১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
ফারিদাবাদে ২,৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার: ‘হোয়াইট-কলার’ সন্ত্রাস চক্রে সাতজন গ্রেপ্তার লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৮, আহত ২১, দিল্লিতে সর্বোচ্চ সতর্কতা লালকেল্লার কাছে বিস্ফোরণের আগে দুই ঘণ্টা সোনেহরি মসজিদ পার্কিংয়ে ছিল হুন্ডাই গাড়িটি মার্কিন শুল্কের ধাক্কা সামাল দিতে নতুন বাজারে নজর: রপ্তানি বৈচিত্র্যে রাশিয়া সফরে ভারতীয় বাণিজ্য প্রতিনিধিদল সয়াবিন তেলের দাম লিটারে ৯ টাকা ২৭ পয়সা বাড়ানোর প্রস্তাব দিল বিটিটিসি গ্রেফতারের তিন দিন পর স্ত্রী ও নবজাতকের মৃত্যু, প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় ছাত্রলীগ নেতা ফুলবাড়িয়ায় বাসে আগুন, চালক পুড়ে নিহত মধ্যরাতে রাজধানীতে তিন বাস ও প্রাইভেটকারে আগুন ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন লালকেল্লার কাছে বিস্ফোরণের আগে মুখোশধারী চালককে দেখা গেল সিসিটিভিতে

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৮২)

  • Sarakhon Report
  • ০৫:০৭:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • 63

প্রদীপ কুমার মজুমদার

তিন-৩; অগ্নি, বৈদিক শাস্ত্রে তিন ধরনের অগ্নি যথা দক্ষিণাগ্নি, গার্হপত্যয় অগ্নি, ও আহ্বানীয় অগ্নি’র কথা উল্লেখ থাকাতে অগ্নি-৩ ধরা হয়। গুণ-৩ ধরা হয়। কারণ সত্ত্ব, রজস্ ও তমস্ গুণের এই তিনটি দিক থাকায় গুণ-৩ ধরা হয়। রাম অর্থে ৩ ধরা হয়। কারণ রাম তিনজন ছিলেন। তাঁরা হচ্ছেন ধনুর্ধর রাম, পরশুধর রাম ও হলধর রাম।

পুর-৩, পুরাণে বর্ণিত আছে যে দেবতাদের তাড়িয়ে দিয়ে অসুরেরা তিনটি নগরে (পুরে) বাস করতো সেইহেতু পুর-৩ ধরা হয়।ভূবন -৩, বিশ্ব তিনটি ভাগে বিভক্ত যথা উর্ধ, অধ ও মধ্য। সেইহেতু ভুবন-৩ ধরা হয়। রত্ন-৩, জৈনশাস্ত্রে তিনটি সুন্দর জিনিষ আছে সেগুলি হচ্ছে সম্যদর্শন, সম্যজ্ঞান, সম্যকচারিত্র; এইজন্যই রত্ন-৩ ধরা হয়।

এছাড়াও ৩-এর পরিবর্তে নিম্নলিখিত নাম সংখ্যাগুলি ব্যবহৃত হয়ে থাকে।বৈশ্বানর, বহ্ণি, বীতহোত্র, শিখিন, ধনজয়, রূপীটযোনী, জলন, অনল, পাবক, কষাণু, বায়ুসখ, হুতুভক, বহিম, কৃষ্ণবর্ম্মন, জাতবেদস্ বিষ্ণুক্রম, ভাস্কর, লোক, ত্রিকটু হরনেত্র, প্রভৃতি।

লোক-৩ ব্রাহ্মস্ফুট সিদ্ধান্তে পাওয়া যায়, ক্রম-৩ সিদ্ধান্ত শিরোমণিতে পাওয়া যায়। ত্রিকুট-৩ আলবিরূণীর তালিকায় পাওয়া যায়। বিষ্ণুক্রম-৩ পাওয়া যায় মহাভাস্করীয়তে। হরিনেত্র ৩ গণিতসার সংগ্রহে দেখতে পাওয়া যায়।চার-৪, (মহা) সাগর; যেহেতু বিশ্বে চারটি সাগর যথা পূর্ব সাগর, দক্ষিণ সাগর, পশ্চিম সাগর ও উত্তর সাগর আছে সেইজন্যে চারের পরিবর্তে সাগর লেখা হয়।

(চলবে)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৮১)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৮১)

 

জনপ্রিয় সংবাদ

ফারিদাবাদে ২,৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার: ‘হোয়াইট-কলার’ সন্ত্রাস চক্রে সাতজন গ্রেপ্তার

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৮২)

০৫:০৭:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫

প্রদীপ কুমার মজুমদার

তিন-৩; অগ্নি, বৈদিক শাস্ত্রে তিন ধরনের অগ্নি যথা দক্ষিণাগ্নি, গার্হপত্যয় অগ্নি, ও আহ্বানীয় অগ্নি’র কথা উল্লেখ থাকাতে অগ্নি-৩ ধরা হয়। গুণ-৩ ধরা হয়। কারণ সত্ত্ব, রজস্ ও তমস্ গুণের এই তিনটি দিক থাকায় গুণ-৩ ধরা হয়। রাম অর্থে ৩ ধরা হয়। কারণ রাম তিনজন ছিলেন। তাঁরা হচ্ছেন ধনুর্ধর রাম, পরশুধর রাম ও হলধর রাম।

পুর-৩, পুরাণে বর্ণিত আছে যে দেবতাদের তাড়িয়ে দিয়ে অসুরেরা তিনটি নগরে (পুরে) বাস করতো সেইহেতু পুর-৩ ধরা হয়।ভূবন -৩, বিশ্ব তিনটি ভাগে বিভক্ত যথা উর্ধ, অধ ও মধ্য। সেইহেতু ভুবন-৩ ধরা হয়। রত্ন-৩, জৈনশাস্ত্রে তিনটি সুন্দর জিনিষ আছে সেগুলি হচ্ছে সম্যদর্শন, সম্যজ্ঞান, সম্যকচারিত্র; এইজন্যই রত্ন-৩ ধরা হয়।

এছাড়াও ৩-এর পরিবর্তে নিম্নলিখিত নাম সংখ্যাগুলি ব্যবহৃত হয়ে থাকে।বৈশ্বানর, বহ্ণি, বীতহোত্র, শিখিন, ধনজয়, রূপীটযোনী, জলন, অনল, পাবক, কষাণু, বায়ুসখ, হুতুভক, বহিম, কৃষ্ণবর্ম্মন, জাতবেদস্ বিষ্ণুক্রম, ভাস্কর, লোক, ত্রিকটু হরনেত্র, প্রভৃতি।

লোক-৩ ব্রাহ্মস্ফুট সিদ্ধান্তে পাওয়া যায়, ক্রম-৩ সিদ্ধান্ত শিরোমণিতে পাওয়া যায়। ত্রিকুট-৩ আলবিরূণীর তালিকায় পাওয়া যায়। বিষ্ণুক্রম-৩ পাওয়া যায় মহাভাস্করীয়তে। হরিনেত্র ৩ গণিতসার সংগ্রহে দেখতে পাওয়া যায়।চার-৪, (মহা) সাগর; যেহেতু বিশ্বে চারটি সাগর যথা পূর্ব সাগর, দক্ষিণ সাগর, পশ্চিম সাগর ও উত্তর সাগর আছে সেইজন্যে চারের পরিবর্তে সাগর লেখা হয়।

(চলবে)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৮১)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৮১)