মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন

কক্সবাজারে পৃথক দুটি হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ৮.১৫ পিএম

জাফর আলম

কক্সবাজারে পৃথক দুটি হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ২টার দিকে কক্সবাজার ৪র্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোশারফ হোসেন পৃথক দুটি রায় দেন।

মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালের ২০ ডিসেম্বর রামুর রশিদ নগরের বটতলী বাজারে বেবিট্যাক্সি নিয়ে বিরোধের জেরে আপন চাচাতো ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করেন ভারুয়াখালী এলাকার শেরে ফরহাদ।

দীর্ঘ বিচার কার্যক্রম শেষে মঙ্গলবার আদালত শেরে ফরহাদকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা করেন। রায় ঘোষণার সময় মামলার একমাত্র আসামি শেরে ফরহাদ আদালতে উপস্থিত ছিলেন।

অপরদিকে একই আদালতে মহেশখালী উপজেলার মাতারবাড়ি মাইজপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে ১৯৯৪ সালের ৪ মার্চ গুলিতে খুন হওয়া রব্বত আলীর মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আবুল মোনাফ, করিম দাদ ও শামসুল আলম।

রায় ঘোষণার সময় তারাও আদালতে উপস্থিত ছিলেন।রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শওকত বেলাল বলেন, যথাযথ সাক্ষী উপস্থাপন ও প্রমাণ সাপেক্ষে আদালত যে রায় দিয়েছেন সেটাতে আমরা সন্তুষ্ট।

তবে আসামিপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাছির উদ্দিন অতিরিক্ত জেলা ও দায়রা জজের (৪র্থ আদালত) রায়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, ন্যায়বিচারের জন্য তারা উচ্চ আদালতে যাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024