০৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
ভারতে স্টিল পাইপ নির্মাতায় হানা—বিড রিগিং তদন্তে তল্লাশি” পান্থকুঞ্জ ও হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেননি চেম্বার আদালত জাতিসংঘের উদ্ভাবন সূচকে শীর্ষ-১০—জার্মানিকে সরিয়ে চীন ইইউর ১৯তম রাশিয়া নিষেধাজ্ঞা প্যাকেজ স্থগিত—পরিধি নিয়ে মতভেদ অ্যামাজনের হার্ডওয়্যার ইভেন্ট ৩০ সেপ্টেম্বর—ইকো, ফায়ার টিভি, কিন্ডলে চমক টিকটক সমাধানে ‘ফ্রেমওয়ার্ক’—যুক্তরাষ্ট্রে চালু রাখতে অরাকলসহ কনসোর্টিয়াম স্কারবরো শোলে ফিলিপাইনি জাহাজে চীনের ওয়াটার ক্যানন রুশ হামলায় জাপোরিঝিয়ায় একজন নিহত, বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত ফেড সুদ কমাতে পারে—এশিয়া শেয়ারে নতুন উত্থান চীনের বৈশ্বিক বন্দর প্রভাব কমাতে যুক্তরাষ্ট্রের বড়সড় সামুদ্রিক উদ্যোগ

রুনা লায়লা’র অনুষ্ঠানে গান গেয়ে প্রশংসিত লুইপা

  • Sarakhon Report
  • ০৩:২৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
  • 19

সারাক্ষণ প্রতিবেদক

উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী, সুরকার রুনা লায়লার সঙ্গীত জীবনের ষাট বছর পুর্তিতে চ্যানেল আইয়ের উদ্যোগে ও অনন্যা রুমার প্রযোজনায় গত ২৪ জুন দুপুরে ‘তারকা কথন’ অনুষ্ঠান বিশেষভাবে সাজানো হয়। অনুষ্ঠানে রুনা লায়লা’কে ফুল দিয়ে বরণ করার পর অনুষ্ঠানের উপস্থাপিকা দীপ্তির উপস্থাপনায় অনুষ্ঠানের প্রচার শুরু হয়।
অনুষ্ঠানে রুনা লায়লার স্বামী দেশের প্রখ্যাত অভিনেতা, প্রযোজক, পরিচালক আলমগীরও উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, পরিচালক মতিন রহমান, সঙ্গীত পরিচালক ফোয়াদ নাসের বাবু, মানাম আহমেদ, রিপন খান, শওকত আলী ইমন, গীতিকার মনিরুজ্জামান মনির,  পরিচালক মুশফিকুর রহমান গুলজার, নায়ক ওমর সানী, নায়িকা অরুনা বিশ্বাস , গায়িকা আঁখি আলমগীর’সহ আরো অনেকে। অনুষ্ঠানে আগত সবাই রুনা লায়লাকে নিয়ে তাদের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে একে একে রুনা লায়লার গাওয়া সঙ্গীত পরিবেশন করেন অনন্যা আচার্য্য, অনুপমা মুক্তি, খুরশীদ আলম-পুষ্পিতা, ইমরান-ঝিলিক, কোনাল, তরিক মৃধা’সহ আরো বেশ কয়েকজন।
তবে অনুষ্ঠানে একমাত্র রুনা লায়লার সুর করা গান গেয়ে শোনান এই প্রজন্মের ম্রোতা সমাদৃত মিষ্টি কন্ঠের শিল্পী জিনিয়া জাফরিন লুইপা। অনুষ্ঠানের শেষ গান হিসেবেই লুইপা’র কন্ঠে রুনা লায়লার সুর করা ও গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘এই দেখা শেষ দেখা’ গানটি পরিবেশন করেন। লুইপা’র কন্ঠের এই গান উপস্থিত সকলকে ভীষণ মুগ্ধ করে। রুনা লায়লাও ভীষণ মনোযোগ দিয়ে তারই সুর করা গান লুইপা’র কন্ঠে উপভোগ করছিলেন। লুইপার পরিবেশনা শেষে সবাই তার গায়কীর ভূয়সী প্রশংসা করেন।
নায়ক ওমর সানী বলেন,‘ লুইপার গান এর আগেও আমি শুনেছি। খুউব ভালো গায়। আজকেও মন ভরিয়ে দিলো।’ অনুষ্ঠানের এই প্রজন্মের অন্যান্য শিল্পীদের মধ্যে ইউসুফ, ইমরান, ঝিলিক, তরিক’সহ আরো অনেকেই লুইপা’র গানের ভূঁয়সী প্রশংসা করেন।
লুইপা বলেন, ‘আমার জীবনের বড় প্রাপ্তি আমি শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামের সুর করা গান গাইতে পেরেছি। তিনি আমাকে স্নেহ করেন, ভালোবাসেন-এটাই এক জীবনের অনেক বড় প্রাপ্তি। তার সঙ্গীত জীবনের ষাট বছর পুর্তি অনুষ্ঠানে তারই সামনে গাইতে গিয়ে ভীষণ ভয় লাগছিলো। যে কারণে আমি চোখ বন্ধ করে গান গেয়েছি। কেমন গেয়েছি জানিনা, তবে চেষ্টা করেছি পুরো আবেগ দিয়ে সুরে গাইতে। ধন্যবাদ চ্যানেল আই পরিবারকে, ধন্যবাদ অনন্যা রুমা আপুকেও। আমি, আমরা সবাই গর্বিত আমাদের একজন রুনা লায়লা (ম্যাডাম) আছেন। তিনি আমাদের মাথার উপর আশীর্বাদ হয়ে আছেন। আল্লাহ তাকে সুস্থ রাখুন ভালো রাখুন।’

ভারতে স্টিল পাইপ নির্মাতায় হানা—বিড রিগিং তদন্তে তল্লাশি”

রুনা লায়লা’র অনুষ্ঠানে গান গেয়ে প্রশংসিত লুইপা

০৩:২৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

সারাক্ষণ প্রতিবেদক

উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী, সুরকার রুনা লায়লার সঙ্গীত জীবনের ষাট বছর পুর্তিতে চ্যানেল আইয়ের উদ্যোগে ও অনন্যা রুমার প্রযোজনায় গত ২৪ জুন দুপুরে ‘তারকা কথন’ অনুষ্ঠান বিশেষভাবে সাজানো হয়। অনুষ্ঠানে রুনা লায়লা’কে ফুল দিয়ে বরণ করার পর অনুষ্ঠানের উপস্থাপিকা দীপ্তির উপস্থাপনায় অনুষ্ঠানের প্রচার শুরু হয়।
অনুষ্ঠানে রুনা লায়লার স্বামী দেশের প্রখ্যাত অভিনেতা, প্রযোজক, পরিচালক আলমগীরও উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, পরিচালক মতিন রহমান, সঙ্গীত পরিচালক ফোয়াদ নাসের বাবু, মানাম আহমেদ, রিপন খান, শওকত আলী ইমন, গীতিকার মনিরুজ্জামান মনির,  পরিচালক মুশফিকুর রহমান গুলজার, নায়ক ওমর সানী, নায়িকা অরুনা বিশ্বাস , গায়িকা আঁখি আলমগীর’সহ আরো অনেকে। অনুষ্ঠানে আগত সবাই রুনা লায়লাকে নিয়ে তাদের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে একে একে রুনা লায়লার গাওয়া সঙ্গীত পরিবেশন করেন অনন্যা আচার্য্য, অনুপমা মুক্তি, খুরশীদ আলম-পুষ্পিতা, ইমরান-ঝিলিক, কোনাল, তরিক মৃধা’সহ আরো বেশ কয়েকজন।
তবে অনুষ্ঠানে একমাত্র রুনা লায়লার সুর করা গান গেয়ে শোনান এই প্রজন্মের ম্রোতা সমাদৃত মিষ্টি কন্ঠের শিল্পী জিনিয়া জাফরিন লুইপা। অনুষ্ঠানের শেষ গান হিসেবেই লুইপা’র কন্ঠে রুনা লায়লার সুর করা ও গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘এই দেখা শেষ দেখা’ গানটি পরিবেশন করেন। লুইপা’র কন্ঠের এই গান উপস্থিত সকলকে ভীষণ মুগ্ধ করে। রুনা লায়লাও ভীষণ মনোযোগ দিয়ে তারই সুর করা গান লুইপা’র কন্ঠে উপভোগ করছিলেন। লুইপার পরিবেশনা শেষে সবাই তার গায়কীর ভূয়সী প্রশংসা করেন।
নায়ক ওমর সানী বলেন,‘ লুইপার গান এর আগেও আমি শুনেছি। খুউব ভালো গায়। আজকেও মন ভরিয়ে দিলো।’ অনুষ্ঠানের এই প্রজন্মের অন্যান্য শিল্পীদের মধ্যে ইউসুফ, ইমরান, ঝিলিক, তরিক’সহ আরো অনেকেই লুইপা’র গানের ভূঁয়সী প্রশংসা করেন।
লুইপা বলেন, ‘আমার জীবনের বড় প্রাপ্তি আমি শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামের সুর করা গান গাইতে পেরেছি। তিনি আমাকে স্নেহ করেন, ভালোবাসেন-এটাই এক জীবনের অনেক বড় প্রাপ্তি। তার সঙ্গীত জীবনের ষাট বছর পুর্তি অনুষ্ঠানে তারই সামনে গাইতে গিয়ে ভীষণ ভয় লাগছিলো। যে কারণে আমি চোখ বন্ধ করে গান গেয়েছি। কেমন গেয়েছি জানিনা, তবে চেষ্টা করেছি পুরো আবেগ দিয়ে সুরে গাইতে। ধন্যবাদ চ্যানেল আই পরিবারকে, ধন্যবাদ অনন্যা রুমা আপুকেও। আমি, আমরা সবাই গর্বিত আমাদের একজন রুনা লায়লা (ম্যাডাম) আছেন। তিনি আমাদের মাথার উপর আশীর্বাদ হয়ে আছেন। আল্লাহ তাকে সুস্থ রাখুন ভালো রাখুন।’