০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
নওগাঁ সীমান্তে বিএসএফের পুশইন: ১৬ জন আটক উইন্ডসরের প্রাসাদে মেলানিয়া ট্রাম্পের রহস্যময় সাজ আফগান বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখা বই নিষিদ্ধ করল তালেবান জাপানের আনন্দময় “সাকে ট্রেন”-এ এক যাত্রা সফটব্যাংক ভিশন ফান্ডে বড় ধরনের ছাঁটাই। লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তা সৌদি- পাকিস্তান সামরিক প্যাক্ট ও দক্ষিণ এশিয়ায় প্রভাব এশিয়ার বিলিয়ন-ডলারের মুনকেক বাজারে নতুন ধারা: দুবাই চকলেট ও পিস্তাচিওর ছোঁয়া শিম্পাঞ্জিদের খাদ্যে অ্যালকোহলের উপস্থিতি ১৯৮৮ সালের সামরিক অভ্যুত্থানের উত্তরাধিকার আজও মিয়ানমার পেরুর মরুভূমি থেকে আবিষ্কৃত নতুন নগরী: আমেরিকার ইতিহাস নতুনভাবে লেখা হচ্ছে

বিজ্ঞাপন ও আন্তর্জাতিক শোতে ব্যস্ত তানহা তাসনিয়া

জনপ্রিয়তা ও ক্যারিয়ার শুরু

অভিনেত্রী ও মডেল হিসেবে তানহা তাসনিয়া এখন একটি পরিচিত নাম। মোশাররফ করিমের বিপরীতে একাধিক নাটকে অভিনয় করে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন জগতেও তিনি উল্লেখযোগ্যভাবে সক্রিয় হয়েছেন।

বিজ্ঞাপন জগতে সফলতা

তানহার বিজ্ঞাপনজীবনও সমানভাবে আলোচিত। তিনি ‘প্রাণ স্টিক বিস্কুট’-এর মতো বেশকিছু জনপ্রিয় বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন, যা দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে।

ইউরোপ সফরে শো পারফর্ম করবেন

তানহা তাসনিয়া এবার যাচ্ছেন আন্তর্জাতিক সফরে। জানা গেছে, ইউরোপের পাঁচটি দেশ—ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ইতালি ও স্পেনে—শোতে পারফর্ম করবেন তিনি। এই সফর তার ক্যারিয়ারে একটি নতুন অধ্যায় যোগ করবে বলে মনে করা হচ্ছে।

নতুন বিজ্ঞাপন কাজ: ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল

সম্প্রতি তানহা একটি বিশেষ বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন। ‘ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল’-কে কেন্দ্র করে নির্মিত একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। রাজধানীর মহাখালী এবং নিকেতনে এই বিজ্ঞাপনের শুটিং হয়। বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।

এই কাজের জন্য হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী পরিচালক এবং মডেল—উভয়কেই আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

চলচ্চিত্রে তানহার উপস্থিতি

তানহার অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে রয়েছে—

  • ভোলা তো যায় না তারে
  • ধূমকেতু
  • ভালো থেকো

এছাড়া তার অভিনীত বিয়ে আমি করবো না সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে।

নাটকে অবদান

নাটকেও তিনি নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে—

  • বাড়ি গাড়ি নারী
  • বউ সেটিং
  • আমি নার্ভাস

  • ফরেন লাভার
  • স্বপ্ন যাবে বাড়ি
  • পাওনাদার
  • চিরকুমার সংরক্ষণ
  • সত্য বলিতে চাই
  • চাকরিজীবী বউ

তানহার প্রতিটি কাজেই দর্শক পেয়েছেন নতুন স্বাদ। ছোট পর্দা থেকে বড় পর্দা, বিজ্ঞাপন থেকে আন্তর্জাতিক শো—সব জায়গাতেই তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন।

নওগাঁ সীমান্তে বিএসএফের পুশইন: ১৬ জন আটক

বিজ্ঞাপন ও আন্তর্জাতিক শোতে ব্যস্ত তানহা তাসনিয়া

০৯:৪৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

জনপ্রিয়তা ও ক্যারিয়ার শুরু

অভিনেত্রী ও মডেল হিসেবে তানহা তাসনিয়া এখন একটি পরিচিত নাম। মোশাররফ করিমের বিপরীতে একাধিক নাটকে অভিনয় করে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন জগতেও তিনি উল্লেখযোগ্যভাবে সক্রিয় হয়েছেন।

বিজ্ঞাপন জগতে সফলতা

তানহার বিজ্ঞাপনজীবনও সমানভাবে আলোচিত। তিনি ‘প্রাণ স্টিক বিস্কুট’-এর মতো বেশকিছু জনপ্রিয় বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন, যা দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে।

ইউরোপ সফরে শো পারফর্ম করবেন

তানহা তাসনিয়া এবার যাচ্ছেন আন্তর্জাতিক সফরে। জানা গেছে, ইউরোপের পাঁচটি দেশ—ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ইতালি ও স্পেনে—শোতে পারফর্ম করবেন তিনি। এই সফর তার ক্যারিয়ারে একটি নতুন অধ্যায় যোগ করবে বলে মনে করা হচ্ছে।

নতুন বিজ্ঞাপন কাজ: ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল

সম্প্রতি তানহা একটি বিশেষ বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন। ‘ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল’-কে কেন্দ্র করে নির্মিত একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। রাজধানীর মহাখালী এবং নিকেতনে এই বিজ্ঞাপনের শুটিং হয়। বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।

এই কাজের জন্য হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী পরিচালক এবং মডেল—উভয়কেই আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

চলচ্চিত্রে তানহার উপস্থিতি

তানহার অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে রয়েছে—

  • ভোলা তো যায় না তারে
  • ধূমকেতু
  • ভালো থেকো

এছাড়া তার অভিনীত বিয়ে আমি করবো না সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে।

নাটকে অবদান

নাটকেও তিনি নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে—

  • বাড়ি গাড়ি নারী
  • বউ সেটিং
  • আমি নার্ভাস

  • ফরেন লাভার
  • স্বপ্ন যাবে বাড়ি
  • পাওনাদার
  • চিরকুমার সংরক্ষণ
  • সত্য বলিতে চাই
  • চাকরিজীবী বউ

তানহার প্রতিটি কাজেই দর্শক পেয়েছেন নতুন স্বাদ। ছোট পর্দা থেকে বড় পর্দা, বিজ্ঞাপন থেকে আন্তর্জাতিক শো—সব জায়গাতেই তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন।