শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন

ব্লাকপিংকের জেনির ভেপ নেয়ার ভিডিও ভাইরাল নেট দুনিয়ায় প্রতিক্রিয়া

  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ৩.৩৬ পিএম

সারাক্ষণ ডেস্ক

কে-পপ স্টার জেনি’র ভেপ নেয়ার ফুটেজ প্রকাশ পাওয়ার পর সাউথ কোরিয়াব্যাপি জনতা নেতিবাচক মন্তব্যে ফেটে পড়ে। অবশেষে তিনি ক্ষমা চেয়েছেন।

তার স্টাফদের সামনেই ভেপ নিচ্ছিলেন কিম । ভিডিও থেকে নেয়া ছবি

জেনি কিম, কে-পপ সুপারগ্রুপ ব্লাকপিংকের একজন শিল্পি। ঘরের ভিতরে বসে ভেপ নেয়ার একটি ভিডিও ফুটেজ প্রকাশ পায় এবং কোরিয়া জুড়ে এর মারাত্মক প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে। অবশেষে তিনি ক্ষমাও চেয়েছেন।

সিএনএন এর সাথে যুক্ত JTBC news এর মতে, ২৮ বছর বয়স্কা এই তারকা তার ব্যক্তিগত ইউটিউবে তার নিজস্ব ঘরে মেকআপ নিয়ে ভেপ নিচ্ছেন এমন একটি ভিডিও আপলোড করেছেন। ভিডিওতে তার ভেপ নেয়ার সময় একটি ক্লোজ শট দেখা যায় যেখানে তিনি ধোঁয়া ছাড়ছেন। যদিও ফুটেজটি কিমের চ্যানেল থেকে নামানো হয়েছে কিন্তু ভেপিং এর ক্লিপটি সারাদেশে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

জেনি কিম

তার কিছু ভক্তরা সোসাল মিডিয়ায় এ ব্যাপারটির তীব্র সমালোচনা করেছেন। বন্ধ ঘরে , যেখানে তার আশেপাশে আরো মানুষ ছিল সেখানে তার ভেপ নেয়াটাকে অনেকেইই নেতিবাচকভাবে দেখছেন।

অনেক সেলিব্রেটি আবার কিমের পক্ষে সাফাইও গেয়েছেন। তারা বলছেন, এটা ব্যক্তিগত ব্যাপার, সেখানে ভেপ হলেও সমস্যা কি।

‘অড এটলিয়ার’, একটি লেবেল যেটি কিম গত বছর প্রতিষ্ঠা করেছেন সেটি X এ একটা এপলজি পোস্ট করেছেন। তারা ক্ষমা চেয়ে লিখেছেন, “জেনি তার এধরনের কর্মকান্ডে ক্ষমা চেয়েছেন এবং তার স্টাফদের কষ্টের জন্যে তিনি গভীর ভাবে মর্মাহত।”

 

তিনি ব্যক্তিগত ভাবে আরেকটি সাইটে তার স্টাফদের কাছে ক্ষমা চেয়েছেন। অড এটেলিয়ার আরো বলেন, তারা  তার ফ্যানদের কাছেও ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে এধরনের ঘটনা না ঘটারও আশ্বাস দেন।

সব ‘কে পপ’ তারকারাই জনগনের দ্বারা ভীষণভাবে টার্গেটে থাকেন।

মার্চে, তারকা শিল্পি কারিনার সাথে অভিনেতা লি জাই উকের সম্পর্ক প্রকাশ পায়। এজন্যে, পরে তার ফ্যানদের কাছে তিনি ক্ষমা চেয়েছেন।

চোসান ইলবো নিউজপেপার জানায়, কিছু ক্ষ্যাপাটে সমর্থক একটি ইলেকট্রনিক বিলবোর্ড ট্রাকে করে তার এজেন্সির সামনে পাঠায় যেটি তাদের সম্পর্কের চিহ্ন প্রকাশ করে। “ তুমি কি তোমার ফ্যানদের  কাছ থেকে পর্যাপ্ত ভালোবাসা পাওনা” , এমনি একটি লেখা দিয়ে সেটিকে তারা ট্রাকে করে পাঠায়। এই যুগলের প্রতিনিধিদের বরাতে সাউথ কোরিয়ান নিউজ এজেন্সি ইয়নহাপ জানায় যে,  এর পাঁচ সপ্তাহ পরেই এই যুগল বিচ্ছিন্ন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024