২৯. সে নাচতে নাচতে গাইল, “আমি থাকবো হয়ে দেবী বা আসব ফিরে মর্ত্যে না বন্দী হয়ে রইবো নিষ্প্রাণ প্রাসাদে?” তার সুস্পষ্ট ও মিষ্ট গলায় গান চমৎকার শোনাল।
৩০. গান শেষ করে পরী আবার বড় পাক খেয়ে খেয়ে নাচতে লাগল এবং হঠাৎ সে টেবিলের দিকে উড়ে গেল।
৩১. মদ্যপানরত সকলেই অবাক হয়ে ভাবলেন: ছাং-এ’ কেন টেবিলের দিকে উড়ে যাচ্ছে? তারা যখন ছাং -এ’ কে বাধা দিতে যাবে ঠিক সে মুহূর্তে ছাং-এ’ ধপাস করে টেবিলের ওপর পড়ে গেল এবং সঙ্গে সঙ্গে কাঠিতে পরিণত হল।
৩২. মহাপুরুষ ও অতিথি দু’জন হা হা করে হেসে উঠলেন, শিষ্যরা আশ্চর্য বোধ করল। আর ওয়াং ছি বড় বড় চোখ করে থ’হয়ে দাঁড়িয়ে রইল।
Leave a Reply