হঠাৎ কখনো শত্রুর খপ্পরে পড়ে গেলে সে তার সামনের থাবা দিয়ে আচমকা শত্রুর গালে প্রচণ্ড থাপ্পড় মেরে দেয়। পাণ্ডার থাপ্পড় খেয়ে শত্রুকে ভ্যাবাচ্যাকা খেয়ে লেজ গুটিয়ে পালিয়ে যেতেও দেখা যায়।
মাংসাশী থেকে বাঁশভোজী
তোমরা জানো পাণ্ডারা বাঁশ খেতে ভালবাসে, বিশেষ করে খুব বেশি লম্বা নয় এমন সব কঞ্চি বাঁশ।
Leave a Reply