শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪১ পূর্বাহ্ন

আজ সুমনা-অরুনা’র জন্মদিন

  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ১২.৩৫ পিএম
সারাক্ষণ প্রতিবেদক
আজ বাংলাদেশের জিঙ্গেল কুইন সুমনা হক ও নন্দিত নায়িকা অরুণা বিশ্বাসের জন্মদিন। জিঙ্গেলে (বিজ্ঞাপনে ব্যবহৃত গান) সুমনা হকের যাত্রা শুরু হয় ফোয়াদ নাসের বাবুর হাত ধরে ‘পেপস জেল’র বিজ্ঞাপনের ভয়েজ দিয়ে। আর চলচ্চিত্রে অরুনা বিশ্বাসের অভিষেক হয় প্রয়াত নায়ক রাজ রাজ্জাকের হাত ধরে ‘চাপা ডাঙ্গার বউ’ সিনেমাতে অভিনয়ের মধ্যদিয়ে। সুমনা হককে হয়তো এই প্রজন্মের অনেকেই চিনেন না জানেন না।
তিনি একজন সঙ্গীতশিল্পীও বটে। তার কন্ঠে প্রকাশিত আলোচিত গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘মাঝে কিছু বছর গেলো’,‘ মায়াবী এই রাতে’সহ আরো বেশকিছু গান। রবীন্দ্র সঙ্গীতেরও একটি অ্যালবাম করেছিলেন তিনি।
তারকন্ঠে জনপ্রিয় জিঙ্গেলগুলো হচ্ছে ম্যানেলা মানের টলমল শিশিরের লাবণ্য, রানী রানী রানী রানী কোন রানী বৌরাণী প্রিন্ট শাড়ি বৌরাণী, অন্ধকারে পথ দেখাকে অলিম্পিক অলিম্পিক অলিম্পিক ব্যাটারী, প্রিয় প্রিয় প্রিয়-প্রিয় প্রিয় প্রিয়-সুন্দরী প্রিন্ট শাড়ি সুন্দরী কিংবা ওলে ওলে পাপ্পা -সোনা জাদু মনিরে-ইত্যাদি।
অরুণা বিশ্বাস ‘চাপা ডাঙ্গার বউ’ সিনেমাতে অভিনয়ের পরই তার অভিনয় দিয়ে দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেন। এরপর আরো বহু দর্শকপ্রিয় সিনেমাতে তিনি অভিনয় করেছেন। তবে কোনো সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি বিধায় তার মনে একটা কষ্ট রয়েই গেলো।
এরইমধ্যে ‘র্শিল্পকলা পদক’-এ ভূষিত হওয়ার ঘোষনাও এলো অরুণার। কিন্তু মহামান্য রাষ্ট্রপতির সিডিউল মিলছেনা বিধায় রাষ্ট্রপতির হাত থেকে এই সম্মাননাও পাওয়া হচ্ছেনা। তবে অরুণা তার শিল্পী জীবন নিয়ে ভীষণ খুশী। কারণ তিনি এই দেশের দর্শকের ভালোবাসা শুরু থেকে এখন পর্যন্ত পেয়ে আসছেন।
এখনো দর্শকের কাছ থেকে যে সম্মান, যে ভালোবাসা পান, তা তার কাছে অবিশ্বাস্য। অরুনা বিশ্বাস সরকারী অনুদানে তার নিজস্ব প্রযোজনায় পরিচালনা করেছেন ‘অসম্ভব’ নামের একটি সিনেমা। তিনি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের একজন সম্মানীত সদস্যও বটে।
আজীবন অভিনয়টাই করে যেতে চান এই মহান শিল্পী। জন্মদিন প্রসঙ্গে অরুণা বিশ্বাস বলেন ,‘ কিছুদিন আগে আমার মায়ের একটা অপারেশন হলো কানাডাতে, মনটা এ কারণে ভালো নেই। তাই মায়ের কাছে যাবার জন্য মনটা অস্থির হয়ে আছে। তবে জন্মদিনে সবার কাছে দোয়া চাই ঈশ^র যেন সুস্থ রাখেন ভালো রাখেন।
মানুষের জীবনে মরণ পর্যন্ত হয়তো অপ্রাপ্তি থেকেই যায়, কিন্তু আমার আফসোস নেই, এক জীবনে যা পেয়েছি তার জন্য ঈশ^রের প্রতি অনেক কৃতজ্ঞতা। বাকীটা জীবন সুন্দরভাবে কাটিয়ে যেতে পারলেই শান্তি। জন্মদিনে সবার কাছে দোয়া চাই, ভালোবাসা চাই।’
বর্তমান সময়ের গান এবং জন্মদিন প্রসঙ্গে সুমনা হক বলেন,‘ আসলে এখন যারা গান গায় তারা সত্যিই খুব ভালো গান করেন। যুগের চাহিদাকে আমি অস্বীকার করছিনা, কিন্তু মাঝে মাঝে অনেক মেলোডি গানকে যন্ত্র ব্যবহার করে নষ্ট করে দেয়া হয়। এটা ঠিক না।
এমন অনেক শিল্পী আছেন যাদের কন্ঠ সত্যিই অনেক ভালো। তাদের এই বিষয়গুলো এড়িয়ে যাওয়া উচিৎ। আর জন্মদিনে সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন সুস্থ রাখেন ভালো রাখেন। বাকীটা জীবন নীরবে নিভৃতে কাটিয়ে দিতে চাই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024