০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সিওরাক পর্বতের পাদদেশে ৫০০ বছরের পুরনো সাঙডোমুন গ্রাম , ঐতিহ্য ও সৌন্দর্যের মিলনস্থল ডোপামিন ডিটক্স: অতিরিক্ত চিন্তা থামানোর এক বিজ্ঞানভিত্তিক উপায় এরি ক্যানাল: একটি মানবসৃষ্ট জলপথ যা আমেরিকাকে রূপান্তরিত করেছে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ: নির্বাচন ঘিরে কোন অশনি সংকেত? দুর্যোগ পরবর্তী সহায়তা: একত্রিত হয়ে নতুন জীবন গড়ার সংগ্রাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জকসু নির্বাচন নিয়ে তীব্র বিতর্ক মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩৬৩) থাম্মা বক্স অফিস সংগ্রহ: আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মন্দান্নার সিনেমা ₹১১৫.৯ কোটি আয় করেছে, ড্রাগনের লাইফটাইম সংগ্রহকেও ছাড়িয়ে গেছে মাইক্রোসফটের ১৫ বিলিয়ন ডলারের বিনিয়োগে নতুন দিগন্ত: সংযুক্ত আরব আমিরাতে এআই ও চিপ বিপ্লবের প্রস্তুতি প্যালেস্টাইন ৩৬’ টোকিও চলচ্চিত্র উৎসবে সেরা

বনানীর ‘মা রেস্তোরা এন্ড কাবাব’ – এ সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে হালিম আর কাবাব

  • Sarakhon Report
  • ০৬:০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
  • 99

শিবলী আহম্মেদ সুজন

 

দুপর  টা ৩২ মিনিট। খুব যত্ন নিয়ে ইফতার সাজাচ্ছেন  জন স্টাফ। ক্রেতাদের সাথে বেশ ব্যস্ত সময় যাচ্ছে বনানীর ‘মা রেস্তোরা এন্ড কাবাব’ এর স্টাফদের। ক্রেতাদের আগ্রহ দেখে এই ব্যস্ততার মাঝেও স্টাফদের মুখে হাসির কোন কমতি নেই

এই ব্যস্ততার মাঝেও স্টাফ মোঃশাহিদের সাথে কথা বলে জানা গেল,এবার ইফতারি বিক্রি অনেক ভালো হচ্ছে। তিনি হেসে খুব খুশি হয়ে বললেন, শুধু ভালো নয়, গত বছরের চেয়ে এবার বিক্রি বেশি হচ্ছে।

 

 

কখন থেকে ইফতারি বিক্রি শুরু করেন?

 

শহিদ বলেন, ইফতারি তৈরির কাজ সকাল ১১ টা থেকে শুরু হলেও ক্রেতাদের কাছে বিক্রি শুরু হয় দুপুর ২ টা থেকে।

 

সেহেরি খাওয়ার কোন ব্যবস্থা আছে কিনা ?

তখন তিনি বলেন, সেহেরি খাওয়ার কোন সুব্যবস্থা নেই তবে , যদি ইফতারি করতে চায় তাহলে ৫০ জনের মত এখানে ইফতারি করতে পারবে ।

 

 

 

স্টাফদের সাথে কথা-বার্তা শুনে হাসিমুখে সামনে এগিয়ে এলেন, রেস্তোরার পরিচালক মোঃ আশিক। তাকে প্রশ্ন করলাম, কোন বয়সী ক্রেতারা ইফতারি কিনতে বেশি আসেন ?

তিনি বলেন, তরুণ থেকে মধ্য বয়সী সব ধরনের ক্রেতারা ইফতারি কিনতে আসেন।

 

 

 

তার কাছে আরো জানতে চাইলাম, ইফতার উপলক্ষ্যে কোন খাবারের আইটেম গুলো বেশি বিক্রি হচ্ছে ?

ইফতারিতে মোটামুটি সব রকমের আইটেমই বেশ ভালো বিক্রি হচ্ছে । তবে হালিম আর কাবাব একটু বেশি বিক্রি হচ্ছে। আর আমদের এখানে চার রকমের পার্সেল প্যাকেজ আইটেম আছে। তার মধ্যে ২টি আইটেম বেশি বিক্রি হচ্ছে।

যেসব খাবারের আইটেম মা রেস্তোরা এন্ড কাবাবে বেশি বিক্রি হচ্ছে –

১) বিফ হালিম ৮০০/৬০০/৪০০ টাকা

২) বিফ ভুনা ( হাড় ছাড়া) ১৮০০ টাকা

৩) চিকেন বিরিয়ানী ২২০ টাকা ।

 

 

 

 

৪) জালি কাবাব ৫০ টাকা

৫) চিকেন শাশলিক ৮০ টাকা

৬) চিকেন বল ৪০ টাকা

৭) গ্রীল চিকেন ৫২০/ ২৬০/ ১৩০ টাকা

৮) প্লেন নান ৩০ টাকা

৯) লাবাং ১০০/২০০/৪০০ টাকা

১০) বি বি কিউ চিকেন  ১৫০ টাকা

১১) চিকেন কাটলেট ৫০ টাকা

১২) ছোলা প্রতি কেজি ২০০ টাকা

১৩) টানা পরাটা ৫০ টাকা

১৪) ইরানি জিলাপী ( কেজি) ৪০০/৩০০ টাকা

 

 

 

 

পার্সেল প্যাকেজ: ২

 

১) পিয়াজু, বেগুনী,চপ,জিলাপী,ছোলা,খেজুর,কলা, চিকেন শাশলিক,বি বি কিউ চিকেন, পানি ৩২০ টাকা ।

ডাইনিং প্যাকেজ: ৪

১) খেজুর, আপেল, জিলাপি, মিক্স শরবত ,পানি , আলুর চপ, পিয়াজু, বেগুনী, জালি কাবাব, ফ্রাইড চিকেন , মুড়ি ২৭০ টাকা ।

 

‘মা রেস্তোরা এন্ড কাবাব’ এর ঠিকানা মনে রাখা একদম সহজ। বনানীর জামে মসজিদের পূর্ব পাশে, ই ব্লকে রয়েছে রেস্তোরাটি। ঠিকানা: বাড়ি- ২৭, রোড-১০, ব্লক –ই।

 

 

জনপ্রিয় সংবাদ

সিওরাক পর্বতের পাদদেশে ৫০০ বছরের পুরনো সাঙডোমুন গ্রাম , ঐতিহ্য ও সৌন্দর্যের মিলনস্থল

বনানীর ‘মা রেস্তোরা এন্ড কাবাব’ – এ সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে হালিম আর কাবাব

০৬:০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪

শিবলী আহম্মেদ সুজন

 

দুপর  টা ৩২ মিনিট। খুব যত্ন নিয়ে ইফতার সাজাচ্ছেন  জন স্টাফ। ক্রেতাদের সাথে বেশ ব্যস্ত সময় যাচ্ছে বনানীর ‘মা রেস্তোরা এন্ড কাবাব’ এর স্টাফদের। ক্রেতাদের আগ্রহ দেখে এই ব্যস্ততার মাঝেও স্টাফদের মুখে হাসির কোন কমতি নেই

এই ব্যস্ততার মাঝেও স্টাফ মোঃশাহিদের সাথে কথা বলে জানা গেল,এবার ইফতারি বিক্রি অনেক ভালো হচ্ছে। তিনি হেসে খুব খুশি হয়ে বললেন, শুধু ভালো নয়, গত বছরের চেয়ে এবার বিক্রি বেশি হচ্ছে।

 

 

কখন থেকে ইফতারি বিক্রি শুরু করেন?

 

শহিদ বলেন, ইফতারি তৈরির কাজ সকাল ১১ টা থেকে শুরু হলেও ক্রেতাদের কাছে বিক্রি শুরু হয় দুপুর ২ টা থেকে।

 

সেহেরি খাওয়ার কোন ব্যবস্থা আছে কিনা ?

তখন তিনি বলেন, সেহেরি খাওয়ার কোন সুব্যবস্থা নেই তবে , যদি ইফতারি করতে চায় তাহলে ৫০ জনের মত এখানে ইফতারি করতে পারবে ।

 

 

 

স্টাফদের সাথে কথা-বার্তা শুনে হাসিমুখে সামনে এগিয়ে এলেন, রেস্তোরার পরিচালক মোঃ আশিক। তাকে প্রশ্ন করলাম, কোন বয়সী ক্রেতারা ইফতারি কিনতে বেশি আসেন ?

তিনি বলেন, তরুণ থেকে মধ্য বয়সী সব ধরনের ক্রেতারা ইফতারি কিনতে আসেন।

 

 

 

তার কাছে আরো জানতে চাইলাম, ইফতার উপলক্ষ্যে কোন খাবারের আইটেম গুলো বেশি বিক্রি হচ্ছে ?

ইফতারিতে মোটামুটি সব রকমের আইটেমই বেশ ভালো বিক্রি হচ্ছে । তবে হালিম আর কাবাব একটু বেশি বিক্রি হচ্ছে। আর আমদের এখানে চার রকমের পার্সেল প্যাকেজ আইটেম আছে। তার মধ্যে ২টি আইটেম বেশি বিক্রি হচ্ছে।

যেসব খাবারের আইটেম মা রেস্তোরা এন্ড কাবাবে বেশি বিক্রি হচ্ছে –

১) বিফ হালিম ৮০০/৬০০/৪০০ টাকা

২) বিফ ভুনা ( হাড় ছাড়া) ১৮০০ টাকা

৩) চিকেন বিরিয়ানী ২২০ টাকা ।

 

 

 

 

৪) জালি কাবাব ৫০ টাকা

৫) চিকেন শাশলিক ৮০ টাকা

৬) চিকেন বল ৪০ টাকা

৭) গ্রীল চিকেন ৫২০/ ২৬০/ ১৩০ টাকা

৮) প্লেন নান ৩০ টাকা

৯) লাবাং ১০০/২০০/৪০০ টাকা

১০) বি বি কিউ চিকেন  ১৫০ টাকা

১১) চিকেন কাটলেট ৫০ টাকা

১২) ছোলা প্রতি কেজি ২০০ টাকা

১৩) টানা পরাটা ৫০ টাকা

১৪) ইরানি জিলাপী ( কেজি) ৪০০/৩০০ টাকা

 

 

 

 

পার্সেল প্যাকেজ: ২

 

১) পিয়াজু, বেগুনী,চপ,জিলাপী,ছোলা,খেজুর,কলা, চিকেন শাশলিক,বি বি কিউ চিকেন, পানি ৩২০ টাকা ।

ডাইনিং প্যাকেজ: ৪

১) খেজুর, আপেল, জিলাপি, মিক্স শরবত ,পানি , আলুর চপ, পিয়াজু, বেগুনী, জালি কাবাব, ফ্রাইড চিকেন , মুড়ি ২৭০ টাকা ।

 

‘মা রেস্তোরা এন্ড কাবাব’ এর ঠিকানা মনে রাখা একদম সহজ। বনানীর জামে মসজিদের পূর্ব পাশে, ই ব্লকে রয়েছে রেস্তোরাটি। ঠিকানা: বাড়ি- ২৭, রোড-১০, ব্লক –ই।