০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

অপেক্ষার প্রহর শেষে প্রকাশ্যে ‘ব্যাচেলর পয়েন্ট-৫’র ফার্স্ট লুক

  • Sarakhon Report
  • ০৩:২৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • 113

রেজাই রাব্বী

“ভাই সিজন ৫ কবে আসবে”, “সিজন ৫ কি আর দিবেন না”, “সিজন ৫ চাই”, “আর কত অপেক্ষা করাবেন” এমন হাজারো মন্তব্য ভেসে ওঠে একটা নাটক ঘিরে। বলছিলাম তরুণ প্রজন্মের দেশীয় বিনোদন হিসেবে তুমুল জনপ্রিয় কাজল আরেফিন অমির নির্মিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের কথা।

হাজারো তরুণের কল্পিত হৃদয় স্পর্শ করতে পারে একটি নাটক তা নির্মাতা কাজল আরেফিন অমির ফেসবুক পোস্টের মন্তব্যে দর্শকের প্রতিক্রিয়া দেখলেই বুঝা যায়। ১৩ মে নির্মাতা অমি ফেসবুক পোস্টের মাধ্যমে জানান দেন “আগামীকাল বিকেল ৫ টায় আসছে “Bachelor Point”- Season 5 এর ফার্স্ট লুক”। এতেও দেখা মেলে দর্শকের নানা মন্তব্য।


এরই ধারাবাহিকতায় দীর্ঘ আড়াই বছর পর পূর্ব ঘোষণা মতে, ১৪ মে অর্থাৎ বুধবার। বিকেল ৫ টায় নির্মাতা কাজল আরেফিন অমি তার অফিসিয়াল ফেসবুক পেজে-নতুন সিজন ব্যাচেলর পয়েন্ট-৫ এর ফার্স্ট লুক উম্মোচন করেছেন।

ফার্স্ট লুকে দেখা যাচ্ছে, ব্যাচেলর পয়েন্টের প্রধান চরিত্র কাবিলা, পাশা, হাবু ও শিমুলের হাস্যজ্জ্বল মুখ। একটি রুম, যেখানে সোফায় বসা- কাবিলা ও শিমুল। তাদের একজনার হাতে বাস্কেট বল ও অপরজনার হাতে ফুটবল আছে। সোফার মধ্যে বাটিতে পপ-কর্ণ ও টর্চ লাইটও রয়েছে।

ফার্স্ট লুকে আরও দেখা যাচ্ছে, সোফার পিছনে হাবু ও পাশা দাঁড়িয়ে। হাবু রাঁধুনির বেশে ও পাশার হাতে একটি গলফ স্টিক। লক্ষ্য করার বিষয় হচ্ছে, পিছনে একটি ডামি ডল সুপার ম্যান অবতারে আছে মুখে জোকারের মাস্ক পরিহিত অবস্থায়। মেঝেতে পিৎজা, মদের বোতল, জুতা, গ্লাস, লুডুর ডাইস, ক্রিকেট বল, গলফ বল সবকিছু ছড়িয়ে-ছিটিয়ে রাখা। ফার্স্ট লুকে উপরে ইংরেজিতে ব্যাচেলর পয়েন্ট-৫ ও নিচে কাজল আরেফিন অমি এন্টারটেইনমেন্ট লোডিং লেখা দেখাচ্ছে।


উল্লেখ্য ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের শুভ, কাবিলা, পাশা, হাবু, রিয়া, নাবিলা, সিরিন, শিমুল, বোরহান, জাকির, অন্তরা চরিত্রগুলো দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়। এসব চরিত্রে অভিনয় করছেন মিশু সাব্বির,  জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, পাভেল, শিমুল, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পারসা ইভানা, আশুতোষ সুজন প্রমুখ।

অপেক্ষার প্রহর শেষে প্রকাশ্যে ‘ব্যাচেলর পয়েন্ট-৫’র ফার্স্ট লুক

০৩:২৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

রেজাই রাব্বী

“ভাই সিজন ৫ কবে আসবে”, “সিজন ৫ কি আর দিবেন না”, “সিজন ৫ চাই”, “আর কত অপেক্ষা করাবেন” এমন হাজারো মন্তব্য ভেসে ওঠে একটা নাটক ঘিরে। বলছিলাম তরুণ প্রজন্মের দেশীয় বিনোদন হিসেবে তুমুল জনপ্রিয় কাজল আরেফিন অমির নির্মিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের কথা।

হাজারো তরুণের কল্পিত হৃদয় স্পর্শ করতে পারে একটি নাটক তা নির্মাতা কাজল আরেফিন অমির ফেসবুক পোস্টের মন্তব্যে দর্শকের প্রতিক্রিয়া দেখলেই বুঝা যায়। ১৩ মে নির্মাতা অমি ফেসবুক পোস্টের মাধ্যমে জানান দেন “আগামীকাল বিকেল ৫ টায় আসছে “Bachelor Point”- Season 5 এর ফার্স্ট লুক”। এতেও দেখা মেলে দর্শকের নানা মন্তব্য।


এরই ধারাবাহিকতায় দীর্ঘ আড়াই বছর পর পূর্ব ঘোষণা মতে, ১৪ মে অর্থাৎ বুধবার। বিকেল ৫ টায় নির্মাতা কাজল আরেফিন অমি তার অফিসিয়াল ফেসবুক পেজে-নতুন সিজন ব্যাচেলর পয়েন্ট-৫ এর ফার্স্ট লুক উম্মোচন করেছেন।

ফার্স্ট লুকে দেখা যাচ্ছে, ব্যাচেলর পয়েন্টের প্রধান চরিত্র কাবিলা, পাশা, হাবু ও শিমুলের হাস্যজ্জ্বল মুখ। একটি রুম, যেখানে সোফায় বসা- কাবিলা ও শিমুল। তাদের একজনার হাতে বাস্কেট বল ও অপরজনার হাতে ফুটবল আছে। সোফার মধ্যে বাটিতে পপ-কর্ণ ও টর্চ লাইটও রয়েছে।

ফার্স্ট লুকে আরও দেখা যাচ্ছে, সোফার পিছনে হাবু ও পাশা দাঁড়িয়ে। হাবু রাঁধুনির বেশে ও পাশার হাতে একটি গলফ স্টিক। লক্ষ্য করার বিষয় হচ্ছে, পিছনে একটি ডামি ডল সুপার ম্যান অবতারে আছে মুখে জোকারের মাস্ক পরিহিত অবস্থায়। মেঝেতে পিৎজা, মদের বোতল, জুতা, গ্লাস, লুডুর ডাইস, ক্রিকেট বল, গলফ বল সবকিছু ছড়িয়ে-ছিটিয়ে রাখা। ফার্স্ট লুকে উপরে ইংরেজিতে ব্যাচেলর পয়েন্ট-৫ ও নিচে কাজল আরেফিন অমি এন্টারটেইনমেন্ট লোডিং লেখা দেখাচ্ছে।


উল্লেখ্য ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের শুভ, কাবিলা, পাশা, হাবু, রিয়া, নাবিলা, সিরিন, শিমুল, বোরহান, জাকির, অন্তরা চরিত্রগুলো দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়। এসব চরিত্রে অভিনয় করছেন মিশু সাব্বির,  জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, পাভেল, শিমুল, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পারসা ইভানা, আশুতোষ সুজন প্রমুখ।