সারাক্ষণ ডেস্ক
কালীগঞ্জের সাধারণ মানুষের জমি হস্তান্তরে উৎস কর সংক্রান্ত জটিলতা নিরসনে গাজীপুর- ০৫ আসনের সাধারণ মানুষের ভরসাস্থল, বর্তমান উন্নয়নের কারিগর ডাকসু’র সাবেক দুইবারের নির্বাচিত জিএস ও একবারের ভিপি, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি মহোদয় গত ২ ফেব্রুয়ারি উল্লেখিত বিষয়ে মহান জাতীয় সংসদে বক্তব্য প্রদান করেন এবং গত ১২ মার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী ও বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের নিকট সৌজন্য সাক্ষাত করেন ও উল্লেখিত বিষয়ে ডিও প্রদান করেন। যার প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই-বাছাইপূর্বক জমির উৎস কর পুন:নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করেন।
যা পরবর্তীতে গেজেট আকারে গত ২৯ মে ২০২৪ তারিখে প্রকাশিত হয়। আশাকরি সিদ্ধান্তটি খুব দ্রুতই কার্যকর হবে। সাধারণ মানুষের দুর্দশা আশাকরি এভাবেই মাননীয় এমপি মহোদয়ের হাত ধরে লাঘব হবে। এগিয়ে যাবে কালীগঞ্জের মানুষ।
Leave a Reply