০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
সরকার নির্বাচনে বিলম্ব ঘটানোর পরিস্থিতি তৈরি করছে: ফখরুলের অভিযোগ টোকিও চলচ্চিত্র উৎসবে সেরা ‘প্যালেস্টাইন ৩৬ জাহানারা আলমের অভিযোগে তদন্ত কমিটি গঠন করবে বিসিবি সংবিধান সংশোধন অবশ্যই জনগণের মতামতের ভিত্তিতে হতে হবে: ড. কামাল টাইফুন কালমায়েগির ধ্বংসের মাঝেই ব্রাজিলে শুরু হলো কপ৩০ পূর্ব সাগরে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, প্রতিবেশীদের উদ্বেগ লক্ষ্মীপুরে আগুনে পুড়ে গেছে ১৫টি দোকান ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ দুইজন নিহত আন সি-ইয়ং-এর অসামান্য ব্যাডমিন্টন রেকর্ড, ঐতিহাসিক সিজনে ৯৫% জয় হারানোর লক্ষ্য চট্টগ্রামে দুই পক্ষের গোলাগুলিতে আহত প্রতিবন্ধী অটোরিকশাচালক

অনলাইন ও অফলাইন ক্রেতাদের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আইকনশপার

  • Sarakhon Report
  • ০১:৪৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • 62

রেজাই রাব্বী

অনুভূতির সাথে পোশাকের মিলবন্ধন স্লোগানকে সামনে রেখে বিশ্বস্ততার সাথে সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে দেশের শীর্ষস্থানীয় পণ্য প্রস্তুত ও বাজারজাতকারী প্রতিষ্ঠান আইকনশপার। প্রতিটি দিবস উপলক্ষে তাদের পোশাকের নতুনত্ব আসে। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রয়োজন এবং ফ্যাশন চিন্তা করে আইকনশপার যেন তরুণদের পোশাকের এক বিশাল সমারোহ।

ঢাকা ছাড়াও তাদের রয়েছে মোট সাতটি আউটলেট। এছাড়া প্রতিটি উপলক্ষে তাদের প্রতিটি আউটলেটে নতুনত্ব আনার চেষ্টা করে। ক্রেতাদের জন্য আছে টি শার্ট, পলো টি শার্ট, শার্ট, হাফ হাতা শার্ট ক্যাজুয়াল শার্ট, প্যান্ট, পাঞ্জাবি সহ ছেলেদের সব ধরনের পোশাক।সরেজমিনে তেজগাঁও শোরুমে গিয়ে দেখা যায়, তেজগাঁও আউটলেটে অনলাইন ও অফলাইন মিলে প্রায় অর্ধশত মানুষ কর্মরত আছেন।

এক বিক্রয় প্রতিনিধির সাথে কথা বলে জানা যায়, আমাদের এখান থেকে অনলাইন ও অফলাইন দু’ভাবেই ক্রেতারা পোশাক কিনতে পারেন। ছেলেদের সব ধরনের পোশাক রয়েছে ফ্যাশন হাউজটিতে। বর্তমানে নিরাপদে কেনাকাটার জন্য ই—কমার্স প্লাটফর্মগুলো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সেই ধারাবাহিকতায় আইকনশপার তাই অনলাইন ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে আবহাওয়ার সঙ্গে মিল রেখে পোশাকের কাপড় আরামদায়ক করার প্রতি থাকে বাড়তি মনোযোগ দিয়ে থাকেন। বাংলাদেশী কাপড়ের তৈরি শত শত ডিজাইনের ছেলেদের সব ধরনের পোশাক সারাদেশে বিক্রেতা আইকনশপার।

তিনি আরোও বলেন, শীতকালে ছেলেদের পোশাকে রয়েছে এক ভিন্ন মাত্রার স্টাইল। আর ছেলেদের স্টাইলিশ শীত পোশাক নিয়েই আমাদের আয়োজন। তরুণরা সব সময় ভিন্ন কিছু চায়। প্রতি শীতের ফ্যাশনে আসে নতুন ট্রেন্ড ও পোশাকে আসে নতুনত্ব। তবে এখনও পুরোপুরি ভাবে শীতের পোশাক তোলা হয় নাই। তবে খুব শীঘ্রই শীতের পোশাকের সমাগম ঘটানো হবে।

 

জনপ্রিয় সংবাদ

সরকার নির্বাচনে বিলম্ব ঘটানোর পরিস্থিতি তৈরি করছে: ফখরুলের অভিযোগ

অনলাইন ও অফলাইন ক্রেতাদের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আইকনশপার

০১:৪৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

রেজাই রাব্বী

অনুভূতির সাথে পোশাকের মিলবন্ধন স্লোগানকে সামনে রেখে বিশ্বস্ততার সাথে সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে দেশের শীর্ষস্থানীয় পণ্য প্রস্তুত ও বাজারজাতকারী প্রতিষ্ঠান আইকনশপার। প্রতিটি দিবস উপলক্ষে তাদের পোশাকের নতুনত্ব আসে। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রয়োজন এবং ফ্যাশন চিন্তা করে আইকনশপার যেন তরুণদের পোশাকের এক বিশাল সমারোহ।

ঢাকা ছাড়াও তাদের রয়েছে মোট সাতটি আউটলেট। এছাড়া প্রতিটি উপলক্ষে তাদের প্রতিটি আউটলেটে নতুনত্ব আনার চেষ্টা করে। ক্রেতাদের জন্য আছে টি শার্ট, পলো টি শার্ট, শার্ট, হাফ হাতা শার্ট ক্যাজুয়াল শার্ট, প্যান্ট, পাঞ্জাবি সহ ছেলেদের সব ধরনের পোশাক।সরেজমিনে তেজগাঁও শোরুমে গিয়ে দেখা যায়, তেজগাঁও আউটলেটে অনলাইন ও অফলাইন মিলে প্রায় অর্ধশত মানুষ কর্মরত আছেন।

এক বিক্রয় প্রতিনিধির সাথে কথা বলে জানা যায়, আমাদের এখান থেকে অনলাইন ও অফলাইন দু’ভাবেই ক্রেতারা পোশাক কিনতে পারেন। ছেলেদের সব ধরনের পোশাক রয়েছে ফ্যাশন হাউজটিতে। বর্তমানে নিরাপদে কেনাকাটার জন্য ই—কমার্স প্লাটফর্মগুলো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সেই ধারাবাহিকতায় আইকনশপার তাই অনলাইন ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে আবহাওয়ার সঙ্গে মিল রেখে পোশাকের কাপড় আরামদায়ক করার প্রতি থাকে বাড়তি মনোযোগ দিয়ে থাকেন। বাংলাদেশী কাপড়ের তৈরি শত শত ডিজাইনের ছেলেদের সব ধরনের পোশাক সারাদেশে বিক্রেতা আইকনশপার।

তিনি আরোও বলেন, শীতকালে ছেলেদের পোশাকে রয়েছে এক ভিন্ন মাত্রার স্টাইল। আর ছেলেদের স্টাইলিশ শীত পোশাক নিয়েই আমাদের আয়োজন। তরুণরা সব সময় ভিন্ন কিছু চায়। প্রতি শীতের ফ্যাশনে আসে নতুন ট্রেন্ড ও পোশাকে আসে নতুনত্ব। তবে এখনও পুরোপুরি ভাবে শীতের পোশাক তোলা হয় নাই। তবে খুব শীঘ্রই শীতের পোশাকের সমাগম ঘটানো হবে।