পাবনা ও চুয়াডাঙ্গায় সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। দুই জেলায় মোট দুইটি ঘটনায় প্রাণ হারান এক বাবা-তার মেয়ে এবং দুই কিশোর।
পাবনায় মোটরসাইকেলে বাবা-মেয়ের মৃত্যু
সোমবার সন্ধ্যায় পাবনার সুজানগর উপজেলার উত্তর দুর্গাপুর এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন বাবা জাবিদুল (৩৫) এবং তার মেয়ে জুবাইদা (৮)।
সুজানগর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, সন্ধ্যা ৬টার দিকে ট্রাকটি মোটরসাইকেলে সোজা ধাক্কা দিলে তারা দু’জনই ঘটনাস্থলেই মারা যান।
চুয়াডাঙ্গায় গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা, দুই কিশোরের মৃত্যু
চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার কদিপুর গ্রামে সোমবার বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা খেলে দুই কিশোর নিহত হয়।
নিহতরা হলেন সেলিম (১৮), এনামুল হকের ছেলে এবং তানজি (১৬), তারিফের ছেলে—দু’জনই লোকনাথপুর পশ্চিমপাড়ার বাসিন্দা।
দামুরহুদা থানার ওসি হুমায়ুন কবীর জানান, বিকেল আড়াইটার দিকে দুই বন্ধু মোটরসাইকেলে করে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাছের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই একজন মারা যায় এবং অন্যজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।
#Bangladesh #Pabna #Chuadanga #RoadAccident #Death #Sujanagar #Damurhuda #TrafficSafety
সারাক্ষণ রিপোর্ট 


















