সারাক্ষণ ডেস্ক
পাঞ্জাবের হোম মিনিস্ট্রি আদিলা জেলের অভ্যন্তরে পাকিস্তান তেহরিকে ইনসাফ ( পিটি্আই) এর নেতা ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করার ওপর নিষেজ্ঞা জারি করেছে।
এবং জেলের ভেতর ও বাইরে প্রহরা জোরদার করেছে।
বলা যেতে পারে ইমরান খানকে এক ধরনের বিচ্ছিন্ন অবস্থায় বা অলিখিত কনডেম সেলে’র পরিবেশে রাখা হয়েছে।
এ অবস্থায় তার দলের শীর্ষ নেতারা মনে করছেন, মূলত এটা তাকে হত্যা করার একটি ষড়যন্ত্র।
কারণ নির্বাচন ও নির্বাচন পরবর্তী যাবতীয় ঘটনার মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়েছে যে, ইমরান খানই এ মুহূর্তে পাকিস্তানের সব থেকে জনপ্রিয় নেতা।
এবং তার প্রতি রয়েছে তরুণ প্রজম্মের অকুণ্ঠ সমর্থন।
তাই কোনভাবে তিনি বা তার বার্তা বাইরে এলে সেটা ক্ষমতাসীন ও এস্টাবলিশমেন্টের জন্যে ভয়াবহ।
Leave a Reply