০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
ভারতের স্পিনে অজিদের বিপর্যয়, সিরিজে ২-১ লিডে টিম ইন্ডিয়া ১১ নভেম্বর ঢাকায় ভিন্ন পরিস্থিতি ভিন্ন হবে: জামায়াত ও মিত্র দলের হুশিয়ারি দেশের ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতি : ৫ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,০৩৪ জন ‘ভারত ৬২ কিলোমিটার দখল করেছে’ — এই তথ্য ভুল ও বিভ্রান্তিকর: বিজিবি দুই ভাগের গল্প: বাণিজ্যযুদ্ধের উত্থান-পতনে ক্যান্টন মেলা কাঁপিয়ে দিল চীন গ্রাহক সুরক্ষায় বৈশ্বিক স্বীকৃতি: ‘সিপিসি গোল্ড’ অর্জন করল ব্র্যাক মাইক্রোফাইন্যান্স মেক্সিকো প্রেসিডেন্টের প্রতি যৌন হয়রানি: নারী সহিংসতা নিয়ে নতুন বিতর্ক তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে আপিলের শুনানি ১১ নভেম্বর পর্যন্ত মুলতবি গাজায় দুই বছরের যুদ্ধ শেষে ধ্বংসস্তূপের মাঝে জীবন বাংলাদেশ ব্যাংকের নির্দেশে স্থগিত পাঁচ শরিয়াভিত্তিক ব্যাংকের শেয়ার লেনদেন

এক সময়ের সেরা ধারাবাহিক ‘সাকিন সারিসুরি’

  • Sarakhon Report
  • ০৪:২২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • 23

রেজাই রাব্বী

বাংলা টেলিভিশন নাটকের ইতিহাসে সর্বকালের সেরা ধারাবাহিক যার গল্প এবং অভিনেতা অভিনেত্রীদের দুর্দান্ত অভিনয় দর্শকদের হৃদয় কেড়ে নিয়েছে । সেই নাটকটি হচ্ছে বৃন্দাবন দাসের রচনা সালাউদ্দিন লাভলু’র পরিচালনা ‘সাকিন সারিসুরি’ নাটক। এক সময়ের তুমুল জনপ্রিয় মেগা ধারাবাহিক নাটক ‘সাকিন সারিসুরি’।

গ্রামীণ সাদাসিধে মানুষদের অসাম্প্রদায়িকতার চিত্রটি অত্যন্ত নিপুণভাবে তুলে ধরা হয়েছে নাটকটিতে। ধারাবাহিকটির গল্পে ‘সারিসুরি’ নামক গ্রামে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস কিন্তু তাদের মধ্যে বিদ্যমান রয়েছে এক অসাধারণ সম্প্রীতি । কারো ধর্মীয় অনুষ্ঠানে ভিন্ন ধর্মের প্রতিবেশীরাও নেচে গেয়ে অংশ নিয়ে থাকে । কিন্তু, স্থানীয় ‘গডফাদার’ মণ্ডলের মেয়ে চোরের প্রেমে পড়লে গ্রামটি একটি দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়।

অত্যন্ত মজার ব্যাপার হল এই গ্রামের সবার পেশা হলো চুরি করা। চোর গ্রাম হিসেবে পরিচিতি গ্রামটির গরিব  এই চোর মানুষদের চুরি করা পণ্য খুব অল্প দামে কিনে নেয় বিসা খালি গ্রামের মন্ডল। সমাজের এক শ্রেণীর শোষক প্রকৃতির লোকদের অত্যাচার মন্ডল সাহেবের চরিত্রে ফুটিয়ে তোলা হয়েছে।

ধারাবাহিকের একটি কমেডি চরিত্র জাপান ডাক্তার এক আলাদা সৌন্দর্য যোগ করেছে। তার বিভিন্ন রসাত্মক আলাপচারিতা দর্শকদের হাসিয়েছে এবং তার ভালোবাসার মানুষ শেফালীকে নিজের করে না পাওয়ার দর্শকদের কাঁদিয়েছে ।

‘সাকিন সারিসুরি’র বিভিন্ন চরিত্রের নাম গুলো অসাধারণ। দর্শকরা এই নামগুলোকে পুরো নাটক জুড়েই অনেক আপন করে নিয়েছে। জাপান ডাক্তার, রুইতন, শেফালী, কাকলি, কস্তুরী, মান্নান, বাসন্তী বৌদি, রন্জু, গুরুদাস গোলাম, জংশন কাকা, সাধন খুরা, মগা সরদার সবগুলো নামই একটা ভালোবাসা।

নাটকটি দেখতে শুরু করলে যে কেউই এর গল্পের মধ্যে হারিয়ে যেতে বাধ্য হবে। কারণ বাংলাদেশের ইতিহাসে এমন কম ধারাবাহিক নাটক মানুষ উপভোগ করেছে। নাটকটিতে মন্ডল সাহেবের চাকর হিসেবে অসাধারণ অভিনয় করেছেন আনিসুল হক বরুন। মান্নান চরিত্রে দর্শকরা তাকে একটু বেশি আপন করে নেয়।

‘সাকিন সারিসুরি’তে রহস্য সৃষ্টি করেছে মান্নান।  শিল্পী জহুরুল ভাই আসার একটা চান্স আছে বারবার এই কথা বলা মান্নান ভাই একটু চেয়েছিলেন কস্তুরীর আরো কাছে যেতে কিন্তু শিল্পী জহুরুল ভাইয়ের দেখা দর্শকরা কোনদিনই পাইনি।

নাটকের উল্লেখ্য একটা অংশ খুবই মজার এবং হাস্যকর ছিল। রুইতন এর চোখে মলম ঘষে দেওয়ার কারণে তার চোখের সমস্যা দেখা যায় এবং তার চিকিৎসা করতে আসে গ্রামের একমাত্র হাতুড়ি ডাক্তার যার নাম জাপান ডাক্তার। কিন্তু রুইতনের সমস্যা চোখে হওয়ার ফলেও, ডাক্তার তার শরীরের বিভিন্ন জায়গায় থ্যাটাস্কোপ ঠেকায়।

তারপরে আবার রুইতন এবং কাকলির কথোপকথন যেটা আপনাকে পুরো সময় ধরে আকর্ষিত করে রাখবে নাটকটা দেখার জন্য। জনপ্রিয় এই নাটকের চরিত্রে অভিনয় করা চঞ্চল চৌধুরীর গ্রাম্য ডাক্তার হিসেবে বেশ সাড়া পড়ে যায়।

অন্যদিকে মোশারফ করিমের সব নাটকেই তার আভিনয় দুর্দান্ত। তবে এই নাটকে তার ব্যাপারটাই একটু অন্যরকম ছিল।

১০২ পর্বের এই নাটকটি  ২০০৯ সালে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে প্রচার করা হয়। বর্তমানে বাংলাদেশের সেরা ধারাবাহিক নাটকের তালিকায় একেবারে শীর্ষ অবস্থান করছে।

বৃন্দাবন দাসের নাটক মানেই গ্রামীণ চিরচেনা সেই মন মাতানো গল্প। ‘সাকিন সারিসুরি’ নাটকটিও এর ব্যতিক্রম নয়। সালাউদ্দিন লাভলু চরিত্রগুলোকে অত্যন্ত সুনিপুণভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন আর অভিনেতা অভিনেত্রীরাও তাদের প্রাণবন্ত অভিনয় দিয়ে দর্শকদেরকে এই নাটকটি উপহার দিয়েছেন।

নাটকটিতে প্রধান প্রধান চরিত্রে অভিনয় করেছে  চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, মোশারফ করিম, মাসুম আজিজ, আজিজুল হাকিম, নাজমুল হুদা বাচ্চু, এস এম মহসীন, গোলাম ফরিদা ছন্দা, রওনক হাসান, মুনতাসির মামুন সাজু, শিরীন আলম, শানরাই দেবী শানু, অলিনা আখতার শিখা, শিলভি, সীমানা, মিঠী, আনিসুল হক বরুন, কান্তা, মামুনুর রশীদ প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

ভারতের স্পিনে অজিদের বিপর্যয়, সিরিজে ২-১ লিডে টিম ইন্ডিয়া

এক সময়ের সেরা ধারাবাহিক ‘সাকিন সারিসুরি’

০৪:২২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

রেজাই রাব্বী

বাংলা টেলিভিশন নাটকের ইতিহাসে সর্বকালের সেরা ধারাবাহিক যার গল্প এবং অভিনেতা অভিনেত্রীদের দুর্দান্ত অভিনয় দর্শকদের হৃদয় কেড়ে নিয়েছে । সেই নাটকটি হচ্ছে বৃন্দাবন দাসের রচনা সালাউদ্দিন লাভলু’র পরিচালনা ‘সাকিন সারিসুরি’ নাটক। এক সময়ের তুমুল জনপ্রিয় মেগা ধারাবাহিক নাটক ‘সাকিন সারিসুরি’।

গ্রামীণ সাদাসিধে মানুষদের অসাম্প্রদায়িকতার চিত্রটি অত্যন্ত নিপুণভাবে তুলে ধরা হয়েছে নাটকটিতে। ধারাবাহিকটির গল্পে ‘সারিসুরি’ নামক গ্রামে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস কিন্তু তাদের মধ্যে বিদ্যমান রয়েছে এক অসাধারণ সম্প্রীতি । কারো ধর্মীয় অনুষ্ঠানে ভিন্ন ধর্মের প্রতিবেশীরাও নেচে গেয়ে অংশ নিয়ে থাকে । কিন্তু, স্থানীয় ‘গডফাদার’ মণ্ডলের মেয়ে চোরের প্রেমে পড়লে গ্রামটি একটি দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়।

অত্যন্ত মজার ব্যাপার হল এই গ্রামের সবার পেশা হলো চুরি করা। চোর গ্রাম হিসেবে পরিচিতি গ্রামটির গরিব  এই চোর মানুষদের চুরি করা পণ্য খুব অল্প দামে কিনে নেয় বিসা খালি গ্রামের মন্ডল। সমাজের এক শ্রেণীর শোষক প্রকৃতির লোকদের অত্যাচার মন্ডল সাহেবের চরিত্রে ফুটিয়ে তোলা হয়েছে।

ধারাবাহিকের একটি কমেডি চরিত্র জাপান ডাক্তার এক আলাদা সৌন্দর্য যোগ করেছে। তার বিভিন্ন রসাত্মক আলাপচারিতা দর্শকদের হাসিয়েছে এবং তার ভালোবাসার মানুষ শেফালীকে নিজের করে না পাওয়ার দর্শকদের কাঁদিয়েছে ।

‘সাকিন সারিসুরি’র বিভিন্ন চরিত্রের নাম গুলো অসাধারণ। দর্শকরা এই নামগুলোকে পুরো নাটক জুড়েই অনেক আপন করে নিয়েছে। জাপান ডাক্তার, রুইতন, শেফালী, কাকলি, কস্তুরী, মান্নান, বাসন্তী বৌদি, রন্জু, গুরুদাস গোলাম, জংশন কাকা, সাধন খুরা, মগা সরদার সবগুলো নামই একটা ভালোবাসা।

নাটকটি দেখতে শুরু করলে যে কেউই এর গল্পের মধ্যে হারিয়ে যেতে বাধ্য হবে। কারণ বাংলাদেশের ইতিহাসে এমন কম ধারাবাহিক নাটক মানুষ উপভোগ করেছে। নাটকটিতে মন্ডল সাহেবের চাকর হিসেবে অসাধারণ অভিনয় করেছেন আনিসুল হক বরুন। মান্নান চরিত্রে দর্শকরা তাকে একটু বেশি আপন করে নেয়।

‘সাকিন সারিসুরি’তে রহস্য সৃষ্টি করেছে মান্নান।  শিল্পী জহুরুল ভাই আসার একটা চান্স আছে বারবার এই কথা বলা মান্নান ভাই একটু চেয়েছিলেন কস্তুরীর আরো কাছে যেতে কিন্তু শিল্পী জহুরুল ভাইয়ের দেখা দর্শকরা কোনদিনই পাইনি।

নাটকের উল্লেখ্য একটা অংশ খুবই মজার এবং হাস্যকর ছিল। রুইতন এর চোখে মলম ঘষে দেওয়ার কারণে তার চোখের সমস্যা দেখা যায় এবং তার চিকিৎসা করতে আসে গ্রামের একমাত্র হাতুড়ি ডাক্তার যার নাম জাপান ডাক্তার। কিন্তু রুইতনের সমস্যা চোখে হওয়ার ফলেও, ডাক্তার তার শরীরের বিভিন্ন জায়গায় থ্যাটাস্কোপ ঠেকায়।

তারপরে আবার রুইতন এবং কাকলির কথোপকথন যেটা আপনাকে পুরো সময় ধরে আকর্ষিত করে রাখবে নাটকটা দেখার জন্য। জনপ্রিয় এই নাটকের চরিত্রে অভিনয় করা চঞ্চল চৌধুরীর গ্রাম্য ডাক্তার হিসেবে বেশ সাড়া পড়ে যায়।

অন্যদিকে মোশারফ করিমের সব নাটকেই তার আভিনয় দুর্দান্ত। তবে এই নাটকে তার ব্যাপারটাই একটু অন্যরকম ছিল।

১০২ পর্বের এই নাটকটি  ২০০৯ সালে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে প্রচার করা হয়। বর্তমানে বাংলাদেশের সেরা ধারাবাহিক নাটকের তালিকায় একেবারে শীর্ষ অবস্থান করছে।

বৃন্দাবন দাসের নাটক মানেই গ্রামীণ চিরচেনা সেই মন মাতানো গল্প। ‘সাকিন সারিসুরি’ নাটকটিও এর ব্যতিক্রম নয়। সালাউদ্দিন লাভলু চরিত্রগুলোকে অত্যন্ত সুনিপুণভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন আর অভিনেতা অভিনেত্রীরাও তাদের প্রাণবন্ত অভিনয় দিয়ে দর্শকদেরকে এই নাটকটি উপহার দিয়েছেন।

নাটকটিতে প্রধান প্রধান চরিত্রে অভিনয় করেছে  চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, মোশারফ করিম, মাসুম আজিজ, আজিজুল হাকিম, নাজমুল হুদা বাচ্চু, এস এম মহসীন, গোলাম ফরিদা ছন্দা, রওনক হাসান, মুনতাসির মামুন সাজু, শিরীন আলম, শানরাই দেবী শানু, অলিনা আখতার শিখা, শিলভি, সীমানা, মিঠী, আনিসুল হক বরুন, কান্তা, মামুনুর রশীদ প্রমুখ।