০৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬
উচ্চ অ্যাপার্টমেন্টের গল্প ভবিষ্যতের হাঁটু সুরক্ষায় আজই প্রস্তুতি নিন, ছোট অভ্যাসেই বড় স্বস্তির পথ বীজের তেল নিয়ে ভয় কতটা সত্য, কতটা ভুল: বিজ্ঞান কী বলছে ডিজনির ইতিহাসে নতুন মাইলফলক অ্যানিমেশন দুনিয়ায় রেকর্ড গড়ল জুটোপিয়া টু চীনের কারখানায় ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, আট মাসের মন্দা ভেঙে ডিসেম্বরে উৎপাদন বাড়ল তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া, সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থানের বার্তা ধান রপ্তানিতে ভারতের আধিপত্য, নীরবে গভীর হচ্ছে পানির সংকট সিগারেটে নতুন করের ধাক্কা, ধসে ভারতের তামাক শেয়ার বাজার মার্কিন শ্রমবাজারে বছরের শেষে স্বস্তির ইঙ্গিত, তবে অনিশ্চয়তা কাটেনি সংযুক্ত আরব আমিরাতে হৃদ্‌রোগে প্রাণ গেল ১৭ বছরের ভারতীয় শিক্ষার্থীর, কোনো পূর্ববর্তী অসুস্থতার ইতিহাস ছিল না

পার্বতী’ হয়েও দর্শকের মাঝে ফেরা হলোনা পপির

  • Sarakhon Report
  • ১২:১৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
  • 107
সারাক্ষণ প্রতিবেদক
চিত্রনায়িকা পপি যে সময়টাতে সিনেমাতে দিন রাত শ্রম দিয়ে কাজ করতেন সেই সময়টাতে তার একটাই স্বপ্ন ছিলো, আর তা হলো ‘পাবর্তী’ চরিত্রে অভিনয় করার। কারণ বাংলাদেশে ‘দেবদাস’ সিনেমাটি দুইবার নির্মিত হয়েছে। সিনেমা নির্মাণ করেছিলেন প্রয়াত পরিচালক চাষী নজরুল ইসলাম। দেবদাস’ চরিত্রে অভিনয় করেছিলেন বুলবুল আহমেদ ও শাকিব খান। আবার পাবর্তী চরিত্রে অভিনয় করেছিলেন কবরী ও অপু বিশাস।
পপি’র প্রবল ইচ্ছে ছিলো ‘পার্বতী’ চরিত্রে অভিনয় করার। কিন্তু ‘দেবদাস’ সিনেমাতেই তার অভিনয় করার সুযোগ হয়ে উঠেনি। তবে আজ থেকে কয়েক বছর আগে পপির পার্বতী হবার স্বপ্নপূরণে এগিয়ে আসেন নবীণ চলচ্চিত্র পরিচালক আরিফুর জামান আরিফ। তিনি তার প্রথম চলচ্চিত্র ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ চলচ্চিত্রে পপিকে পার্বতী চরিত্রে কাজ করার সুযোগ সৃষ্টি করে দেন।
পপি পার্বতী চরিত্রে অভিনয়ও করেছিলেন। বেশ কয়েকদিন তিনি এই চরিত্রে নিজেকে মনোনিবেশ রেখে পার্বতী চরিত্রে ক্যামেরার সামনে নিজেকে তুলেও  ধরেছিলেন একজন সত্যিকারের পার্বতীরূপে। অভিনয় করতে করতে পার্বতী’তে মুগ্ধ হয়েছিলেন তিনি।
নিজের মেধার সর্বোচ্চটুকু কাজে লাগিয়ে অভিনয় করেছিলেন তিনি।  কিন্তু শেষমেষ পপির কারণেই এই সিনেমার কাজ আর হয়ে উঠেনি। নির্মাতা অনেক চেষ্টা করেও পপির সঙ্গে দেখা করার আর সুযোগ পাননি। থেমে যায় পপির পার্বতী’রূপে দর্শকের সামনে আসার সুযোগ।
সেই সময় পপি বলেছিলেন,‘ পার্বতী আমার স্বপ্নের চরিত্র। এর আগে আমাদের দেশে দেবদাস’ চলচ্চিত্রে চাষী নজরুল ইসলাম স্যারের নির্দেশনায় প্রথম কবরী ম্যাডাম অভিনয় করেছিলেন। কবরী ম্যাডামের অভিনয়ে মুগ্ধ হয়েছিলাম।
তখন থেকেই স্বপ্ন ছিলো আমার কোন একদিন যদি পার্বতী চরিত্রে অভিনয়ের সুযোগ পাই তাহলে নিজের সবটুকু উজার করেই অভিনয় করবো। শেষতক সেই সুযোগ আমার জীবনে এলো, আমিও মন দিয়ে অভিনয় করেছি। জানিনা তা দর্শকের কতোটুকু ভালোলাগবে।’
কিন্তু সিনেমাটিই আর শেষ হলোনা, পপিরও পাবর্তী রূপে দর্শকের মনে ঠাঁই নেয়া হলোনা।  ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’র কাহিনী সংলাপ লিখেছেন হাসিম আসকার মোঃ করিম দাদ। চিত্রনাট্য করেছিলেন পরিচালক নিজেই। উল্লেখ্য এই চলচ্চিত্রে দেবদাস চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস। এদিকে শিগগিরই মুক্তি পাবার কথা রয়েছে পপি অভিনীত সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাকশান’ সিনেমাটি। এতে তার বিপরীতে আছেন আমিন খান ও ইমন।
জনপ্রিয় সংবাদ

উচ্চ অ্যাপার্টমেন্টের গল্প

পার্বতী’ হয়েও দর্শকের মাঝে ফেরা হলোনা পপির

১২:১৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
সারাক্ষণ প্রতিবেদক
চিত্রনায়িকা পপি যে সময়টাতে সিনেমাতে দিন রাত শ্রম দিয়ে কাজ করতেন সেই সময়টাতে তার একটাই স্বপ্ন ছিলো, আর তা হলো ‘পাবর্তী’ চরিত্রে অভিনয় করার। কারণ বাংলাদেশে ‘দেবদাস’ সিনেমাটি দুইবার নির্মিত হয়েছে। সিনেমা নির্মাণ করেছিলেন প্রয়াত পরিচালক চাষী নজরুল ইসলাম। দেবদাস’ চরিত্রে অভিনয় করেছিলেন বুলবুল আহমেদ ও শাকিব খান। আবার পাবর্তী চরিত্রে অভিনয় করেছিলেন কবরী ও অপু বিশাস।
পপি’র প্রবল ইচ্ছে ছিলো ‘পার্বতী’ চরিত্রে অভিনয় করার। কিন্তু ‘দেবদাস’ সিনেমাতেই তার অভিনয় করার সুযোগ হয়ে উঠেনি। তবে আজ থেকে কয়েক বছর আগে পপির পার্বতী হবার স্বপ্নপূরণে এগিয়ে আসেন নবীণ চলচ্চিত্র পরিচালক আরিফুর জামান আরিফ। তিনি তার প্রথম চলচ্চিত্র ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ চলচ্চিত্রে পপিকে পার্বতী চরিত্রে কাজ করার সুযোগ সৃষ্টি করে দেন।
পপি পার্বতী চরিত্রে অভিনয়ও করেছিলেন। বেশ কয়েকদিন তিনি এই চরিত্রে নিজেকে মনোনিবেশ রেখে পার্বতী চরিত্রে ক্যামেরার সামনে নিজেকে তুলেও  ধরেছিলেন একজন সত্যিকারের পার্বতীরূপে। অভিনয় করতে করতে পার্বতী’তে মুগ্ধ হয়েছিলেন তিনি।
নিজের মেধার সর্বোচ্চটুকু কাজে লাগিয়ে অভিনয় করেছিলেন তিনি।  কিন্তু শেষমেষ পপির কারণেই এই সিনেমার কাজ আর হয়ে উঠেনি। নির্মাতা অনেক চেষ্টা করেও পপির সঙ্গে দেখা করার আর সুযোগ পাননি। থেমে যায় পপির পার্বতী’রূপে দর্শকের সামনে আসার সুযোগ।
সেই সময় পপি বলেছিলেন,‘ পার্বতী আমার স্বপ্নের চরিত্র। এর আগে আমাদের দেশে দেবদাস’ চলচ্চিত্রে চাষী নজরুল ইসলাম স্যারের নির্দেশনায় প্রথম কবরী ম্যাডাম অভিনয় করেছিলেন। কবরী ম্যাডামের অভিনয়ে মুগ্ধ হয়েছিলাম।
তখন থেকেই স্বপ্ন ছিলো আমার কোন একদিন যদি পার্বতী চরিত্রে অভিনয়ের সুযোগ পাই তাহলে নিজের সবটুকু উজার করেই অভিনয় করবো। শেষতক সেই সুযোগ আমার জীবনে এলো, আমিও মন দিয়ে অভিনয় করেছি। জানিনা তা দর্শকের কতোটুকু ভালোলাগবে।’
কিন্তু সিনেমাটিই আর শেষ হলোনা, পপিরও পাবর্তী রূপে দর্শকের মনে ঠাঁই নেয়া হলোনা।  ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’র কাহিনী সংলাপ লিখেছেন হাসিম আসকার মোঃ করিম দাদ। চিত্রনাট্য করেছিলেন পরিচালক নিজেই। উল্লেখ্য এই চলচ্চিত্রে দেবদাস চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস। এদিকে শিগগিরই মুক্তি পাবার কথা রয়েছে পপি অভিনীত সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাকশান’ সিনেমাটি। এতে তার বিপরীতে আছেন আমিন খান ও ইমন।