পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।
সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী ।
নেগোশিয়ানে যুক্তি ধারালো হবে তবে সংক্ষিপ্ত
যে কোন নেগোশিয়ানে বা আলাপ আলোচনায় সব সময়ই স্মার্ট লিডারকে সজাগ থাকতে হবে, তার বক্তব্য যেন দীর্ঘ না হয়। সব সময়ই কয়েকটি বাক্যে’র মধ্যে তার বিষয়টিকে শেষ করতে হবে। আর ওই কয়েকটি বাক্য যেন অবশ্যই ধারালো অর্থাৎ শার্প হয়। কোন মতেই যেন তার সঙ্গে কোন অপ্রাসাঙ্গিক শব্দ না জুড়ে যায়।
অন্য’র যুক্তি তাৎক্ষনিক বিশ্লেষন করার ক্ষমতা
অন্য যে কারো’র যুক্তিকে তাৎক্ষনিক বা যত দ্রুত সম্ভব বিশ্লেষণ করার সক্ষমতা অর্জন করতে হবে স্মার্ট নেতাকে। এ জন্যে তাকে সব সময়ই ব্রেইনস্ট্রম করতে হয়। এমনকি একাকিও ব্রেইনস্ট্রম করতে হয়। মনের মধ্যে একজনকে প্রতিপক্ষ তৈরি করে এ কাজ শিখতে হয়। যেমন একজন ভালো দাবাড়ু এক সঙ্গে দুই পক্ষ হয়ে খেলেন।
নিজের যুক্তি উপস্থাপনের সময় ধীর লয়ে বলা
যে কোন দ্রুত কথার সবটুকু কেউই শুনতে পায় না। তবে মানুষের একটা ধারণা আছে, দ্রুত কথা বললে মনে হয় বেশি বলা যায়। বাস্তবে তা ঠিক নয়। রেডিও’র সংবাদ পাঠকদের ওপর জরিপে দেখা গেছে, যারা ধীর লয়ে বলেন আর যারা দ্রুত বলেন, সকলে প্রায় সমান সংখ্যক শব্দ বলেন।
বাস্তবতা হচেছ, যারা দ্রুত বলেন তাদের থেকে যারা ধীর লয়ে বলেন তাদের বেশি সংখ্যক শব্দ মানুষ শোনে ও মনে রাখতে পারে।
Leave a Reply