পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।
সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী।
নেতার বিশ্রাম
নেতা কি বিশ্রাম নেবে না? নেতা কোন ধরনের বিশ্রাম নেবে?
প্রথমত বিশ্রাম দুই ধরনের।
এক, শারীরিক।
দুই, মানসিক।
শারীরিক বিশ্রাম এটা সম্পূর্ণ একটি বায়োলজিকাল সিস্টেম। এটা যেমন শরীরের অঙ্গ প্রত্যঙ্গর ওপর নির্ভর করে, সমগ্র বায়োলজিকাল সিস্টেমের ওপর নির্ভর করে তেমনি নির্ভর করে মানুষ তার শরীরকে শৈশব থেকে কীভাবে গড়ে তুলবে এবং বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিভাবে তার অভ্যাস ও জীবন যাপনগুলো শরীরকে অভ্যস্ত করাবে তার ওপরও।
এর জন্যে তাকে অনেকগুলো কাজ করতে হয়-
এক, নিয়মিত বিভিন্ন বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শ নিতে হয়।
দুই, শারীরিক সচলতার বিজ্ঞান নিয়ে যারা কাজ করে তাদের পরামর্শ নিতে হয়।
তিন, নিজেকে সেভাবে রুটিনে ধরে পরিশ্রম করতে হয়।
অন্যদিকে মানসিক বিশ্রাম একটি জটিল বিষয়টিতে – প্রথমে নেতাকে নিজেই তার মনকে জানতে হয়। নিজের মন ও মানসিকতাকে পরিপূর্ণ জানা একটি অনেক জটিল বিষয়।
মানুষ হয়তো এখানে মনে করতে পারে, আমার মন, আমার মানসিকতা, আমি বুঝবো না?
বাস্তবে মন একটি জটিল বিজ্ঞান।
নিজের হলেই যে সেটা বোঝা যাবে তা নয়।
এজন্য পৃথিবী জুড়ে প্রত্যেক নেতারই অনেক সাইকোলজিস্ট থাকে।কারণ একজন সাইকোলজিস্ট এবং একজন বা দুইজন সাইকোথেরাপিস্টের পক্ষে সব কিছু বোঝা বা জানা বা সাহায্য করা সম্ভব না।
আবার সাইকোলজিস্ট ও সাইকোথেরাপিস্টের সাজেশানকে নিজের মনের সঙ্গে মেলানোর কাজটি বেশ জটিল।
তাই প্রথমে সাইকোলজিস্ট, থেরাপিস্ট ও নেতা নিজে মিলে তার সেই জগতটি খুঁজে বের করবে যে কোন জগতে তার অবকাশ বা বিশ্রাম রয়েছে।
একজন সাধারণ মানুষের যাতে অবকাশ বা বিশ্রাম নেতার কখনই সেখানে অবকাশ বা বিশ্রাম হবে না। যদি নেতা সাধারনের অবকাশের জগতে নিজের অবকাশ বা বিশ্রাম খুঁজে পায় তাহলে নেতাকে বোঝা উচিত সে আসলে নেতা নয়।
তাই নেতার মানসিক বিশ্রামের জগতটি আগে চিহ্নিত করতে হবে।
স্মার্ট নেতা হবেন কীভাবে? (পর্ব ৭২)
Leave a Reply