আসাদ মান্নান
তোমাকে আমার চাই হে আমার না-লেখা কবিতা!
তোমার অপেক্ষা করে বসে আছে ঘড়ির কাঁটায়
বরফের মতো ঠান্ডা একটা বিশাল স্থবিরতা;
ওটাকে সরাতে গিয়ে বার বার ব্যর্থতার জামা
পরেছি নিজের গায়ে ; অনিদ্রার অসহ্য প্রকট
কতটা সুতীব্র হলে একে আজ রোগ বলা যায়!
প্রথম প্রেমের জন্য অন্তহীন নিঃসঙ্গ প্রহর
গোপনে কাটাতে গিয়ে যন্ত্রণায় কুঁকড়ে গেছি কত!
একটি কবিতা লেখা ঠিক যেন ঝড়ে ও ঝঞ্ঝায়
সমুদ্রের তীরে বসে রাশি রাশি ঢেউ গুনতে গুনতে
একটা শিশুর কাছে মাছ শিকারের গল্প বলা।
অনেক হয়েছে এই অর্থময় অপেক্ষা যাপন;
কী করে বড়শীতে টোপ দিয়ে মাছ ধরতে হয়
সে আমার জানা আছে অতি দূর শৈশব থেকেই;
অন্তরঙ্গ সম্পর্কের এ মধুর পালা শুরু হলো
অনিবার্য অপেক্ষার অবসানে; হাওয়ার ভেতর
শব্দের গাড়িতে চড়ে উড়ে আসে কুমারী কুসুম।
উলঙ্গ পরীর মতো নীল ডানা নাচাতে নাচাতে
কোথায় পালাবে তুমি হে আমার অদৃশ্য দয়িতা !
পুকুর – হাওর-বিলে নদী কিংবা আকাশ-সমুদ্রে?
তোমাকে মাছের মতো বড়শী দিয়ে গেঁথে তুলবো আমি!
বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি আসাদ মান্নান
Leave a Reply