মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন

স্বপ্নের নায়ক সালমান শাহ’র মৃত্যুবার্ষিকী আজ

  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ১২.৪৮ পিএম

সারাক্ষণ প্রতিবেদক 

বাংলাদেশের সিনেমার ইতিহাস সৃষ্টিকারী নায়ক সালমান শাহ।  মৃত্যুর এতো বছর পরও সালমান শুধুমাত্র তার দুর্দান্ত অভিনয় এবং ফ্যাশন’এ ভিন্নমাত্রা দিয়েই আজো দর্শকের হৃদয়ে গেঁথে আছেন।কোনো বিশেষ দিন ছাড়াই আসলে বাংলাদেশের সিনেমার রাজপুত্র-অমর নায়ক সালমান শাহ’কে মনে পড়ে তার ভক্ত দর্শকের। এটা সত্যি যে সালমান শাহ’র মৃত্যু দিবস বা জন্মদিন এলে তার ভক্ত দর্শকের তার কথা বেশি মনে পড়ে। কিন্তু তার মৃত্যুর ২৮ বছর পরও তার ভক্ত দর্শকেরা তাকে ভোলেনি।

বলা যায় প্রতিদিনই তারা কোনো না কোনোভাবে তাকে বেশ শ্রদ্ধার সাথেই স্মরন করছেন, মনে করছেন। ইউটিউব, ফেসবুকের এই যুগেও দর্শক সালমান-শাবনূর অভিনীত সিনেমায় দু’জনের অভিনয়ের রসায়নে মুগ্ধ হন। এমন অনেক দর্শক আছেন, সালমান শাহ’র কিংবা সালমান শাহ-শাবনূরের সিনেমা বহুবার দেখেছেন। বারবার দেখা সিনেমায় সালমান’কে আবারো দেখে যেন মুগ্ধ হন। আর এখানেই সালমান শাহ বাংলাদেশের অন্যান্য নায়কের চেয়ে ব্যতিক্রম।

সালমান শাহ এমন একজন নায়ক ছিলেন যাকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে সিনেমায় এসেছেন ফেরদৌস, রিয়াজ, শাকিব খান’সহ পরবর্তী প্রজন্মের অনেকেই। তার ফ্যাশন যেমন আজও সময়ের চেয়ে অনেক এগিয়ে। তার অভিনয়ও যেন এখনো প্রাণবন্ত। বাংলাদেশের সিনেমার ফ্যাশন আইকন সালমান শাহ আজীবন দর্শকের মনে বেঁচে থাকবেন। তা না হলে মৃত্যুর এতো বছর পরও একজন নায়ক কীভাবে জনপ্রিয়তার শীর্ষে থাকে। একজন সালমান শাহ আমাদের মাঝে যুগের পর যুগ বেঁচে থাকবেন, এটা আমরাও বিশ্বাস করি।

আজ বাংলাদেশের সিনেমার অমর নায়ক সালমান শাহ’র ২৮’তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের এই দিনে তিনি পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে চলে গিয়েছিলেন। সালমানের মৃত্যুবার্ষিকী এলেই যেন বিশেষ শহরের দাড়িয়া পাড়ার নানার বাসাতে সালমান ভক্তদের আসা যাওয়াটা যেন একটু একটু করে বাড়তেই থাকে। কারণ এই বাসাতেই অর্থাৎ এই ‘সালমান শাহ হাউজ’-এ কেটেছে সালমানের ছোটবেলা। দূরন্ত সময়টা তিনি সেখানেই কাটিয়েছেন। দেখতে দেখতে তার মৃত্যুর ২৮ বছর পেরিয়ে গেছে।

মৃত্যুর ২৮ বছর পরও তিনি এখনো আকাশচুম্বী জনপ্রিয়। এখনো টিভি পর্দায় তার সিনেমা প্রচার হলে দর্শক আগ্রহ নিয়ে দেখেন। এখনো তার অভিনীত সিনেমার গান টিভিতে প্রচার হলে তা দর্শক এড়িয়ে যেতে পারেন না। এমনও দেখা গেছে পাশাপাশি দুটি চ্যানেলের একটিতে নতুন কোন সিনেমা প্রচার হচ্ছে আবার অন্যটিতে সালমান শাহ’র সিনেমা প্রচার হচ্ছে দর্শক যেন সালমান শাহ’র সিনেমা দেখার প্রতিই বেশি আগ্রহ প্রকাশ করেন। আবার শুধুমাত্র সালমান শাহ’র সিনেমার ক্ষেত্রেই এমন দেখা গেছে যে সিনেমা প্রচারের সময় নারী পুরুষ দর্শক শুধু সালমান শাহ’র পারফর্ম্যান্সই বেশি উপভোগ করেন।

সালমানের মৃত্যুর এতো বছর পরও পরবর্তীতে বাংলা সিনেমাতে অনেক নায়কের আবির্ভাব হলেও অভিনয় আর ফ্যাশন দিয়ে আর কোন নায়ক আজ পর্যন্ত সালমান শাহর জনপ্রিয়তাকে ছাপিয়ে যেতে পারেনি, অনেক চলচ্চিত্র প্রযোজক পরিচালকের ভাষ্যমতে সালমান শাহ ছিলেন ধুমকেতুর মতো, এলেন দেখলেন জয় করলেন আবার চলেও গেলেন।  কোন নায়কের মৃত্যুর এতো বছর পরেও ভক্তদের হৃদয়ে এতোটা ভালোবাসা নিয়ে বেঁচে থাকার দৃষ্টান্ত পৃথিবীর আর কোন দেশের কোন নায়কের ক্ষেত্রে দেখা যায়নি।

যে সময়টাতে সালমান মৃত্যু বরণ করেছেন, সেই সময়টাতে যারা ছোট ছিলেন, তাদের কাছেও ছোটবেলার গল্পের বিষয় ছিলেন সালমান শাহ। তারাও মনে মনে স্বপ্ন দেখেন, ইস ! যদি একবার ফিরে আসতেন সালমান শাহ। কিন্তু মৃত্যুই সত্য, যে চলে যাবার সে চলেই যায় আর ফিরে আসেনা কোনদিন। মৃত্যুর এতো বছর পরও সালমান শুধুমাত্র তার দুর্দান্ত অভিনয় এবং ফ্যাশন’এ ভিন্নমাত্রা দিয়েই আজো দর্শকের হৃদয়ে গেঁথে আছেন। সবার প্রিয় নায়ক সালমান শাহ’র জন্ম ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়।

তার পিতার নাম কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। সালমানের দাদার বাড়ি সিলেট শহরের শেখঘাটে আর নানার বাড়ি দারিয়া পাড়ায় । যে বাড়ির নাম এখন ‘সালমান শাহ হাউজ’ । তার নানা পূর্ব পাকিস্তানের প্রথম চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এ অভিনয় করেছিলেন। অভিনয়ে সালমানও তাই সেই নানার কারণেই আসা। স্কুলে পড়ার সময় সালমান শাহ বন্ধুমহলে সঙ্গীতশিল্পী হিসেবে বেশ পরিতি ছিলেন।। ১৯৮৬ সালে ছায়ানট থেকে পল্লীগীতিতে পাস করেছিলেন তিনি। চলচ্চিত্রে আসার আগেই ১৯৯২ সালের ১২ আগস্ট বিয়ে করেন তিনি। স্ত্রী ছিলেন সামিরা হক।

যদিও বা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয় করেই আকাশচুম্বী জনপ্রিয়তা পান সালমান শাহ। কিন্তু তার আগেই তিনি নাটকে অভিনয় করেন। মঈনুল আহসান সাবেরের লেখা ধারাবাহিক ‘পাথর সময়’-এ একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে সালমান শাহ’র অভিনয় জীবন শুরু হয়। ওই নাটকের কেন্দ্রীয় চরিত্রে তৌকীর আহমেদ অভিনয় করলেও সালমান শাহ’র চরিত্রটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। পরবর্তীতে  আরো বেশকিছু নাটকে অভিনয় করেও দারুণ প্রশংসিত হয়েছিলেন সালমান।

সিনেমার পাশাপাশি নাটকেও তার উপস্থিতি দর্শকের মধ্যে ভীষণ সাড়া ফেলেছিলো। যদিও বা মৌসুমীর সঙ্গে সিনেমাতে সালমানের অভিষেক হয়। পরবর্তীতে মৌসুমীর সঙ্গে আরো দুটি সিনেমা ‘স্নেহ’, ‘অন্তরে অন্তরে’তে অভিনয় করলেও আর কোন সিনেমাতে তাদের দেখা যায়নি। শাবনূরের সঙ্গেই বেশি সিনেমাতে অভিনয় করেছেন সালমান শাহ যে জুটিকে এখনো সিনেমার অন্যতম সেরা জুটি হিসেবে আখ্যা দেয়া হয়। সালমান শাহের সঙ্গে জুটি হয়ে আরো অভিনয় করেছিলেন শাবনাজ, শাহনাজ, লিমা, শিল্পী, শ্যামা, সোনিয়া, বৃষ্টি, সাবরিনা ও কাঞ্চি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024