মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন

অভিনয়কেই চ্যালেঞ্জ মনে করেন শর্মী

  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ২.১০ পিএম

রেজাই রাব্বী

শর্মী ইসলাম। শোবিজ অঙ্গনের প্রথম কাজ এম লিটু করিম পরিচালনায় অন্তরালে বিশ্বাস নাটকে। প্রথম ক্যামেরার সামনে আশা হয় একটা ব্র্যান্ডের ম্যাগাজিনের ফটোশুট, এর পর থেকেই ছোট পর্দায় কাজের প্রস্তাব আসে তার। কাজ করেছেন ধারাবাহিক নাটক, একক নাটক, টেলিফিল্ম এবং বিজ্ঞাপনে। 

ক্যারিয়ারের নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন সারাক্ষণ’র সঙ্গে। সাক্ষাৎকারটি নিয়েছেন রেজাই রাব্বী-

সাম্প্রতিক সময়ে কি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন?
মায়ার বাঁধন নামে একটি ধারাবাহিক নাটকের কাজ শেষ করলাম। রচনা এবং পরিচালনায় রুলীন রহমান।

অভিনয়ের সঙ্গে যুক্ত ও আগ্রহ জন্মালো কীভাবে? 

এক কথায় বলতে গেলে বাবা-মার ইচ্ছা ছিল এবং নিজেরও শখ ছিল। আমি ছোটবেলা থেকেই থিয়েটারের সঙ্গে জড়িত ছিলাম। বিভিন্ন অনুষ্ঠানে নাচ, অভিনয়, নাটক করতাম। এভাবেই পথ চলা …

বিজ্ঞাপণ চিত্রে কাজ করছেন? 

হ্যাঁ। একটি কুরিয়ার সার্ভিসের বিজ্ঞাপন করেছি। বিজ্ঞাপনে- জি কুরিয়ার সার্ভিস।
আপনার ক্যারিয়ারের সেরা কাজ কোনটি? 
এম সাখাওয়াত হোসেনের খেয়া এবং ওভার দ্য গেম। এখন মায়ার বাঁধন নাটকটি করেও ভালো লেগেছে।

বড় পর্দায় অভিনয়ের পরিকল্পনা আছে কি না এবং আপনাকে কবে বড় পর্দায় দেখতে পাব? বড় পর্দায় প্রস্তাব আসছে, ব্যাটে বলে মিলছে না, গল্পও ভালো লাগছে না। সারপ্রাইজ থাকবে, কিন্তু গল্প আমার মনমতো হলে তাহলে বড়পর্দায় কাজ করব।

ওটিটি প্লাটফর্মে কাজ করছে অনেকেই আপনার পরিকল্পনা কি? 

ওটিতে কাজ করার ইচ্ছা আছে তবে ওটিটিতে এই মুহ‚র্তে জড়াতে চাচ্ছি না।
উপস্থাপনার পরিকল্পনা আছে কি না? 
উপস্থাপনা করার পরিকল্পনা আছে, আগে করা হয়নি। কিছু টিভি শো’র ব্যাপারে কথা চলছে।

অভিনয় বা গানে কাকে আদর্শ মনে করেন? 

সবাইকেই, আদর্শ অনেকেই আছে, সবাইকে ভালো লাগে।

প্রথম নাটকের অনুভ‚তি কেমন ছিল?

 শুটিংয়ের আগের দিন খুব টেনশনে ছিলাম, ভিতরে ভিতরে অস্থিরতা কাজ করত, তারপর শুটিংয়ের দিন যখন স্পটে গেলাম আর ক্যামেরার সামনে যখন দাঁড়ালাম তখন অবিশ্বাস্যভাবে আমার সব অস্থিরতা নার্ভাসনেস, সব দূর হয়ে গেল আর কনফিডেন্স লেভেল বেড়ে গেলো নিজের অজান্তেই, আর আমার পরিচালকের আন্তরিকতা, আর ডিরেকশন টা এতো ভালো ছিল যে আমার মনে হয়নাই যে এইটা আমার প্রথম কাজ এবং আমি ক্যামেরার সামনে আছি, আর এমনিতেই ছোট বেলা থেকে আমার কনফিডেন্স টা একটু বেশিই।

অভিনয়ে চ্যালেঞ্জ কি বলে মনে করেন? 

অভিনয়টাই আমার কাছে একটা চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ এই জন্য যে আমাদের শুভাকাঙ্খীরা ভালো আছে, খারাপও আছে, আলোচনাও আছে সমালোচনা আছে, আবার অনেক আছে হিংসা, জেলাস, অনেকে চায় আমি ভালোভাবে এগিয়ে যাই ভালো কিছু করি, আর যারা আসলে হিংসা করে সমালোচনা করে, খারাপ চায়, যারা নিন্দুক তাদের সাথে আমার চ্যালেঞ্জ। আর খুশির খবর এই যে আল্লাহর রহমতে পথ চলছি। কেউ আমাকে থামিয়ে রাখতে পারেনি এবং পারবেও না ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024