চিড়িয়াখানায় গেলে দেখবে এক আঁটি ছোট বাঁশগাছ পাণ্ডার সামনে রাখামাত্র সে দুঘণ্টা যেতে না যেতেই পাতা ও বাঁশগাছ খেয়ে সাফ করে দেবে।
সে এমন নিবিষ্ট মনে খায় যে তোমরা যতই হৈহুল্লোড় করো না কেন সে একবারও তোমাদের দিকে ফিরে তাকাবে না।
প্রাণিবিদ্যাবিৎগণ পাণ্ডাদের মাংসাশী প্রাণীদের কাতারভুক্ত করেন। তার কারণ হলো পাণ্ডাদের পূর্বপুরুষদের লেজ ছিল বেশ লম্বা আর তাদের সামনের মাড়ীর দাঁতও ছিল বেশ মজবুত, যা দিয়ে তারা মাংস চিবিয়ে খেতে পারত। প্রাকৃতিক পরিবেশ পরিবর্তনের ফলে কঞ্চি বাঁশ ও তার পাতাই হয়ে উঠল তাদের প্রধান খাদ্য, আর আগ এবং কচি নল- খাগড়া হলো তাদের পরিপূরক খাদ্য।
Leave a Reply