জাফর আলম
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে কলেজ ছাত্র রাগিব শাহরিয়ার মুরাদকে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
আজ বিকাল ৪ টায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বজারে হোয়াইক্যং সিএমসি ও শামলাপুর সিপিজির আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন সিএমসি ও সিপিজির সদস্যরা।
৬ মে বিকেল ৫ টার দিকে শামলাপুর বাজারে সন্ত্রাসীদের হামলায় আহত হন তিনি। আহতাবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত মুরাদ টেকনাফ উপজেলা বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ কোম্পানির ছেলে। তিনি বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রতিদিনের মতো বাজারে আসছিলেন মুরাদ। বাজারে এলে রফিক ও আদিল নামে দুই চিহ্নিত সন্ত্রাসীরাসহ কয়েকজন তাকে হামলা করেন। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানবন্ধনের পর আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন হোয়াইক্যং সিএমসি ও শামলাপুর সিপিজির সদস্যরা ।এ সময় শামলাপুর সিপিজির সভাপতি খায়রুল বশরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হোয়াইক্যং সিএমসির সভাপতি আলমগীর চৌধুরী, বাহারছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজ উদ্দীন, পরিবেশকর্মী আমীর মোহাম্মদ শাহজাহান প্রমূখ।
Leave a Reply