০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
জাপানে সেলিব্রিটি ডিপফেক: প্রথম গ্রেপ্তার, নতুন নজির ফ্রেডি মর্কুরির অপ্রকাশিত গানের অগ্রণী খসড়া বইয়ে উন্মোচিত হবে সঙ্গীতজ্ঞের অসাধারণ মন বেন স্টিলারের নতুন ডকু: মা–বাবাকে নতুন করে দেখলেন এক সন্তানের চোখে গোল্ডেন”-এর বিশ্বব্যাপী সফলতার জন্য প্রাথমিক সংগ্রামকে কৃতিত্ব দিয়েছেন সিঙ্গার-সংগীতজ্ঞ EJAE পেট্রোলিয়াম ডেভেলপমেন্টে ওমানের ভূমিকা একটি নতুন দিগন্তে টেনিস মরসুমের দীর্ঘ ক্লান্তি ও শীর্ষ খেলোয়াড়দের অবসন্ন অবস্থা ২১০০ সালে বছরে ৫৭টি অতিরিক্ত ‘সুপারহট’ দিন—সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছোট দেশগুলো কর্মস্থলে হয়রানির শিকারদের মধ্যে ৩৫% নিরব থাকে, ভয়ে কোনো পদক্ষেপ নেয় না এআই সংগীতে বড় জোট: স্পটিফাই–সনি–ইউনিভার্সাল–ওয়ার্নারের নতুন পরীক্ষামূলক প্ল্যাটফর্ম আমেরিকার গণপরিবহনে ‘ভয়’-ই বড় বাধা—সমাধান পরিষ্কার: নিরাপত্তা, শৃঙ্খলা, পরিচ্ছন্নতা

এআই-চালিত  ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৬’  ফোন বাজারে আনলো স্যামসাং

  • Sarakhon Report
  • ০৩:৪১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
  • 67

সারাক্ষণ ডেস্ক

আপেল আইফোন আর চায়নার বাজারের সাথে চরম প্রতিযোগিতার মধ্য দিয়ে স্যামসাং ইলেকট্রনিকস এবার তার প্রথম ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে এলো বাজারে ।  এই ফোনটি  ‘এআই’ জেনারেটিভ যেটি স্যামসাং এর ব্যবসাকে এক নতুন উচ্চতায় নিয়ে আসবে বলে কোম্পানীটি জানিয়েছে।

প্যারিসে গ্যালাক্সি ‘জেড ফোল্ড ৬’ এর একটি লঞ্চিং অনুষ্ঠানে স্যামসাং মোবাইল ব্যাবসার প্রধান রো তাইমুন বলেন, আমাদের ফোল্ডেবল মোবাইল ফোন প্রত্যেত ব্যবহারকারীর সবচেয়ে চমৎকার সেবা নিশ্চিৎ করেছে , সাথে এর গ্যালাক্সি এ আই এর শক্তিতো আছেই। স্যামসাং এর আগে এরকম অভিজ্ঞতা কখনো দেইনি।

Samsung Galaxy Z Fold 6 and Z Flip 6 Elevate Galaxy AI to New Heights

তিনি আরো বলেন, “এ বছরেই গ্যালাক্সি এআই ২০০ মিলিয়ন গ্যালাক্সি ডিভাইসে সংযুক্ত হবে।”

ফোল্ডেবল স্মার্টফোনটিতে ২-৩ টি স্ক্রীন সংযুক্ত থাকবে যাতে অনেক গুলো এ্যাপস একসাথে চালানো যায়, যে সিস্টেমটি আগে কখনো ছিলনা। এই প্রযুক্তিতে আপডেটেড এআই থাকার ফলে এটা সাধারন ব্যবহার কারী সহ ব্যবহারে ব্যবসায়ীদের জন্যেও এটি সহজ সুযোগে এনে দেবে।

গ্যালাক্সি ‘জেড ফোল্ড ৬’ এ নোট এসিস্ট থাকবে যাতে করে এটি দ্রুত ভয়েস রেকর্ডিং লিখে দিতে পারে। কম্পোজারের জন্যে এটি দ্রুত ইমেল লেখা এবং সোসাল মিডিয়য়ি পোস্ট করাসহ ক্যালেন্ডা সন্নিবেশিত আছে।

এই ফোনটিতে ইন্দোনেশিয়ার ও থাই ভাষা সহ প্রায় ১৬টি ভাষার অনুবাদ সংযোজন করেছে । এবং ভবিষ্যতে এতে মোট ২০ টি ভাষার অনুবাদ সংযোজন করার পরিকল্পনা আছে। এই অনুবাদক ফিচার একজন আরেকজনের সাথে দোভাষীর কাজ করবে।

এই ‘এআই’ ফিচারগুলো গুগল জেমিনি জেনারেটিভ এআই মডেল এবং স্যামসাং এর মালিকানা সফটওয়্যার দ্বারা চালিত।

স্যামসাংই  প্রথম কোম্পানী যেটি ২০১৯ সালে ফোল্ডেবল স্মার্টফোন যেটি ফ্লেক্সিবল অর্গানিক লাইট-এমিটিং ডায়োড (OLED) প্যানেল সহ বাজারে আনে। সেই থেকে স্যামসাং প্রতিবছর নতুন মডেল বাজারে ছাড়ছে।

সবচেয়ে নতুন ষষ্ঠ জেনারেশনের মডেল দিয়ে স্যামসাং স্মার্টফোন জগতে তার ইমেজ বাড়াতে ইচ্ছুক। স্যামসাং পূনরায় স্মার্ট ফোনে  তার ক্রেতাদের নতুন একটি প্রযুক্তির জগতের সাথে পরিচয় করিয়ে দিতে চায়।

এই ধাক্কা আংশিকভাবে উদ্বেগেরও কারন এশিয়ায় বর্তমানে একটু নীচের দিকে অবস্থান করছে। হুবেই প্রযুক্তি ফোল্ডেবল স্মার্টফোনে স্যামসাংকে জানয়ারী-মার্চে ৩৫% গ্লোবাল শেয়ারে পিছনে ফেলেছিল। , হংকং ভিত্তিক প্রতিপক্ষ টেকনোলজি মার্কেট রিসার্সের মতে ,  চায়নাতে  নতুন ৫জি সম্বলিত মডেল প্রচুর বিক্রির ফলে সেটি সমস্যায় পড়েনি।

মটোরোলা, চায়নার লেনোভো গ্রুপের একটি একক যেটা ফোল্ডেবল স্মার্টফোনের ভিত্তি পেয়েছিল এবং সম্মানের সাথে ব্যবসা করেছে।

স্মার্টফোনের বাজারে ফোল্ডেবল মাত্র ১% দখল করে। এখনো, চলমান প্রতিযোগিতা একটি বিরাট হুমকি হয়ে আছে স্যামসাংএর স্ট্যাটাসের জন্যে। প্রচুর উৎপাদিত ফোল্ডেবল যেটিতে বাঁকা করা প্রয়োজনীয়তা আছে পাশাপাশি শক্তিশালী ডিসপ্লে আছে সেটা প্রযুক্তির শক্তিকেই প্রকাশ করে।

সর্বোপরি, স্যামসাং এখনো তার ধীরগতির বৃদ্ধির জন্যে গ্লোবাল মার্কেটে সমস্যার মুখোমুখি হচ্ছে।মুদ্রাস্ফীতি ও অন্যান্য কারনে অনেক পুরাতন ব্যবহারকারীরা নতুন ফোনের দিকে কম ঝুঁকছে।

অনেকেই বিশ্বাস করেন স্যামসাং এখনো গ্যালাক্সি ‘জেড ফোল্ড ৬’ এর ক্ষেত্রে ঠিক পথেই আছে।বিপরীতে মডেলটির এআই এর সামর্থ্যকে পজিটিভটি দেখছে এবং ভবিষ্যৎবানী করছে যে, স্যামসাং এর ফোল্ডেবল বিজনেস  ২০২৮ সাল পর্যন্ত প্রতিবছর গড়ে ১৮% বাড়বে।

২০২৩ সালে স্মার্টফোন স্যামসাং এর রাজস্ব ৪০% বাড়িয়েছিল। সর্বোপরি,স্যামসাং এর জন্যে এখন স্মার্টফোন ব্যবসা লাভজনক করাই একটা মুখ্য চ্যালেঞ্জ।

জনপ্রিয় সংবাদ

জাপানে সেলিব্রিটি ডিপফেক: প্রথম গ্রেপ্তার, নতুন নজির

এআই-চালিত  ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৬’  ফোন বাজারে আনলো স্যামসাং

০৩:৪১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪

সারাক্ষণ ডেস্ক

আপেল আইফোন আর চায়নার বাজারের সাথে চরম প্রতিযোগিতার মধ্য দিয়ে স্যামসাং ইলেকট্রনিকস এবার তার প্রথম ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে এলো বাজারে ।  এই ফোনটি  ‘এআই’ জেনারেটিভ যেটি স্যামসাং এর ব্যবসাকে এক নতুন উচ্চতায় নিয়ে আসবে বলে কোম্পানীটি জানিয়েছে।

প্যারিসে গ্যালাক্সি ‘জেড ফোল্ড ৬’ এর একটি লঞ্চিং অনুষ্ঠানে স্যামসাং মোবাইল ব্যাবসার প্রধান রো তাইমুন বলেন, আমাদের ফোল্ডেবল মোবাইল ফোন প্রত্যেত ব্যবহারকারীর সবচেয়ে চমৎকার সেবা নিশ্চিৎ করেছে , সাথে এর গ্যালাক্সি এ আই এর শক্তিতো আছেই। স্যামসাং এর আগে এরকম অভিজ্ঞতা কখনো দেইনি।

Samsung Galaxy Z Fold 6 and Z Flip 6 Elevate Galaxy AI to New Heights

তিনি আরো বলেন, “এ বছরেই গ্যালাক্সি এআই ২০০ মিলিয়ন গ্যালাক্সি ডিভাইসে সংযুক্ত হবে।”

ফোল্ডেবল স্মার্টফোনটিতে ২-৩ টি স্ক্রীন সংযুক্ত থাকবে যাতে অনেক গুলো এ্যাপস একসাথে চালানো যায়, যে সিস্টেমটি আগে কখনো ছিলনা। এই প্রযুক্তিতে আপডেটেড এআই থাকার ফলে এটা সাধারন ব্যবহার কারী সহ ব্যবহারে ব্যবসায়ীদের জন্যেও এটি সহজ সুযোগে এনে দেবে।

গ্যালাক্সি ‘জেড ফোল্ড ৬’ এ নোট এসিস্ট থাকবে যাতে করে এটি দ্রুত ভয়েস রেকর্ডিং লিখে দিতে পারে। কম্পোজারের জন্যে এটি দ্রুত ইমেল লেখা এবং সোসাল মিডিয়য়ি পোস্ট করাসহ ক্যালেন্ডা সন্নিবেশিত আছে।

এই ফোনটিতে ইন্দোনেশিয়ার ও থাই ভাষা সহ প্রায় ১৬টি ভাষার অনুবাদ সংযোজন করেছে । এবং ভবিষ্যতে এতে মোট ২০ টি ভাষার অনুবাদ সংযোজন করার পরিকল্পনা আছে। এই অনুবাদক ফিচার একজন আরেকজনের সাথে দোভাষীর কাজ করবে।

এই ‘এআই’ ফিচারগুলো গুগল জেমিনি জেনারেটিভ এআই মডেল এবং স্যামসাং এর মালিকানা সফটওয়্যার দ্বারা চালিত।

স্যামসাংই  প্রথম কোম্পানী যেটি ২০১৯ সালে ফোল্ডেবল স্মার্টফোন যেটি ফ্লেক্সিবল অর্গানিক লাইট-এমিটিং ডায়োড (OLED) প্যানেল সহ বাজারে আনে। সেই থেকে স্যামসাং প্রতিবছর নতুন মডেল বাজারে ছাড়ছে।

সবচেয়ে নতুন ষষ্ঠ জেনারেশনের মডেল দিয়ে স্যামসাং স্মার্টফোন জগতে তার ইমেজ বাড়াতে ইচ্ছুক। স্যামসাং পূনরায় স্মার্ট ফোনে  তার ক্রেতাদের নতুন একটি প্রযুক্তির জগতের সাথে পরিচয় করিয়ে দিতে চায়।

এই ধাক্কা আংশিকভাবে উদ্বেগেরও কারন এশিয়ায় বর্তমানে একটু নীচের দিকে অবস্থান করছে। হুবেই প্রযুক্তি ফোল্ডেবল স্মার্টফোনে স্যামসাংকে জানয়ারী-মার্চে ৩৫% গ্লোবাল শেয়ারে পিছনে ফেলেছিল। , হংকং ভিত্তিক প্রতিপক্ষ টেকনোলজি মার্কেট রিসার্সের মতে ,  চায়নাতে  নতুন ৫জি সম্বলিত মডেল প্রচুর বিক্রির ফলে সেটি সমস্যায় পড়েনি।

মটোরোলা, চায়নার লেনোভো গ্রুপের একটি একক যেটা ফোল্ডেবল স্মার্টফোনের ভিত্তি পেয়েছিল এবং সম্মানের সাথে ব্যবসা করেছে।

স্মার্টফোনের বাজারে ফোল্ডেবল মাত্র ১% দখল করে। এখনো, চলমান প্রতিযোগিতা একটি বিরাট হুমকি হয়ে আছে স্যামসাংএর স্ট্যাটাসের জন্যে। প্রচুর উৎপাদিত ফোল্ডেবল যেটিতে বাঁকা করা প্রয়োজনীয়তা আছে পাশাপাশি শক্তিশালী ডিসপ্লে আছে সেটা প্রযুক্তির শক্তিকেই প্রকাশ করে।

সর্বোপরি, স্যামসাং এখনো তার ধীরগতির বৃদ্ধির জন্যে গ্লোবাল মার্কেটে সমস্যার মুখোমুখি হচ্ছে।মুদ্রাস্ফীতি ও অন্যান্য কারনে অনেক পুরাতন ব্যবহারকারীরা নতুন ফোনের দিকে কম ঝুঁকছে।

অনেকেই বিশ্বাস করেন স্যামসাং এখনো গ্যালাক্সি ‘জেড ফোল্ড ৬’ এর ক্ষেত্রে ঠিক পথেই আছে।বিপরীতে মডেলটির এআই এর সামর্থ্যকে পজিটিভটি দেখছে এবং ভবিষ্যৎবানী করছে যে, স্যামসাং এর ফোল্ডেবল বিজনেস  ২০২৮ সাল পর্যন্ত প্রতিবছর গড়ে ১৮% বাড়বে।

২০২৩ সালে স্মার্টফোন স্যামসাং এর রাজস্ব ৪০% বাড়িয়েছিল। সর্বোপরি,স্যামসাং এর জন্যে এখন স্মার্টফোন ব্যবসা লাভজনক করাই একটা মুখ্য চ্যালেঞ্জ।