***** ********
আমরা যখন চিড়িয়াখানায় পাণ্ডা দেখি তখন মনে হয় এই জীবটি খুব নিরীহ, প্রাচীনকালে কিন্তু পাণ্ডারা এমনটি ছিল না। তারা বাঘ কিংবা চিতাবাঘের মতোই হিংস্র ছিল।
প্রায় কয়েক লক্ষ বৎসর আগে, চেহারায় কোনো পরিবর্তন না হলেও তখনকার পাণ্ডাদের দেহের আকার ছিল এখনকার পাণ্ডাদের চেয়ে প্রায় ০.২০ মিটার লম্বা। পাণ্ডাদের ফসিল পরীক্ষা করে জানা যায় যে তখনকার একটা পূর্ণবয়সের পাণ্ডা লম্বায় প্রায় ১.৭০ মিঃ ছিল আর উচ্চতায় ছিল ০.৭৫ মিঃ। বর্তমানকালের পাণ্ডারা লম্বায় ১.৫০ মিঃ, আর উচ্চতায় ০.৬৬ মিঃ।
Leave a Reply