সারাক্ষন ডেস্ক
অস্ট্রেলিয়ার বিখ্যাত ওয়াইন প্রস্তুতকারী কোম্পানি হান্টার ভ্যালি জানিয়েছে, তারা আশাবাদী খুব শীঘ্রই চায়না ওয়াইন আমদানীর ওপর যে উচ্চ শুল্ক আরোপ করে রেখেছে সেটা তুলে নেবে। মূলত অস্ট্রেলিয়া থেকে চায়নায় ওয়াইন আমদানী করতে হলে ২১৮% শুল্ক দিতে হয়।
অস্ট্রেলিয়ার বানিজ্যমন্ত্রী ডন ফ্যারেল জানিয়েছেন, চায়না ও অস্ট্রেলিয়ার মধ্যে সরকারি পর্যায়ে এ বিষয়ে আলোচনা শেষ হয়েছে। চায়না মার্চ মাসের শেষ দিকে এই শুল্ক প্রত্যাহারের ঘোষনা দেবে।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার ওয়াইনের একটি বড় বাজার চায়না।
Leave a Reply