মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন

বিএসএমএমইউ-এর নতুন রেজিস্ট্রার অধ্যাপক ডা.মোঃ নজরুল ইসলাম

  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৫.৩২ পিএম

সারাক্ষণ ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন অত্র বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি এন্ড ইমেজিং (নিউরো রেডিওলজি) বিভাগের  শিক্ষক ডা. মোঃ নজরুল ইসলাম (Dr. Md. Nazrul Islam, Professor of Neuroradilogy, Department of Radiology & Imaging)। (৭ সেপ্টেম্বর ) বিশ্ববিদ্যালয়ের অতিরক্তি রেজিস্ট্রার-১, ডা. মোঃ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি এন্ড ইমেজিং (নিউরো রেডিওলজি) বিভাগের শিক্ষক ডা. মোঃ নজরুল ইসলামকে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব প্রদান করা হলো।

অধ্যাপক ডা. মোঃ  নজরুল ইসলাম ঢাকা বোর্ডের অধীনে ১৯৮৪ সালে এসএসসি, ১৯৮৬ সালে এইচএসসি পাশ করেন। তিনি ১৯৯৪ সালে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন। শিক্ষা জীবনে তিনি এফসিপিএস, এমডি (ডক্টর অব মেডিসিন) এবং এম.ফিল ডিগ্রী অর্জন করেছেন। শিক্ষকতার মহতী জীবনে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগে নিউরো রেডিওলজি বিষয়ে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং বর্তমানে অধ্যাপক হিসেবে অধ্যাপনায় নিয়োজিত রয়েছেন।

অধ্যাপক ডা মোঃ নজরুল ইসলাম এর দেশ বিদেশের বিভিন্ন জার্নালে ইনডেক্সড ও নন-ইনডেক্সডসহ ৩৬টি পাবলিকেশন রয়েছে। বাংলাদেশ, সিঙ্গাপুর, জার্মানিসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত  চিকিৎসাসেবা ও চিকিৎসাপেশা সংশ্লিষ্ট বিভিন্ন প্রশিক্ষণ ও সম্মেলনে তিনি অংশ নিয়েছেন। আল্ট্র্রাসাউন্ড, এক্সরে, সিটিস্ক্যান এন্ড এমআরআই রিপোর্ট প্রদানে সুদক্ষ বিশেষজ্ঞ ডাক্তার মোঃ নজরুল ইসলাম কর্মজীবনে হবিগঞ্জের আধুনিক সরদার হসপিটালে মেডিক্যাল অফিসার হিসেবে কাজ করেছেন।  অধ্যাপক ডা. মোঃ  নজরুল ইসলাম তাঁর বর্ণাঢ্য জীবনে পরীক্ষক ও থিসিস গাইড হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024