প্রাণিজগতে এক বৃহৎ ও বধিষ্ণু জাতিগোষ্ঠী
বর্তমানে, সারা বিশ্বের একমাত্র চীন দেশের কয়েকটি অঞ্চলেই পাণ্ডাদের সাক্ষাৎ পাওয়া যায়। এই অঞ্চলগুলো হলো সিছুয়ান প্রদেশের মিংশান পাহাড়, পালাংশান পাহাড়, লিয়াংশান পাহাড় আর সিয়াংলিং পাহাড়; সেনসী প্রদেশের ছিনলিং পাহাড়ের দক্ষিণ ঢাল এবং কানসু প্রদেশের দক্ষিণ সীমান্তবর্তী এলাকা।
সমুদ্রের পিঠ থেকে ২০০০ বা ৪০০০ মিটার উঁচু পার্বত্য অঞ্চলের মধ্যে পাণ্ডারা বসবাস করে। বর্তমানে পাণ্ডাদের সংখ্যা প্রায় ১০০০ বলে অনুমান করা হয়।
বর্তমানে আমেরিকা, বৃটেন, ফ্রান্স, স্পেন, পশ্চিম জার্মানী, জাপান, কোরিয়া, আর মেক্সিকো ইত্যাদি অনেক দেশগুলোর চিড়িয়াখানাতে যেসব পাণ্ডা কৌতূহলী দর্শকদের মনে আনন্সের খোরাক যোগায় তাদের মাতৃভূমি চীন দেশের উপরোল্লিখিত কয়েকটি পার্বত্যাঞ্চল।
পাণ্ডা-এক জীবন্ত ফসিল (পর্ব-৭)
Leave a Reply