সারাক্ষণ ডেস্ক
তৃণমূল জাতীয় পার্টির চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল নাসের বলেছেন, জাতীয় পার্টির মধ্যে আভ্যন্তরীণ কোন্দল, নেতৃত্বে দুর্নিতির কারনে আজ জাতীয় পার্টির তৃণমূল নেতা কর্মীরা জাতীয় পার্টি থেকে নিস্ক্রিয় হয়ে বিভিন্ন দলে যোগদান করেছেন, অনেকে নিস্ক্রিয় হয়ে রয়েছেন। আমরা তৃণমূল জাতিয় পার্টি নেতৃবৃন্দ অতি অল্প সময়ের মধ্যে দেশের ৬৪ জেলা ও ৪৯৫টি উপজেলা সফর করে জাতীয় পার্টির নিস্ক্রিয় কর্মীদের এবং দলছুট জাতীয় পার্টির তৃণমূল নেতা কর্মীদের একত্রিত করে জাতীয় পার্টিকে পূর্বের ন্যায় শক্তিশালী করবো ইনশাআল্লাহ।
শনিবার দুপুরে রিপোর্টার্স ইউনিটিতে তৃণমূল জাতীয় পার্টির এক প্রতিনিধি সভা ড. আব্দুল্লাহ আল নাসের এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন জেলা ও ঢাকা মহানগর থেকে আগত প্রতিনিধিগণ জাতিয় পার্টির নেতৃত্বে কোন্দল, নেতৃত্বে ব্যর্থতা, রাজনৈতিক অপরিপক্কতা, সর্বোপরী নেতৃত্বে দূর্নীতি, বিভিন্ন ধরনের নাটক এবং তৃণমূল নেতা কর্মীদের পার্টিতে অবমূল্যায়নের কারণে আজ তৃণমূল জাতীয় পার্টির জন্ম। প্রতিনিধি সভায় ড. আব্দুল্লাহ আল নাসের কে চেয়ারম্যান, আলহাজ্জ আব্দুল বাতেন কে কো-চেয়ারম্যান ও শামিম ইশতিয়াক চৌধুরীকে মহাসচিব করে ১০১ সদস্য বিশিষ্ট তৃণমূল জাতীয় পার্টি গঠন করা হয়।
ড. আব্দুল্লাহ আল নাসের বলেন, ৯ বছরের সফল রাষ্ট্রপতি প্রয়াতঃ পল্লীবন্ধু হুসেন মুহাম্মদ এরশাদ চেয়েছিলেন দুর্নীতি মুক্ত প্রশাসন ও বিচার ব্যবস্থা। যার মাধ্যমে এর সুফল পাবে বাংলাদেশের ৬৮ হাজার গ্রামের মানুষ। প্রয়াতঃ রাষ্ট্রপতি হুসেন মুহাম্মদ এরশাদ প্রশাসন ও বিচার ব্যবস্থা জনগনের দোরগোড়ায় পৌছে দিয়েছিলেন। যার ফলাফল গ্রাম থেকে গ্রামান্তর পর্যন্ত মানুষ পেয়েছিলেন। প্রয়াতঃ রাষ্ট্রপতি হুসেন মুহাম্মদ এরশাদ চেয়েছিলেন দূর্নীতি মুক্ত বাংলাদেশ, আজ জাতীয় পার্টি দুর্নীতির সমুদ্রে নিমজ্জিত। জাতীয় পার্টির নিজ কর্মীরা এ দূর্নীতি এবং নাটক দেখতে চায় না। তারা সত্যিকার দেশপ্রেমিক নেতৃত্ব চায়।
মহাসচিব শামিম ইশতিয়াক চৌধুরী বলেন, জি এম কাদের সাহেব লালমনিরহাট ছেড়ে সাদ এরশাদ এর সিট রংপুরে আমার কারনে নেতৃত্বের মধ্যে চরম কোন্দল সৃষ্টি হয়েছে। অরাজনৈতিক ব্যক্তিকে পার্টির নেতৃত্বে আনলে যা ঘটার তাই ঘটছে। আমরা তৃণমূল জাতীয় পার্টি এ অবস্থার অবসান চাই। স্বচ্ছ, দুর্নীতি মুক্ত, কোন্দলহীন পার্টি চাই। এ কারনে আমরা তৃণমূল জাতীয় পার্টি গঠন করেছি। কো-চেয়ারম্যান আলহাজ্জ আব্দুল বাতেন বলেন সামনে আর ২দিন পরে পবিত্র রমজান মাস, এ মাসে যাতে করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য উর্ধগতি না হয় এ জন্য সরকারকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানাচ্ছি।
Leave a Reply