধরে ছিলেন জনপ্রিয়তার শীর্ষে। আশি-এর দশকে তার জনপ্রিয়তা ছিল ব্যাপক। পপসম্রাট মাইকেল জ্যাকসন ছিলেন গায়ক ডান্সার ও ফ্যাশন। তরুন প্রজন্মের আইডল ছিলেন মাইকেল।
তাকে নিয়ে কৌতুহলের শেষ নেই। মৃত্যুর ১৪ বছর পর আবার পর্দায় দেখা যাবে মাইকেলকে। ভক্তদের জন্য নির্মাণ হচ্ছে তার বায়োপিক । বায়োপিকে পপ সম্রাটের ভূমিকায় অভিনয় করছেন তারই ভাতিজা জাফর জ্যাকসন। । তিনি নিজেও একজন গায়ক এবং নৃত্যশিল্পী।
জাফর জ্যাকসন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন। সেই ছবিতে দূর থেকে মাইকেলকে দেখা যাচ্ছে। শিল্পীর নাচের মুদ্রা সেখানে অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছে। ছবিতে জাফরকে মাইকেলের বিখ্যাত নাচ ‘টো স্ট্যান্ডিং’ পরিবেশন করতে দেখা যাচ্ছে।
মাইকেলের বায়োপিকে শিল্পীর জীবনের কোন কোন অংশ দেখানো হবে তা জানা যায়নি। জাফরকে এ চরিত্রে নির্বাচন প্রসঙ্গে মাইকেলের মা ক্যাথরিন জ্যাকসন বলেন, ‘জাফরকে আমার ছেলের মতোই দেখতে। জ্যাকসনের জনপ্রিয়তাকে ও যে এগিয়ে নিয়ে চলেছে সেটা দেখে আমি গর্বিত।’
মাইকেল জ্যাকসনের বায়োপিকটি নির্মাণ করছেন অ্যান্তোনি ফুকওয়া। লায়নসগেটের প্রযোজনায় মাইকেলের বায়োপিকের কাজ শুরু হয়েছে ২২ জানুয়ারি থেকে।
Leave a Reply