০৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৩২১) হলিউডের ‘হাইল্যান্ডার’ রিবুটে যোগ দিলেন কোরিয়ান তারকা জিওন জং-সিও অক্ষরের রহস্য: কেন ‘Q’-এর প্রয়োজন ‘U’ — ভাষার আত্মার এক বিস্ময়কর ইতিহাস নাসার চন্দ্র মিশনের গতি ফেরাতে ‘সবকিছু করবে’ ব্লু অরিজিন” ট্রাম্প বনাম সুপ্রিম কোর্ট: শুল্ক সংকটে নতুন আইনি লড়াই সম্ভাব্য বাজার ধসের পূর্বাভাস: ওয়াল স্ট্রিটও জানে না কখন আসবে পতন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৫২) শেয়ারবাজারে ধস অব্যাহত: ডিএসই-তে লেনদেন ৩০০ কোটি টাকার নিচে সিটি ব্যাংক ও ইউনিসেফের চুক্তি: প্রান্তিক যুবকদের সবুজ দক্ষতায় সক্ষম করে তুলতে উদ্যোগ বিবিসি চেয়ারম্যানের ক্ষমাপ্রার্থনা: ট্রাম্পের বক্তৃতা সম্পাদনায় ‘বিচারের ভুল’ স্বীকার

সাবিনা ইয়াসমিনের গান সুমী’র কন্ঠে

  • Sarakhon Report
  • ১২:০০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • 67
সারাক্ষণ প্রতিবেদক
সোহেল রানা ও সূচরিতা অভিনীত মাসুদ পারভেজ (সোহেল রানা) পরিচালিত ‘জীবন নৌকা’ সিনেমাটি মুক্তি পায় ১৯৮১ সালের ৩০ অক্টোবর। এই সিনেমায় সূচরিতার লিপে সাবিনা ইয়াসমিনের গাওয়া ‘তুমিতো এখন আমারই কথা ভাবছো’ গানটি সেই সময়ই শ্রোতা দর্শকের মন কেঁড়ে নেয়। সেই সময় রেডিও টিভিতে গানটি নিয়মিত প্রচার হতো। বিশেষত রেডিওর বিভিন্ন অনুষ্ঠানে গানটি শোনার জন্য বিশেষভাবে অনুরোধও আসতো। তাই গানটি শ্রোতাদের মুখে মুখে শোনা যেত।
সাবিনা ইয়াসমিনের কন্ঠের এই গান পরবর্তীতে বাংলাদেশের বহু শিল্পীর কন্ঠে বিভিন্ন স্টেজ শো’তে , টিভি শো’তে শোনা গেছে। গানটি গুলবানু খানের লেখা ও আলম খানের সুর। গানটি নতুন করে নতুন সঙ্গীতায়োজনে গাইবার অনুমতি পেয়েছেন শারমিন সুমী। গানটির নতুন করে সঙ্গীতায়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু। গানটি গাইতে পেরে ভীষণ উচ্ছসিত সুমী। গানটি আলম খানের প্রয়াণ দিবসে ‘আলম খান দ্য মেলোডি কিং’-এ প্রকাশ পেয়েছে। এর আগে বেশকিছু মৌলিক গান প্রকাশিত হয়েছে সুমীর কন্ঠে। কিন্তু তার সব গানের চেয়ে এই গানে সুমীর কন্ঠের প্রকাশ শ্রোতা দর্শককে দারুণভাবে মুগ্ধ করছে।
বিশেষত সুরে থেকে, আবেগ দিয়ে যথাযথভাবে প্রতিটি শব্দের উচ্চারণ মুগ্ধ করছে শ্রোতা দর্শককে। এই গানের সঙ্গীতায়োজক ফোয়াদ নাসের বাবু বলেন,‘ সুমী চেষ্টা করেছে ভালোভাবে গাইতে। বাকীটা শ্রোতা দর্শকের ভালোলাগার উপর নির্ভর করছে। তবে এই গানটির প্রতি সুমীর ভালোবাসা, আবেগ এবং ভালোভাবে গাইবার প্রবল আগ্রহ আমাকে মুগ্ধ করেছে।’ গানটি প্রসঙ্গে শারমিন সুমী বলেন,‘ আমার পরম শ্রদ্ধার ওস্তাদ জ¦ী আলম খানের  প্রয়াাণ দিবসে তার প্রতি এই গান দিয়ে আমার শ্রদ্ধাঞ্জলী জানানোর চেষ্টা করেছি।  ওস্তাদ জ¦ী’র এই গান গাইবার সুযোগ হলো শ্রদ্ধেয় গুরু জ¦ী ফোয়াদ নাসের বাবু ভাইয়ের সঙ্গীতায়োজনে।
আমার ক্ষুদ্র সংগীত জীবনের অভিভাবক বাবু ভাইয়ের দোয়া এবং ওস্তাদ জ¦ী’র সুযোগ্য পুত্র আরমান খান ভাই, যিনি আমাকে গানটি গাইবার অনুমতি দিয়ে ঋণী করেছেন, এই দু’জন মহান মানুষের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাডাম আমার ভীষণ প্রিয় এবং শ্রদ্ধার একজন শিল্পী। আমার স্বপ্ন ছিলো এই গানটি কোনো একদিন আয়োজন করে গাইবার। কিন্তু সেটা যে এমন করে ওস্তাদ জ¦ী’র পরিবারের কাছ থেকে অনুমতি নিয়েই হবে, এমনটা ভাবিনি। আমি কেমন গেয়েছি সেটা শ্রোতা দর্শকের ব্যাপার। কিন্তু আমি যে গাইতে পেরেছি এটাই পরম পাওয়া। কারণ এই গান আমার ভীষণ প্রিয় গান। গানে আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার বিনীত অনুরোধ রইলো।’
জনপ্রিয় সংবাদ

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৩২১)

সাবিনা ইয়াসমিনের গান সুমী’র কন্ঠে

১২:০০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
সারাক্ষণ প্রতিবেদক
সোহেল রানা ও সূচরিতা অভিনীত মাসুদ পারভেজ (সোহেল রানা) পরিচালিত ‘জীবন নৌকা’ সিনেমাটি মুক্তি পায় ১৯৮১ সালের ৩০ অক্টোবর। এই সিনেমায় সূচরিতার লিপে সাবিনা ইয়াসমিনের গাওয়া ‘তুমিতো এখন আমারই কথা ভাবছো’ গানটি সেই সময়ই শ্রোতা দর্শকের মন কেঁড়ে নেয়। সেই সময় রেডিও টিভিতে গানটি নিয়মিত প্রচার হতো। বিশেষত রেডিওর বিভিন্ন অনুষ্ঠানে গানটি শোনার জন্য বিশেষভাবে অনুরোধও আসতো। তাই গানটি শ্রোতাদের মুখে মুখে শোনা যেত।
সাবিনা ইয়াসমিনের কন্ঠের এই গান পরবর্তীতে বাংলাদেশের বহু শিল্পীর কন্ঠে বিভিন্ন স্টেজ শো’তে , টিভি শো’তে শোনা গেছে। গানটি গুলবানু খানের লেখা ও আলম খানের সুর। গানটি নতুন করে নতুন সঙ্গীতায়োজনে গাইবার অনুমতি পেয়েছেন শারমিন সুমী। গানটির নতুন করে সঙ্গীতায়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু। গানটি গাইতে পেরে ভীষণ উচ্ছসিত সুমী। গানটি আলম খানের প্রয়াণ দিবসে ‘আলম খান দ্য মেলোডি কিং’-এ প্রকাশ পেয়েছে। এর আগে বেশকিছু মৌলিক গান প্রকাশিত হয়েছে সুমীর কন্ঠে। কিন্তু তার সব গানের চেয়ে এই গানে সুমীর কন্ঠের প্রকাশ শ্রোতা দর্শককে দারুণভাবে মুগ্ধ করছে।
বিশেষত সুরে থেকে, আবেগ দিয়ে যথাযথভাবে প্রতিটি শব্দের উচ্চারণ মুগ্ধ করছে শ্রোতা দর্শককে। এই গানের সঙ্গীতায়োজক ফোয়াদ নাসের বাবু বলেন,‘ সুমী চেষ্টা করেছে ভালোভাবে গাইতে। বাকীটা শ্রোতা দর্শকের ভালোলাগার উপর নির্ভর করছে। তবে এই গানটির প্রতি সুমীর ভালোবাসা, আবেগ এবং ভালোভাবে গাইবার প্রবল আগ্রহ আমাকে মুগ্ধ করেছে।’ গানটি প্রসঙ্গে শারমিন সুমী বলেন,‘ আমার পরম শ্রদ্ধার ওস্তাদ জ¦ী আলম খানের  প্রয়াাণ দিবসে তার প্রতি এই গান দিয়ে আমার শ্রদ্ধাঞ্জলী জানানোর চেষ্টা করেছি।  ওস্তাদ জ¦ী’র এই গান গাইবার সুযোগ হলো শ্রদ্ধেয় গুরু জ¦ী ফোয়াদ নাসের বাবু ভাইয়ের সঙ্গীতায়োজনে।
আমার ক্ষুদ্র সংগীত জীবনের অভিভাবক বাবু ভাইয়ের দোয়া এবং ওস্তাদ জ¦ী’র সুযোগ্য পুত্র আরমান খান ভাই, যিনি আমাকে গানটি গাইবার অনুমতি দিয়ে ঋণী করেছেন, এই দু’জন মহান মানুষের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাডাম আমার ভীষণ প্রিয় এবং শ্রদ্ধার একজন শিল্পী। আমার স্বপ্ন ছিলো এই গানটি কোনো একদিন আয়োজন করে গাইবার। কিন্তু সেটা যে এমন করে ওস্তাদ জ¦ী’র পরিবারের কাছ থেকে অনুমতি নিয়েই হবে, এমনটা ভাবিনি। আমি কেমন গেয়েছি সেটা শ্রোতা দর্শকের ব্যাপার। কিন্তু আমি যে গাইতে পেরেছি এটাই পরম পাওয়া। কারণ এই গান আমার ভীষণ প্রিয় গান। গানে আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার বিনীত অনুরোধ রইলো।’