মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-১৫৩)

  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ১১.০০ পিএম

শ্রী নিখিলনাথ রায়

জাফরাগঞ্জের সমাধিভবনের যে স্থানে তাঁহাকে সমাহিত করা হয়, অস্থাপি তথায় তাহার চিহ্ন দেখিতে পাওয়া যায়। মনসুর আলির জ্যেষ্ঠপুত্র আলি কাদের হোসেন আলি মির্জা মুর্শিদাবাদের প্রথম নবাব বাহাদুর। ইনি বার্ষিক ২ লক্ষ ৪০ হাজার টাকারও কম বৃত্তি প্রাপ্ত হন। বঙ্গের অদ্বিতীয় সম্রান্তবংশের সন্তানের হ্যায় তাঁহার হৃদয় অতীব উন্নত ছিল। হিন্দুমুসলমানগণের প্রতি যে সমপ্রীতির জন্য মুর্শিদাবাদের নবাবগণ চিরকাল ইতিহাস-বিখ্যাত হইয়া আসিতেছেন, নবাব বাহাদুরেরও সেই গুণ উজ্জ্বলতররূপেই প্রতিভাত হইয়াছিল।

দরিদ্রগণের জন্য তিনি মুক্তহস্ত ছিলেন; আর্তের কাতরধ্বনি মুহূর্তমধ্যে তাঁহার মর্ম্ম স্পর্শ করিত। কি হিন্দু, কি মুসলমান, সকলেই তাঁহার নিকট হইতে আশানুরূপ ফল লাভ করিত। মুর্শিদাবাদের অনেক অনাথ-পরিবার নবাব বাহাদুরকর্তৃক প্রতি- পালিত হইয়াছিল। গবর্ণমেন্টও তাঁহার এই সমস্ত গুণের জন্য তাঁহাকে যথারীতি সম্মানিত করিতে ত্রুটি করেন নাই। হাসেন আলির পুত্র ওয়াসিফ আলি বর্তমান নবাব বাহাদুর। ভগবান্ তাঁহাকে দীর্ঘজীবন প্রদান করিয়া মুর্শিদাবাদের কল্যাণ সাধন করুন।

নবাব-নাজিমুদিগের সমাধির উত্তরে একটি প্রাচীর বেষ্টিত স্থানে মীরজাফরের প্রিয়তমা ভার্য্যা মণিবেগম ও তাহার পূর্ব্বদিকে তাঁহার অন্যতম ভাৰ্য্যা ববুবেগম শান্বিত আছেন। মণিবেগম মীরজাফরের প্রাণাধিক প্রিয়তমা ছিলেন। আমরা সংক্ষেপে মণিবেগম ও বব্ব বেগমের বিবরণ প্রদান করিতেছি। মণিবেগ্‌গ্ন ও বন্ধু বেগম উভয়েই প্রথমতঃ নর্তকী ছিলেন। বরু বেগমের বংশ অনেক দিন হইতে নর্তকীর ব্যবসায় করিত। বক্তবেগম সম্মন আলি খাঁ নামক জনৈক বিশ্বস্ত মুসলমানের ঔরসে জন্মগ্রহণ করেন। তাঁহার মাতার নাম বিশু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024